
ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ
মাদারীপুরে শিবচরে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক সাগর সরদার (৩৫) নিহত হয়েছে। নিহত সাগর সরদার শরীয়তপুর জেলা পালং উপজেলা রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জেলার শিবচরের দ্বিতীয়খন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাগর সরদার জেলার শিবচর বাজারের দোকানে টিন পৌঁছে দিয়ে নছিমন নিয়ে শরীয়তপুর ফিরছিলেন। তার নছিমনটি দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় আসলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সাগর সরদার নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ট্রেনে কাটা পড়ে নারীর মুত্যু
অন্যদিকে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এসময় ওই নারী ছিটকে রেললাইন থেকে দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘আমরা দুইটি ঘটনার খবর পেয়েছি। ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আর মরদেটি থানায় রয়েছে। অন্যদিকে যেহেতু রেলে কাটা পড়ে মারা গেছে, সেহেতু বিষয়টি রেল পুলিশ দেখবে। আমরা রেল পুলিশকে অবগত করেছি।’
মো. রফিকুল ইসলাম/মাহফুজ