
বরিশালে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের নামে নির্মিত পার্ক ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ও রাতে স্থাপনা দুইটি ভাঙচুর করে ছাত্র-জনতা। নগরীর চৌমাথার সিঅ্যান্ডবি রোড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার মায়ের নামে পার্কটি স্থাপন করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানন, বিকেল ৪টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্কের কাছে এসে জড়ো হয়। পরে একটি এক্সকেভেটর এনে পার্কটি ভাঙা শুরু করে।
শিক্ষার্থীরা জানিয়েছে, কারও কোনো মতামত না নিয়ে জনগণের টাকা ব্যয় করে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার মায়ের নামে এই পার্ক নির্মাণ করেছিলেন। সাধারণ মানুষের আপত্তি থাকা সত্ত্বেও গায়ের জোরে মহাসড়কের ওপরে নির্মিত পার্কটি ভেঙে অপসারণ করতে আমরা এখানে এসেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, পার্কের কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক সরু হয়ে গেছে। ফলে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। তাই আমরা এটিকে এখান থেকে অপসারণের কথা বিভিন্ন দপ্তরকে বলে আসছি। কিন্তু তারা তাতে ভ্রূক্ষেপ করেনি। তাই ছাত্রসমাজ উদ্যোগ নিয়ে পার্কটির বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে এটি অপসারণের উদ্যোগ নিয়েছে।
এদিকে সদর রোডের নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কে বরিশাল প্রেসক্লাবের সামনে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে।
প্রেসক্লাবে অফিস সহকারী মো. মানিক মিয়া জানান, 'বিকেল তিনটার দিকে বেশ কয়েকজন যুবক হাতুড়ি নিয়ে ক্লাবের সামনে আসেন। তার হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রায় কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৭টার দিকে সেটি ভেঙে ফেলে। এর আগে গত বছরের ৫ আগস্ট বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে।'
শিক্ষার্থীরা বলেন, 'স্বৈরাচার সরকারের কোনো নিদর্শন বাংলার মাটিতে রাখা হবে না। আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের নতুন এ কর্মসূচি চলমান থাকবে।'
এর আগে বুধবার রাতে সাবেক প্রধানমন্ত্রীর ফুপা বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাড়ি "সেরনিয়াবাত ভবন" ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বগুড়া রোডের বাসভবনের সামনের অংশের সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা।
মঈনুল সবুজ/জোবাইদা/