ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

মঞ্চ ভাঙচুর তিন-চার মিনিটে তামিম মুশফিকদের বিদায়

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ পিএম
তিন-চার মিনিটে তামিম মুশফিকদের বিদায়
মঞ্চ ভাঙচুর করে দর্শকরা। ছবি: খবরের কাগজ

মঞ্চে ছিলেন তামিম-মুশফিকরা। কিন্তু কেউ কোনো বক্তব্য রাখলেন না। কোনো সেলফি তোলার সুযোগও পেলেন না দর্শকরা। খেলোয়াড়রা শুধু হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে ট্রফি উঁচিয়ে দেখালেন, তারপর বিদায়! মুহূর্তেই উচ্ছ্বাস বদলে গেল হতাশায়। কষ্ট করে অপেক্ষা করা দর্শকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে এবং সেই হতাশাই রূপ নেয় ক্ষোভে। ক্ষোভ থেকে শুরু হয় চেয়ার ছোঁড়াছুঁড়ি। পরে মঞ্চ ভাঙচুর করে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের সংবর্ধনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে। এ সময়ে গণমাধ্যমকর্মীসহ অর্ধশত আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরচুন বরিশাল দলের সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করতে এবং প্রিয় খেলোয়াড়দের কাছ থেকে দেখতে দুপুর ১টা থেকেই বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক জনসমুদ্রে পরিণত হয়। তীব্র রোদ উপেক্ষা করে ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাতে থাকেন। কিন্তু মঞ্চে উঠে হাত নেড়ে আর ট্রফি দেখিয়ে খেলোয়াড়রা মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে বিদায় নেন। এরপরই দর্শকরা চেয়ার ছুঁড়তে শুরু করেন। চলে ভাঙচুর।

মো. রাসেল হোসেন খবরের কাগজকে বলেন, ‘অনুষ্ঠানটি পুরোপুরি উপভোগের জন্য ঝালকাঠী থেকে এসেছি। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তকে কাছ থেকে দেখার জন্য। কিন্তু আয়োজকরা প্রতিশ্রুতি বজায় রাখেননি। প্রিয় খেলোয়াড়রা মঞ্চে খুবই অল্প সময় অবস্থান করেছেন। এতে দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে তারা মঞ্চ ভাঙচুর করেন।’ তিনি আরও বলেন, ‘আয়োজকদের গাফিলতির কারণে এমনটি ঘটেছে।’ তবে এ বিষয়ে ফরচুন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পটিয়ার শেভরণ হাসপাতাল ইনজেকশনের পর পরই মারা যায় ৪ মাসের শিশুটি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:৫১ এএম
ইনজেকশনের পর পরই মারা যায় ৪ মাসের শিশুটি
চট্টগ্রামের পটিয়ার শেভরণ হাসপাতাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ার শেভরণ হাসপাতালে ভুল চিকিৎসায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। নিহত শিশুর নাম নুর আফসা। শিশুটির বয়স তিন মাস। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৯টায় ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির কানে সমস্যা ছিল, একই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত ছিল। 

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করে শিশু আফসার চাচা মো. কাদের খবরের কাগজকে বলেন, ‘আমার ভাতিজির নিউমোনিয়া ও হালকা কানের সমস্যা ছিল। তাই তাকে শুক্রবার সকাল ৯টার দিকে পটিয়া পৌরসভার পটিয়া শেভরণ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাকে একটি ইনজেকশন দিতে হবে জানিয়ে ডাক্তার দেলোয়ার লিখে দেন। আমরা সেই অনুযায়ী পটিয়া শেভরণ হাসপাতালের ফার্মেসি থেকেই সেটি কিনে নিই। এরপর নার্স সেটি পুশ করার পর পরই আমার ভাতিজি মারা যায়। অন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি ইনজেকশনটি ছিল বয়স্ক মানুষের। আমরা থানায় অভিযোগ দিয়েছি। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে বলেছে। আমরা এখন শিশুটির ময়নাতদন্ত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসেছি।’ 

জানা গেছে, নিহত শিশু নুর আফসা উপজেলার বড়লিয়া ইউনিয়নের সাকিব আল হাসানের মেয়ে। এ ঘটনায় শিশুটির বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছে বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করে বলে, শিশুটির মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর চালান রোগীর স্বজনরা। তারা হাসপাতালের বিভিন্ন কক্ষের গ্লাস, জানালা ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শেভরণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ হাসান বলেন, ‘শিশুটিকে ডা. দেলোয়ার দেখছিলেন। নিউমোনিয়া আক্রান্ত রোগীকে কোনো কিছু খাওয়ানোর নিয়ম নেই। কিন্তু রোগীর মা চিকিৎসা চলাকালে বাচ্চাটিকে বুকের দুধ খাওয়ালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসক ইনজেকশন পুশ করেন। পরে বাচ্চাটি মারা যায়।’

