
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৩ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে কর্মশালা ও তাদের তৈরি পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা এ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান। পরে তিনি উদ্যোক্তাদের তৈরি পণ্যসামগ্রী ঘুরে দেখেন।
এ সময় কয়েকজন উদ্যোক্তা জানান, তারা নিজেদের তৈরি পণ্য সরাসরি বা অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। এতে তারা একদিকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে নিজের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি পরিবারকে সহায়তা করতে পারছেন। চাকরির পেছনে না ছুটে তারা সফল উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন। তবে তারা স্থানীয়ভাবে বাজার তৈরির পাশপাশি অনলাইনের মাধ্যমে তাদের পণ্য বিক্রিতে সরকারের সহযোগিতা কামনা করেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, বিভিন্ন ট্রেডের মাধ্যমে নারী উদ্যোক্তারা প্রশিক্ষণ নিচ্ছেন। নারী উদ্যোক্তাদের মানোন্নয়নের জন্য উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান বলেন, জেলা ও উপজেলায় নারী উদ্যোক্তাদের প্রমোট করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় দুটি মার্কেট তৈরি করা হয়েছে। সেখানে তাদের বেশ কয়েকটি দোকান রয়েছে। এ ছাড়াও তাদের উপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। এতে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীর ও টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ অন্যরা।