আট বছরে প্রথমবারের মতো একটি উচ্চপর্যায়ের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। এর জন্য অনেক প্রখ্যাত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বোর্ড চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। গত সোমবার দেশটির পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। খবর ডেইলি সাবাহের।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ২০১৬ সাল থেকে বন্ধ থাকা বিনিয়োগ উপদেষ্টা কাউন্সিলের পরবর্তী সভা আগামী ২৮ সেপ্টেম্বর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির উপরাষ্ট্রপতি সেভদেত ইলমাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্র বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনেক কোম্পানি ও শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনবিসি-ই জানিয়েছে।
আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং এক্সের (পূর্বের নাম টুইটার) মালিক ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসিসহ অনেক প্রখ্যাত ব্যক্তি। আগামী ২৩ আগস্টের মধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।
মূলত, প্রখ্যাত বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে বিনিয়োগের প্রশাসনিক বাধা দূর করা, একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুরস্কের ভাবমূর্তি উন্নত করতে এবং চলমান বিনিয়োগ পরিবেশ সংস্কারের এজেন্ডায় একটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য দেশটির বিনিয়োগ উপদেষ্টা কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সরকারের মধ্যমেয়াদি অর্থনৈতিক কর্মসূচির একটি হালনাগাদ তথ্যের পরে এই সভাটি অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান অর্থনীতিতে অর্জিত অগ্রগতির রূপরেখা তুলে ধরবেন এবং দেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।
২০২৩ সালের মে মাসে এরদোয়ান পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ নীতিগুলো পরিবর্তন করেছে এবং খুব ভয়াবহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সুদের হার দ্রুত বৃদ্ধি করেছে দেশটি।
কেন্দ্রীয় ব্যাংক আরও সনাতন নীতির দিকে ফিরে যেতে যাচ্ছে এবং গত বছরের জুন থেকে তার বেঞ্চমার্ক নীতিগত সুদহার ৪১৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব দ্য রিপাবলিক অব টার্কি (সিবিআরটি) মার্চ থেকে সুদের হার ৫০ শতাংশ অপরিবর্তিত রেখেছে, যাতে করে মুদ্রানীতিকে শক্ত করে অর্থনীতিতে এর সুফল আনা যায়। এই শক্ত নীতি এবং অপেক্ষাকৃত স্থিতিশীল তুর্কি লিরা সিবিআরটিকে তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি অর্জন করতে সহায়তা করেছে।
চলতি বছরের জুলাই মাসে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ৬১ দশমিক ৭৮ শতাংশে নামলে, এটি একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
আট বছর পর আয়োজিত হতে যাওয়া বিনিয়োগ উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে চীন ও উপসাগরীয় অঞ্চলের কোম্পানিগুলোকে প্রধান ভূমিকায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যারা নিকট ভবিষ্যতে তুরস্কে বিনিয়োগ করতে আগ্রহী হবে।
সরকার আশা করছে, বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) এই বছর ১২ বিলিয়ন থেকে ১৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে, যা ২০২৩ সালের প্রায় ১০ বিলিয়ন ডলার থেকেও বেশি।
খবরে বলা হয়, অটোমোবাইল ও ডেটা সেন্টারে বিনিয়োগের বিষয়টিও এজেন্ডায় রয়েছে। এক মাস আগে, চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি তুরস্কে বার্ষিক ১ লাখ ৫০ হাজার গাড়ির উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি উৎপাদন কারখানা নির্মাণের চুক্তি করেছে।
গত সপ্তাহে রাষ্ট্রপতির বিনিয়োগ অফিসের প্রধান বুরাক দাগলিয়োগলু বলেছেন, চীনের কোম্পানিগুলো দুটি নতুন অটোমোবাইল কারখানায় বিনিয়োগ করতে পারে।
চীনের যানবাহন নির্মাতা চেরি ও এসএআইসি তুরস্কতে বিনিয়োগ করবে এই বিষয়ে জানতে চাইলে দাগলিয়োগলু বলেন, আলোচনা সঠিক পথে রয়েছে। কোম্পানি দুটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সম্ভাব্য স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
চেরি টার্কি গত জুন মাসে জানিয়েছে, তারা কারখানা নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তুরস্কতে উৎপাদন শুরু করার চেষ্টা করছে।