অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্তি ও বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক এ কে এম মাসুদ মিয়াসহ উপস্থিত অন্যরা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘শ্রীলঙ্কায় সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর কেন্দ্রীয় ব্যাংকের আইন সংশোধন করে প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। তা ছাড়া তাদের নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংকে জবাবদিহিমূলক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তাদের প্রভাবমুক্ত হয়ে কাজ করার ও সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমরাও বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এ প্রয়োজনীয় সংশোধনের দাবি জানাই।’
তারা বলেন, ‘ব্যাংকিং খাতে দ্বৈত শাসন রোধ করা জরুরি। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থাকায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্তি ও বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রয়োজন।’
তাদের অন্যান্য দাবির মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের কাঠামোগত সংস্কার সংশোধন, ব্যাংক কোম্পানি আইন, বিধির সংস্কার, গভর্নর পদকে সাংবিধানিক পদে অন্তর্ভুক্তকরণ, পূর্ণ মন্ত্রীর মর্যাদা এবং গভর্নর হিসেবে খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ বা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা নিয়োগ, ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধানের পদকে নিয়মিত পদে রূপান্তর এবং সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া, বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্তকরণ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদকে গ্রেড-১, পরিচালক পদকে গ্রেট-২ এবং অতিরিক্ত পরিচালকের পদকে গ্রেড-৩-এ উন্নীতকরণ, অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন, বিগত সময়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সুবিধা বাতিল করা হয়েছে তা পুনর্বহালকরণ, অন্তর্মুখী রেমিট্যান্সপ্রবাহ এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক মিশনসমূহে ‘ব্যাংকিং অ্যাটাচে’ পদ সৃষ্টি করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পদায়ন করা।