
ঢাকা ব্যাংক পিএলসি লিমিটেডের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে শীতার্তদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার লেলাং ইউনিয়নের ব্যাংকের পরিচালক তৌহিদুল হোসেন চৌধুরী আতিকের সৌজন্যে এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনগর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব রাকিব বিন তৌহিদ চৌধুরী।
ব্যবাসায়ি শহীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালামত উল্ল্যাহ চৌধুরী, এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, মাস্টার মাহাবুবুল আলম চৌধুরী, জয়নাল আবেদীন খোরশেদুল আজম মঞ্জু, জসিম উদ্দীন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শীতে কাঁপছে পুরো দেশ। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ঢাকা ব্যাংক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
এছাড়া আগামিতে আরও ব্যাপক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এ ব্যাংকের প্রতি অনুরোধ জানানো হয়।
মেহেদী/