চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ছবি: খবরের কাজ
চুয়াডাঙ্গা জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৩টায় এ জেলার সর্ব্বোচ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৪ শতাংশ। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও বৃদ্ধি ও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে অতিরিক্ত গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রমজান মাসে প্রখর রোদ ও তাপ প্রবাহে তাদের জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠেছে।
আব্দুল কাদের নামে এক দিনমজুর বলেন, ‘ভাই, ৩৮ ডিগ্রি গরমে কাজ করা খুব কষ্টের। রোজা রেখে বোঝা টানা যায় না। গলা শুকিয়ে যাচ্ছে, তারপরও পেটের দায়ে কাজ করতে হয়। আল্লাহর ভরসায় চলতেছি।’
সাইফুল ইসলাম নামে এক ভ্যানচালক বলেন, ‘সকাল থেকে রাস্তায়, মাথার উপর আগুন ঝরতেছে। রোজা রাখছি, পানি খাইতেও পারি না। মাঝেমধ্যে মনে হয় বেহুশ হয়ে পড়ব। তবুও ঘরে চাল তুলতে হলে ভ্যান টানতেই হয়।’
রিকশাচালক রহিম উদ্দিন বলেন, ‘গরমে শরীর ভেঙে পড়তেছে। রিকশা চালানোই দায়। আবার রোজা না রাখলেও মন মানে না। যাত্রীও কম, রোজগারও কম। গরম আর অভাব দুইটা একসঙ্গে মারতেছে।
মিজানুর/পপি/