এ সময় তিনি শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘রোগীর স্বজনদের অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুন নুর বলেন, ‘হাসপাতালে হট্টগোল হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ সুরুহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:২৮ এএম
বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক
ছবি : খবরের কাগজ

মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানা পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার বলেন, 'গত বৃহস্পতিবার (১৩ মার্চ) নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে আজ অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম জানান, নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

পুলক পুরকায়স্থ/জোবাইদা/

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ খাওয়ারও পানি নেই

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:২২ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৯:২৮ এএম
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ খাওয়ারও পানি নেই
তীব্র পানির সংকটে ভুগছে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। পাশে পরিত্যাক্ত টিউবওয়েল। ছবি: সংগৃহীত

পানির তীব্র সংকটসহ নানা সমস্যায় জর্জরিত রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হাসপাতালের তিনটি পানির ফিল্টারই নষ্ট। এ ছাড়া টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়ে আছে। এ ছাড়া হাসপাতালের ড্রেনগুলোও অপরিষ্কার। এতে মশার উপদ্রব বাড়ছে। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। 

হাসপাতালের স্বাস্থ্য সহকারীরা বলেন, ‘ভর্তি রোগীদের সুবিধার্থে কয়েক বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় বিশুদ্ধ পানি সরবরাহে একটি ফিল্টার স্থাপন করা হয়। এর সুবিধা রোগীরা আজও পাননি। ওষুধ খাওয়ানোর জন্য সামান্য পানিও আনতে হয় মহাসড়কের কাছের চায়ের দোকানের পাশের টিউবওয়েল থেকে। অথচ কাছেই রয়েছে কয়েকটি পানির ফিল্টার। সেগুলো নষ্ট থাকায় ব্যবহার করা যাচ্ছে না। রোগীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি কর্তৃপক্ষকে মাঝে মধ্যে জানানো হয়। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’

সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি টিউবওয়েল থাকলেও সঠিক তদারকির অভাবে সেগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। আবার পানি সরবরাহে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় ফিল্টার বসানো হয়। তবে কারিগরি ত্রুটির কারণে ফিল্টারে পানি সরবরাহ বন্ধ আছে। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। জরুরি প্রয়োজনে রোগীর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের একটি টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছেন। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা না রাখায় জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। হাসপাতালের ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ময়লার স্তূপ। আয়রনমুক্ত পানির জন্য রাখা ফিল্টারও অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। 

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে প্রথম কমপ্লেক্স ভবন চালু হয়। শুরু থেকে ৩১ শয্যা সেবা কার্যক্রম থাকলেও সেটি ২০১০ সাল থেকে উন্নীত করে ৫০ শয্যা করা হয়। বাড়ানো হয় চিকিৎসকের সংখ্যা ও সেবা কার্যক্রম। এদিকে কমপ্লেক্স এলাকায় একাধিক টিউবওয়েল থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো প্রায় ৭ বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এর কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও তাদের স্বজনরা প্রতিনিয়ত খাবার পানির সংকটে ভুগছেন। আবার কর্মরত চিকিৎসকরা স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে প্রাইভেট হাসপাতালগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এতে কমপ্লেক্সের চিকিৎসা সেবা এখন ভেঙে পড়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা আসমা বেগম বলেন, ‘দুই দিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে আছি। এখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাছাকাছি একটি টিউবওয়েল থেকে পানি আনতে হয়।’

অপর এক রোগীর স্বজন শরীফা খাতুন বলেন, ‘হাসপাতালজুড়ে কোথাও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এখানে আসা কিংবা ভর্তি রোগীদের জন্য বিশুদ্ধ পানি বাড়ি থেকে আনতে হয়। হাসপাতালে প্রচুর মশা। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও ভালো না।’ 

চিকিৎসা নিতে আসা আরফিন নামে এক রোগীর স্বজন বলেন, ‘আমরা এ হাসপাতালে চিকিৎসা নিতে এসে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এর মধ্যে সব থেকে বড় সমস্যা হলো, এখানে খাবার পানির সংকট। এ ছাড়া শৌচাগার একেবারে অপরিষ্কার। রাতে পানির প্রয়োজন হলে মেডিকেলের গেটের ওপারে মহাসড়কের কাছে একটি টিউবওয়েল থেকে সংগ্রহ করতে হয়। এখানে তিনটি টিউবওয়েল সবই নষ্ট।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ হাসান শাওন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি সরবরাহে তিনটি ফিল্টার বসানো হয়। তবে কারিগরি কিছু ত্রুটির কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না। নষ্ট টিউবওয়েল বিষয়ে আমি সব জায়গায় জানিয়েছি। আমি পৌরসভারও সদস্য, সেখানেও জানিয়েছি। টিউবওয়েলগুলো অনেক আগের। এগুলো মেরামত করা সময়সাপেক্ষ। তবুও আশা করছি, দ্রুত বিশুদ্ধ পানির সংকট নিরসন হবে।’

