নির্মাণ কাজ শেষ না হতেই সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন একটি কালভার্টে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির কারণে কালভার্টে ফাটল ধরেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও এলজিইডি প্রকৌশলীদের দায়িত্বহীনতার কারণে কালভার্টিতে ফাটল ধরেছে।

নির্মাণাধীন কালভার্টে ফাটল। ছবি: খবরের কাগজ
স্থানীয় বাসিন্দা বাদশা হোসেন বলেন, কালভার্টিতে নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই কালভার্টের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঠিকাদার ও দায়িত্বরত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, কিউরিং না করার কারণে এমন ঘটনা ঘতে পারে। সোমবার (২৪ মার্চ) উপজেলা এলজিইডি অফিস থেকে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তারা, যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী কাজ করা হবে।
এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ১০ নম্বর সোরা গ্রামের শেখ বাড়ি মসজিদ সংলগ্ন খালের ওপর সাড়ে চার মিটার দৈর্ঘ্যের কালভার্ট সেতু নির্মাণ করছে এলজিইডি। ২০২৪ সালের জানুয়ারি মাসের ২৩ তারিখে কার্যাদেশ পেয়ে রাস্তা ও কালভার্টের নির্মাণকাজ শুরু করে আব্দুল হাকিম নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে গাবুরার হরিশখালি থেকে চাঁদনীমুখা পর্যন্ত রাস্তাসহ কালভার্ট নির্মাণ করার কথা।
গাবুরার ১০ নম্বর সোরা গ্রামের শেখ বাড়ি মসজিদ সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন কালভার্টটির কাজ ওই বছরের নভেম্বর মাসের ২৬ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও তার শেষ হয়নি। এরই মধ্যে কালভার্টের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ অবস্থায় কালভার্টটির কালভার্টের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর স্থানীয়রা কালভার্ট নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
এ ব্যাপারে ঠিকাদার মো. আব্দুল হাকিম বলেন, কাজ নিম্নমানের ছিল না। নিম্নমানের কাজ করিনি আমরা। কালভার্টের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে স্বীকার করে তিনি বলেন, কী কারণে ফাটল ধরেছে তা বলতে পারছিনা। তবে ধারণা করছি কিউরিং এর কারণে এমন ঘটনা ঘটেছে। সোমবার উপজেলা ইঞ্জিনিয়ার অফিস থেকে তদন্তে যাবেন। তারা যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী কাজ করা হবে বলেও জানান তিনি।
শ্যামনগর উপজেলা সার্ভেয়ার (জরিপকারী) রাজু আহমেদ বলেন, আগামীকাল আমরা ঘটনাস্থলে যাব, সেখানে গিয়ে পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এলজিইডির শ্যামনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, অতিরিক্ত সিমেন্ট ব্যবহারের কারণে এমন ফাটল ধরেছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে যেখানে ত্রুটি আছে সেটি মেরামত করে দেওয়া হবে।
সুলতান শাহাজান/মাহফুজ