জ্বালানি খাতের চুক্তির অনিয়মগুলো খতিয়ে দেখা হবে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘বিভিন্ন প্রকল্পের ঋণ চুক্তি যদি খতিয়ে দেখার প্রয়োজন হয় তাহলে আমরা দেখব।’
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় সভা শেষে তিনি এসব কথা বলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড. জাহিদ হোসেন, ড. সেলিম রায়হান, ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ড.দেবপ্রিয় বলেন, ‘বৈঠকে আমরা ঠিক করলাম কোন সদস্য কী বিষয়ে দায়িত্ব পালন করবেন। আমাদের ইস্যুগুলো নিয়ে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে।’
তিনি জানান, খাতওয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, পাচারকৃত টাকা, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে শেয়ার করা হবে। অর্থনীতির ভঙ্গুরতা নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, মেগা প্রকল্প ও বিভিন্ন আর্থিক খাত খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার বিশিষ্টজনদের কথা বলবে শ্বেতপত্র কমিটি।
অন্তর্বর্তী সরকার দেশের বিদ্যমান অর্থনীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য কমিটি গঠন করে। কমিটির প্রধান হলেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিসের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমরান মতিন, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শারমিন্দ নীলর্মী, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম তামিম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও র্যাপিডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী। কমিটির প্রথম মিটিং সম্প্রতি অনুষ্ঠিত হয়। এটি কমিটির দ্বিতীয় বৈঠক। আগামী ৯০ দিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে অন্তর্বর্তী সরকারের কাছে।