মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের অধীন সব দপ্তরের অডিটর পদকে দশম গ্রেডে উন্নীত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমানে তারা ১১তম গ্রেডে আছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সিএজি প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনরত কর্মকর্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন অফিস সময়ে এ অবস্থান কর্মসূচি চলবে।
গতকাল সকালে সিএজি ও সিজিএ কার্যালয়ে দেখা যায়, সংস্থা দুটির অধীন দপ্তরগুলোয় কর্মকর্তারা (অডিটররা) সব ধরনের কাজ বন্ধ রেখে বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তাদের সঙ্গে অন্য গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। ঢাকার বাইরে সারা দেশে সিঅ্যান্ডএজির নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়েও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
অবস্থান কর্মসূচির কারণে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের সব অফিস (সিজিএ, সিজিডিএফ, অডিট অধিদপ্তর প্রভৃতি) কার্যত অচল হয়ে গেছে। ফলে সারা বাংলাদেশের কোনো সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিল পাস হচ্ছে না।
আন্দোলনকারী কর্মকর্তারা জানান, গ্রেড ও পদমর্যাদা বাড়ানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে সরকারের কাছে স্মারকলিপিসহ দাবিনামা দেওয়া হয়। হাইকোর্টে এ নিয়ে রিটও করা হয়। এই পরিপ্রেক্ষিতে অডিটর পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে আদেশ দেওয়া হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশেও বহাল থাকে।
আদালতের আদেশের পরও দীর্ঘ সময় বিষয়টি সুরাহা হয়নি বলে জানান আন্দোলনরত কর্মকর্তারা। তারা বলেন, সরকার পরিবর্তনের পর গত ১২ আগস্ট অডিটর পদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ বিভাগে চিঠি পাঠায় সিএজি কার্যালয়। এরপর বিষয়টির আইনি পর্যালোচনার জন্য তা অর্থ বিভাগ থেকে আইন ও বিচার বিভাগে পাঠানো হয়।
আইন মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে অডিটরদের দাবির পক্ষে (১০ম গ্রেডে উন্নীত) মত দেন। গত ২৫ আগস্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট স্মারক অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠানো হয়।
তবে এরপর এ বিষয়ে আর অগ্রগতি হয়নি বলে জানান অডিটররা। তাদের অভিযোগ, অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে, এর প্রতিবাদে তারা আন্দোলনে করছেন।
এ বিষয়ে ১০ম গ্রেডে উন্নীতকরণ আন্দোলনের একজন সমন্বয়কারী ও সিজিএ কার্যালয়ের অডিটর আহমেদুর রহমান বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশের বাস্তবায়ন চাই। দাবি বাস্তবায়িত না হলে আমরা প্রতিদিন টানা অবস্থান কর্মসূচি পালন করে যাব।’