বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) হামদর্দ গ্রুপের প্রতিনিধি মো. আনিসুল হককে ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
গত ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হকসহ পাঁচজন পরিচালক নিয়োগ দিয়ে নতুন পর্ষদ গঠনের নির্দেশ দেয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগপ্রাপ্তদের তালিকায় মো. আনিসুল হকের নাম নেই।
তার পরও বুধবার (২৮ আগস্ট) ব্যাংকটির প্রথম পর্ষদ সভায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পাঁচজনের বাইরে হামদর্দ গ্রুপের প্রতিনিধি মো. আনিসুল হককে পর্ষদে নিয়োগ দেওয়া হয়েছে।
পরিচালক হিসেবে পাঁচজনের বাইরে নিয়োগ করা মো. আনিসুল হককে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ব্যাংকটির অভ্যন্তরীণ সূত্র জানায়, ডা. রেজাউল হকের ইচ্ছে পূরণ করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ লঙ্ঘন করে ওই নিয়োগ প্রস্তাব করা হয়েছে। অভিযোগ আছে ডা. রেজাউল হক আবারও স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারে তার পুরনো রূপে হাজির হতে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া পর্ষদ সদস্য সংখ্যার সীমা লঙ্ঘন করেছেন।
ব্যাংকটির অভ্যন্তরীণ সুশাসন ফিরিয়ে আনতে গত ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক কর্তৃক এসআইবিএলে পাঁচ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়।
পর্ষদ সূত্র জানায়, পাঁচজনের বাইরে ওই নিয়োগ প্রস্তাবটিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চাওয়া হবে।
এদিকে, বাংলাদেশ ব্যাংক গভর্নর গত বুধবার সাংবাদিকদের বলেন, যেসব ব্যাংকের পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে সেগুলোর কার্যক্রম ও তৎপরতা মনিটর করা হচ্ছে। পর্ষদে নিয়োগপ্রাপ্ত কোনো পরিচালকের আচরণ সুশাসন পরিপন্থি হলে পর্ষদ আবারও পরিবর্তন করে দেওয়া হবে।
গভর্নর আশা করেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ব্যাংকগুলো মেনে চলবে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের মাধ্যমে নতুন পর্ষদ নিয়োগ দেওয়ায় গ্রাহক ও আমানতকারীদের মধ্যে একধরনের স্বস্তি ফিরে আসে। কিন্ত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ডা. মো. রেজাউল হকের নিয়োগ হওয়ায় একটা শঙ্কা তৈরি হয়। তার প্রমাণ পাওয়া গেল পর্ষদের প্রথম সভাতেই।
বুধবারের এ সভায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অমান্য করে পর্ষদে বাড়তি অনুমোদনহীন লোক নিয়োগ দেওয়ায় অভ্যন্তরীণ সুশাসন নিয়ে শঙ্কাও দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের নির্দেশ দিয়ে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হলো।
এদিকে, নবগঠিত পর্ষদে নিযুক্ত পাঁচজনের মধ্যে ডা. মো. রেজাউল হক ছাড়া অন্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার ও চার্টার্ড একাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন, এফসিএ।
নবগঠিত পর্ষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলামকে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন ডা. মো. রেজাউল হক।
মনিরুল আলম/অমিয়/