
গত ৭ বছর ধরে সামাজিক উন্নয়ন ও যুবসমাজের ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সংগঠন স্টার্ক বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের নাম পরিবর্তন করে বাংলালিডস নামে আত্মপ্রকাশ করেছে। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পরিচালনা পর্ষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চট্টগ্রামের চেরাগী মোড়ের ফয়েজ নূর নাহার মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।
নাম পরিবর্তনের মাধ্যমে সংগঠনটি তার নতুন অঙ্গীকার ও কর্মপরিকল্পনাকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চায়। বাংলালিডস নামটি বাংলাদেশের যুব নেতৃত্ব, সামাজিক পরিবর্তন এবং শিক্ষার প্রসারে সংগঠনের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
বাংলালিডসের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফরুল হাসান বলেন, ‘জলবায়ু শিক্ষা নীতি সংস্কার নিয়ে বিগত পাঁচ-ছয় মাস আমরা কাজ করছি এবং পরিকল্পনা করছি। আগামী এপ্রিল মাসে চট্টগ্রামে প্রথমবারের মতো জলবায়ু শিক্ষা নীতি সম্মেলনের আয়োজন করা হবে। পরবর্তী সময়ে ঢাকা ও সিলেটেও এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা জলবায়ু শিক্ষাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাহিদুল ইসলাম ইমন জলবায়ু শিক্ষা নিয়ে বাংলালিডসের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটকে আমরা হৃদয়ে ধারণ করি। এই স্পিরিট আমাদের কাজে প্রকাশিত হওয়ার লক্ষ্যে আমাদের নামের এই পরিবর্তন। আমরা বিশ্বাস করি, বাংলালিডস নামটি আমাদের নতুন অঙ্গীকার ও দায়িত্ববোধকে প্রতিফলিত করবে।’
বাংলালিডসের নতুন পরিচয় ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তি, সামাজিক কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং তরুণ নেতারা উপস্থিত ছিলেন। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে ছিল, নাম পরিবর্তন ও নতুন লক্ষ্য ঘোষণার আনুষ্ঠানিকতা, জলবায়ু শিক্ষা, সামাজিক উন্নয়ন ও তারুণ্যের ভূমিকা নিয়ে প্যানেল আলোচনা, বাংলালিডসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন বাংলালিডস আগামী দিনে জলবায়ু শিক্ষা, যুব নেতৃত্ব উন্নয়ন, এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাবে। জুন ২০২২ সালে Project Aware With Us কর্মসূচির মাধ্যমে জলবায়ু শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কাজ শুরু হয়েছিল, যা আজ নীতিগত পরিবর্তনের দাবিতে রূপান্তরিত হয়েছে।
সংগঠনটি বাংলাদেশে পরিবেশ ও জলবায়ু শিক্ষাকে শিক্ষা ব্যবস্থার মূলধারায় নিয়ে আসতে এবং তারুণ্যের দক্ষতা উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
নিলয়/মাহফুজ/