বগুড়ার শাহজাহানপুর উপজেলার সাবরুল ছোট মণ্ডলপাড়া এলাকায় রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও তার বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১০-১৫টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় আরেকজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
নিহত দুজন হলেন স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাগর তালুকদার ও তার বন্ধু মো. স্বপন। এলাকাবাসী ও সাগর তালুকদারের পরিবারের সদস্যরা জানান, সাগর তালুকদার ও তার বন্ধু স্বপন পুকুর দেখতে বাড়ি থেকে বের হন। কয়েক মিনিট পর বাড়ির লোকজন খবর পান তাদের ওপর হামলা হয়েছে। পরিবারের লোকজন নিশ্চিত করেছেন ১০-১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ হামলা করে। মাছ চাষ নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলা হয়ে থাকতে পারে।
বগুড়া পুলিশের মিডিয়া সেল থেকে দেওয়া তথ্যে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ছোট মণ্ডলপাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগর তালুকদার ও স্বপনকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ছাড়া মো. মুক্তার নামের আরেকজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সাগর তালুকদারের নামে হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ১৫টি মামলা রয়েছে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তের হামলায় ঘটনাস্থলেই মারা গেছেন দুজন।