ভাবনায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৬:৫০ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:০৪ এএম
ভাবনায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বছরে প্রায় ৯০ লাখ যাত্রী যাতায়াত করলেও তৃতীয় টার্মিনালটি চালুর পর যাত্রী ধারণক্ষমতা দুই কোটি ছাড়িয়ে যাবে। আর ২০৩০ সাল নাগাদ বছরে প্রায় দুই লাখ উড়োজাহাজ ওঠানামার চাহিদা সৃষ্টি হবে। তবে এ জন্য দ্বিতীয় স্বাধীন রানওয়ে প্রয়োজন বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। কিন্তু জায়গার সংকুলান না হওয়ায় সেখানে দ্বিতীয় রানওয়ে করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ অবস্থায় ঢাকার অদূরে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবছর ৮ শতাংশ হারে যাত্রী বাড়ছে বলে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) জরিপে তথ্য পাওয়া গেছে। এতে আরও বলা হয়েছে, বর্তমানে বছরে প্রায় ৯০ লাখ যাত্রী যাতায়াত করলেও তৃতীয় টার্মিনালটি চালুর পর ধারণক্ষমতা বছরে দুই কোটি ছাড়িয়ে যাবে। ২০৩০ সাল নাগাদ বছরে প্রায় দুই লাখ উড়োজাহাজ ওঠানামার চাহিদা তৈরি হবে। যদিও বিদ্যমান রানওয়ে দিয়ে বছরে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার উড়োজাহাজ ওঠানামা করা সম্ভব। ফলে বাড়তি যাত্রী সামাল দিতে প্রয়োজন হবে বাড়তি ফ্লাইটের। যার জন্য প্রয়োজন আরেকটি স্বাধীন রানওয়ে।

এ বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম খবরের কাগজকে বলেন, ‘টার্মিনাল-৩ নির্মাণ করায় যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি নিশ্চিত হবে। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো রানওয়ে। যখন পিক টাইম থাকে, ডমিস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট ওঠানামা করে, তখন দেখা যায় প্লেনগুলো রানওয়েতে দাঁড়িয়ে থাকে। একটা উড়লে আরেকটা পারছে না। আবার একটা ল্যান্ডিং করলে আরেকটা করতে পারছে না। এর ফলে প্রায় দেখা যায় যাত্রীদের প্লেনের মধ্যে অপেক্ষায় থাকতে হচ্ছে। অনেক সময় দেখা যায়, প্লেন ঢাকার আকাশে ঢুকে গেছে, কিন্তু ক্লিয়ারেন্স পাচ্ছে না ল্যান্ডিং করার। আবার রানওয়েতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে ১-২ ঘণ্টা ওঠানামা বন্ধ থাকছে। এ সমস্যা সমাধানে শাহজালালে নতুন একটি স্বাধীন রানওয়ের খুব দরকার। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা হয়তো আর সম্ভব নয়, কারণ এখন শাহজালালে সেই পরিমাণ জায়গা নেই।’

বেবিচক সূত্র বলছে, বাড়তি ফ্লাইটের চাপ সামাল দিতে আরেকটি বিকল্প রানওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা করেছিল বেবিচক। তবে জায়গার সংকট থাকায় সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। কারণ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী, পাশাপাশি দুটি রানওয়ের মধ্যে অন্তত ৭৫০ ফুট দূরত্ব থাকার বাধ্যবাধকতা রয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া খবরের কাগজকে বলেন, ‘দ্বিতীয় স্বাধীন রানওয়ে নির্মাণের সুযোগ নেই শাহজালাল বিমানবন্দরে। কারণ জায়গাস্বল্পতা। এ ছাড়া এটি নির্মাণে যে ব্যয় হবে, তার তুলনায় সুবিধা পাওয়া যাবে অনেক কম। জরিপ অনুযায়ী বর্তমান রানওয়েতে ১ কোটি ৭০ লাখ যাত্রী পরিবহন করা যাবে। বাকি থাকছে ৩০ লাখ যাত্রী। এতে যে রাজস্ব আসবে তার থেকে অনেক গুণ বেশি খচর হবে নতুন একটি স্বাধীন রানওয়ে করতে। এ অবস্থায় বিদ্যমান রানওয়ের পূর্ণ ব্যবহার করতে এটিএম ও স্লট ম্যানেজমেন্ট সিস্টেম উন্নত করার দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।’

