দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮৯৮ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ১৩ শতাংশ বা ৮৯৮ কোটি টাকা।
গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর দুটি সূচক। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১৩ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ। তবে ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১৬ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ।
সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২২১ কোটি ৪৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৯৪ কোটি ৬ লাখ টাকা। লেনদেন কমেছে ৭৭২ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৯ দশমিক ৩৪ শতাংশ বা ১৫৪ কোটি ৫২ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ২৯ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ২৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে বৃহস্পতিবার লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭২৬ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৪৫ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে ২ হাজার ১০০ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১০৮ কোটি ২৩ লাখ টাকা বেড়েছে। এ দিন ১৭ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৭৪৫টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৯৭৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত ছিল ৫৮টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৫১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ২৪ কোটি ৪৮ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ২৩ কোটি ৭৮ লাখ, সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২২ কোটি ১২ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ১৭ কোটি ৯২ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসির ১৭ কোটি ৭১ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ১৭ কোটি ৬৬ লাখ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ১৫ কোটি ৭১ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৩ কোটি ৯৬ লাখ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৮ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, রহিমা ফুড করপোরেশনের ৯ দশমিক ৭৯ শতাংশ, অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের ৯ দশমিক ৭১ শতাংশ, সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ৭২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৮ দশমিক ৩২ শতাংশ, রহিম টেক্সটাইলস লিমিটেডের ৭ দশমিক ৭৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের ৭ দশমিক ৬৯ শতাংশ, লিবরা ইনফিউশনস লিমিটেডের ৭ দশমিক ৩৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৪ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ৯ হাজার ৭২৯ দশমিক ৫৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১৬ হাজার ১৪০ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২১১ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৯১ লাখ টাকার।