চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কমেছে, যার ফলে দাম বেড়েছে। এক কেজি ইলিশের দাম ১ হাজার ৭০০ টাকা। স্থানীয় পদ্মা-মেঘনা নদীর ইলিশের চাহিদা থাকলেও তা পূরণ হচ্ছে না। আড়তগুলোয় ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও বিক্রি হচ্ছে, কিন্তু সরবরাহ সংকটের কারণে দাম কমছে না।
গত সোমবার দুপুরে চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতায় সরগরম আড়তগুলো। দেশের বিভিন্ন জেলায় পাঠানোর জন্য বক্স করা হচ্ছে ইলিশসহ অন্যান্য মাছ। নোয়াখালী হাতিয়া থেকে আসা ইলিশ ট্রাক থেকে নামিয়ে স্তূপ করা হচ্ছে। তাৎক্ষণিক হাঁকডাক দিয়ে বিক্রি হচ্ছে আড়তে।
ঘাটের ডাকাতিয়া নদীর পাড়ে এসে ভিড়ছে জেলে নৌকা। তারা স্থানীয় পদ্মা-মেঘনা থেকে ধরে আনা ইলিশ বিক্রি করছেন আড়তে।
জেলে মুছা পাটওয়ারী ও সোলায়মান জানান, ঋণ করে কেনা জাল এবং নৌকা মেরামত করে নেমেছি নদীতে। নদীতে ইলিশ কম। তবে দাম ভালো পাচ্ছি। আর এক মাস পরে মা ইলিশ রক্ষায় আসবে নিষেধাজ্ঞা। তাই আমাদের চিন্তা এখন কীভাবে ঋণ পরিশোধ করব।
চাঁদপুর শহরের বাসিন্দা ইব্রাহিম খলিল বলেন, ‘আমার স্বজনদের জন্য ঢাকায় পাঠাতে ৭৮ কেজি ইলিশ কিনেছি। স্থানীয় প্রতি কেজি ইলিশ এখনো ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। আরও বেশি ইলিশ কেনার ইচ্ছা থাকলেও বেশি দামের কারণে কিনতে পারিনি।’
নরসিংদী থেকে ইলিশ কিনতে এসেছেন এস এম শাহীন। তিনি বলেন, ‘ইলিশের বাড়িখ্যাত চাঁদপুর মাছঘাটে এসেছি কম দামে ইলিশ কিনতে। কিন্তু এখানে এসে দেখি ভিন্ন চিত্র। ইলিশের দাম অনেক বেশি। ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ টাকা। কী কারণে ইলিশের দাম এত বেশি, বুঝতে পারছি না।’
ভাই ভাই মৎস্য আড়তের দেলোয়ার হোসেন ব্যাপারী বলেন, ‘স্থানীয় ইলিশের আমদানি কিছুটা বেড়েছে। তবে দাম কমেনি। ইলিশের পাশাপাশি পোয়া, চিংড়ি ও দেশীয় চাষের মাছও ঘাটে বিক্রি হচ্ছে।’
মেসার্স মিজানুর রহমান ভূঁইয়া আড়তের ম্যানেজার ওমর ফারুক বলেন, ‘গত বছর এই সময় দেড় থেকে ২ হাজার মণ ইলিশ আমদানি হয়েছিল। এবার কমেছে। প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৭০০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশ ৩০-৩৫ হাজার টাকা মণ। ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ প্রতি কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। আর ১ কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা। তবে দক্ষিণাঞ্চলের হাতিয়া থেকে আসা ইলিশ প্রতি কেজি ১০০ থেকে ২০০ টাকা কম।’
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, ‘মাছঘাটে বিভিন্ন স্থান থেকে লোকজন ঘুরতে আসেন। আবার ইলিশ মাছও কেনেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ কম। ওই কারণে দামও কিছুটা বেশি। এখন প্রতিদিন ৫০০ থেকে ৭০০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। পাশাপাশি আড়তগুলোয় বিক্রি হচ্ছে চিংড়ি, পোয়া ও চাষ করা মাছ।