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে চালু হয় ১৯৮০ সালে। ১৯৯৬ সালে প্রথম দফায় শাহজালাল বিমানবন্দরের রানওয়ের মেরামতের কাজ করা হয়, যার আয়ু শেষ হয় ২০০৬ সালে। এরপর দীর্ঘ সময় মেরামতের উদ্যোগ না থাকায় রানওয়ে সারফেসে লম্বালম্বি ও আড়াআড়িভাবে ফাটলের সৃষ্টি হয়। আয়ুষ্কাল পার হওয়ার পাঁচ বছর পর ২০১৩ সালে আরেক দফায় রানওয়েটি মেরামত করা হয়। ২০২৬ সালের পরই শেষ হচ্ছে বিদ্যমান রানওয়ের সেই আয়ুষ্কাল। ফলে এর পরই নিরাপদ উড্ডয়নের জন্য বড় ধরনের সংস্কার করতে হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর পর রানওয়ের বড় ধরনের সংস্কার করতে হয়। এ ধরনের সংস্কারে বিদ্যমান রানওয়ের ওপর ২০ সেন্টিমিটার অ্যাসফল্ট কংক্রিট আস্তরণ দেওয়া হয়। রানওয়ের শক্তি বৃদ্ধির জন্য অ্যাসফল্ট কংক্রিটের আস্তরণ দেওয়া হয়। মেরামতের কাজ শেষ করতে প্রায় এক বছর সময় লাগে। এ সময় ব্যাহত হয় নিরবচ্ছিন্ন ফ্লাইট কার্যক্রম। এ অবস্থায় বিকল্প রানওয়ে না থাকায় বিদ্যমান এই রানওয়ে দিয়ে কীভাবে যাত্রী সামলাবে শাহজালাল তা নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া খবরের কাগজকে বলেন, প্রায়ই সংস্কারকাজ চলে রানওয়েতে। সংস্কারকাজ চলার সময় ফ্লাইট সূচিও সেভাবে সাজানো হয়। ভবিষ্যতে বড় ধরনের সংস্কার হলেও ফ্লাইট পরিচালনায় বড় ধরনের সমস্যা হবে না।

এদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দেশের ক্রমবর্ধমান যাত্রীর সংখ্যায় ধারণা করা যায় ২০৩৫ সালের মধ্যে প্যাসেঞ্জার ১৬০ শতাংশ বাড়বে। এটা বিশাল প্রবৃদ্ধি। এই গ্রোথ ধরে রাখতে প্রয়োজন নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর।

এ বিষয়ে কাজী ওয়াহিদুল আলম খবরের কাগজকে বলেন, এই প্রবৃদ্ধি যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের ওই ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে। এ ছাড়া দেশের এয়ারলাইনসগুলো বড় হচ্ছে। নতুন নতুন এয়ারক্রাফট আসছে। এই প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজন নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর। প্রচুর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। হিউম্যান রিসোর্সেস থাকতে হবে, কানেক্টিভিটি বাড়াতে হবে। এটা খুব জরুরি ভিত্তিতে দরকার। কারণ একটা বিমানবন্দর গড়ে তুলতে ন্যূনতম ১০-১২ বছর সময় লাগে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া খবরের কাগজকে আরও বলেন, ‘এখন সরকার শাহজালালে থার্ড টার্মিনাল কত দ্রুত চালু করা যায় সেদিকে নজর দিচ্ছে। এটা চালু করলে বিমানবন্দরের সক্ষমতা কিছুটা বাড়বে। তবে এভিয়েশন খাতে এখন বাংলাদেশের যে প্রবৃদ্ধি, তাতে আগামী ১০ বছর পর অর্থাৎ ২০৩৫ সালের পর রাজধানীর পাশে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা জরুরি হয়ে উঠবে। এ জন্য নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির বিষয়টি আমাদের চিন্তায় আছে।’ 

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়: ড. মঈন খান

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:১২ পিএম
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়: ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয়। কোনো দিন ছিলও না, কোনো দিন হবেও না। এই দেশে আমরা পাশাপাশি একজন আরেকজনের কাঁধে হাত রেখে বসবাস করি। এখানে কে কোন জাতি, ধর্ম-বর্ণ সেটা আমরা কখনো বিবেচনা করি নাই। আমরা কখনো বিবেচনা করব না।’

শুক্রবার (১৪ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা পশ্চিমাদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল। তারা টেরোরিস্ট হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। আমি বলেছিলাম এই ট্যাবলেট আর পশ্চিমা বিশ্বকে খাওয়াতে পারবে না। সেই জুজুর ভয় দেখিয়ে, আইএসের ভয় দেখিয়ে ও হরকাতুল জিহাদের ভয় দেখিয়ে তারা ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু বিদেশি শক্তিকে আওয়ামী লীগ আর বিভ্রান্ত করতে পারবে না।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজি জাহিদ হোসেন গাজী প্রমুখ।

মাহফুজ/