
বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি সিলেটে কার্যাদেশ প্রদানে গাফিলতি, গাড়ি ব্যবহারে অসঙ্গতি ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎসহ বেশকিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের মেরিন একাডেমিতে দুর্নীতি দমন কমিশন সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, সিলেট মেরিন অ্যাকাডেমিতে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে অনিয়ম সংক্রান্ত দস্তাবেজ সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম।
অভিযানে বেশ কিছু অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এসময় মেরিন অ্যাকাডেমিতে অধ্যয়নরত ক্যাডেটদের আবাসিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনে গত ১২ জানুয়ারি আহ্বান করা দরপত্র সংগ্রহ করা হয়।
এ ছাড়া মেরিন অ্যাকাডেমিতে ব্যবহৃত গাড়ি সরবরাহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে কাগজপত্র সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম।
এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন ( দুদক) সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো.নাজমুস সাদাত বলেন, ‘আমাদের টিম মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেট মেরিন অ্যাকাডেমিতে অভিযান পরিচালনা করে। বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সিলেট এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযোগ সংশ্লিষ্ট দরপত্র ও অন্যান্য কাগজপত্র বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।’
নাইমুর/