
চট্টগ্রামের রাউজানে আবারও গুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে ছাত্রদলের সাবেক এক নেতাকে গুলি করে পুকুর পাড়ে ফেলে গেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে (৩৮) চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের হাফেজ মাওলানা নুর মোহাম্মদের পুত্র এবং রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পিয়ার মোহাম্মদের মা মোরশেদা বেগম সাংবাদিকদের বলেন, তার ছেলে রোজা রেখে পুকুর সেচের কাজ দেখতে বের হয়। ১১টার পর খবর পান তার ছেলেকে কে বা কারা গুলি করে ফেলে গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন পুকুর পাড়ে এই গুলির ঘটনা ঘটে। ঠিকাদারি কাজের চাঁদাবাজি নিয়ে এই ঘটনা ঘটতে পারে স্থানীয়দের কেউ কেউ মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ধারণা করছেন, গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া হযরত চাঁদ শাহ (রা.) এর বার্ষিক ওরসকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে।
অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, মন্দিরের সামনের পুকুরে ঘাট নির্মাণে সরকারি বরাদ্দ এসেছে। উপ-ঠিকাদার হিসেবে পিয়ার মোহাম্মদ কাজটি করার জন্য পুকুরের পানি সেচের কাজ তদারক করতে পুকুর পাড়ে আসার আসার পথে তাকে গুলি করে ফেলে দিয়ে গেছে। ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। তবে মন্দিরের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও পুলিশ নিয়ে গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে ৫-৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এর আগে গত ২৪ জানুয়ারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় কোনো আসামিকে ধরতে পারেনি পুলিশ।
মাহফুজ