মাদারীপুরে প্রকাশ্যে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো বিকাশের বিক্রয়কর্মী আল-আমিন (২৩) ও হাসান উদ্দিন (২৫) জেলার ডিস্ট্রিবিউটর হাউস থেকে নগদ ১৫ লাখ টাকা নিয়ে হাউসদি বাজারে যাচ্ছিলেন। পথে দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পেছন থেকে দুটি মোটরসাইকেলে তাদের গতি রোধ করে আল-আমিনকে কুপিয়ে জখম করে ১৮ লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা।
সঙ্গে থাকা হাসান দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আল-আমিনকে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রফিকুল ইসলাম/সাদিয়া নাহার/অমিয়/