
অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীকে গত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের যৌথ অভিযানে নোয়াখালীতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদরে পাঁচজন, কোম্পানীগঞ্জে একজন, হাতিয়ায় আটজন, বেগমগঞ্জে দুইজন, চাটখিলে তিনজন, চরজব্বরে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া খবরের কাগজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরজিয়া উদ্দিন থেকে কুখ্যাত সন্ত্রাসী আবুল কালাম সফি প্রকাশ সফি বাতান্যাকে (৬০) চতুর্থ স্ত্রী হাসিনা বেগমসহ (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বড় রামদা ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। সফির বিরুদ্ধে হত্যা, চুরি, বনবিভাগের জমি দখলসহ ছয়টি মামলা চলমান আছে।’
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘অভিযানে দশানী চবগা গ্রাম থেকে চাটখিল পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম খলিলকে (৪৮), ভীমপুর থেকে চাটখিল পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিনকে (৪৪) এবং খিলপাড়া ইউনিয়ন থেকে ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সাইফুল ইসলাম জিহাদকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তারা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।’
নোয়াখালী-১৬ ফিল্ড আর্টিলারি সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার খবরের কাগজকে বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী অপারেশন ডেভিল হান্টে সন্ত্রাসী, অস্ত্রধারীসহ সমাজে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।’
ইকবাল/সালমান/