ঢাকা ১৩ ভাদ্র ১৪৩১, বুধবার, ২৮ আগস্ট ২০২৪

Unit-22, Lesson-7-8-এর ২টি প্রশ্নোত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৪:২৬ পিএম
Unit-22, Lesson-7-8-এর ২টি প্রশ্নোত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

Seen Passage

Read the given text and answer the questions 1-4.
Rokeya Khan is Laila’s friend. She is also Bangladeshi. She also goes to Naogaon Primary school, but she is in class 4. Her birthday is 18 September, 2012. Her father’s name is Anowar khan and her mother’s name is Aisha Haider. They live at Hospital Road in Naogaon. In her free time, Rokeya enjoys drawing and reading. She signed her English language club application on 12 November, 2022.
3. Answer the following the questions.    
a. Who is Rokeya Khan?
b. What is Rokeya’s birthday?
c. What does Rokeya do in her free time?
d. What did she sign?
e. Where does Rokeya read?
f. What class does Rokeya read in?
Answer:    a. Rokeya Khan is Laila’s friends. 
b. Rokeya’s birthday is 18 September, 2012.
c. In her free time Rokeya does drawing and reading.
d. She signed her English club application.
e. Rokeya reads in Naogaon Primary School.
f. Rokeya reads in class four.

4. Write a short composition on ‘Library’ by answering the following question.
a) What is Library?
b) How many kinds of library?
c) Location of library?
d) Importance of library?
e) How can it help us?

Answer:                   Library 
Library is a room or building having books for reading or reference. There are three kinds of library- personal, public and institutional. Personal library is in one’s residence but public library is in any selected place by its governing committee and an institutional library may be of any institution. It is never possible to describe the importance of library because reading not only strengthens one’s knowledge but also preserves his mental health.

আস-সাদিক, সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা/আবরার জাহিন

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে এই পদে নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক আমানুল্লাহ খবরের কাগজকে বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কর্মপরিকল্পনা দুয়েক দিনের মধ্যে তুলে ধরব।’

নিয়োগের শর্তানুযায়ী, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

কবির/সালমান/

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব, হতাশ শিক্ষকরা

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:২৪ এএম
আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০৯:১৪ এএম
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব, হতাশ শিক্ষকরা

৪১তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রার্থীরা। ২০১৯ সালের নভেম্বরে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার পর ২০২৩ সালের ৬ আগস্ট ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়। তারা সুপারিশকৃত পদে যোগদান করেন। অপরদিকে একই বিসিএস থেকে একই বছরের ৭ ডিসেম্বর ৩ হাজার ১৬৪ জনকে নন-ক্যাডারের বিভিন্ন পদে সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। অধিকাংশরা যোগদান করতে পারলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ২৭৬ জন প্রার্থীর যোগদান চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। 

গত ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই ২০২৪ তারিখে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। স্বাস্থ্য পরীক্ষা সমাপ্তির প্রায় দুই মাস শেষ হলেও এখনো পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ পদে যোগদান করতে পারছেন না। ফলে তারা হতাশা ব্যক্ত করেছেন।

প্রধান শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত আশেক এলাহী খবরের কাগজকে বলেন, ‘ফল প্রকাশের নয় মাস হয়ে গেলেও আমরা যোগদান করতে না পারায় হতাশার মধ্যে আছি। আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের চেষ্টা করেও পারছি না। নিয়োগ না হওয়ায় নানা ধরনের ঝামেলার মধ্যে আছি। আমরা দ্রুত নিয়োগ চাই। অনেক প্রার্থীই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে।’

কবির/এমএ/

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্তা কাম্য নয়: শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্তা কাম্য নয়: শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগে বাধ্যকরণ বা ব্যক্তিগতভাবে হেনস্তা করা মোটেও কাম্য নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসকদের তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রধান বা অন্য আধিকারিকদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। কোথাও কোথাও শিক্ষকরা ব্যক্তিগতভাবে হেনস্তার শিকার হয়েছেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরূপ অবস্থা মোটেই কাম্য নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় উল্লেখ করে এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি, প্রো-ভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে চ্যান্সেলর তাদেরকে আইনানুযায়ী অপসারণ করতে পারেন। সরকারি স্কুল-কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদেরকে এই বিভাগ বা মাউশি প্রয়োজনে বদলিসহ তদন্তক্রমে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। অনুরূপভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা মাউশি কর্তৃক বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। 

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করেন। কোথাও কোথাও আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন। কলেজ বা স্কুল পর্যায়ে ব্যক্তিগত শত্রুতা থেকেও শিক্ষার্থীদের মাধ্যমে অধ্যক্ষ, প্রধান শিক্ষকদের পদত্যাগ করানোর ঘটনা ঘটে। ফলে শিক্ষকদের হেনস্তার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে আলোচিত হয়।

চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি অধ্যায়ের ৪টি অঙ্কের সমাধান, পঞ্চম শ্রেণির গণিত

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৮:২২ পিএম
চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি অধ্যায়ের ৪টি অঙ্কের সমাধান, পঞ্চম শ্রেণির গণিত

প্রশ্ন: আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া এবং ৫৬৫০ টাকা  পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা  তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন?
সমাধান:
আলতাফ সাহেব  পরিবারের প্রয়োজন বাবদ  ১ মাসে খরচ করেন = ৫৬৫০ টাকা
,,    ,,    বাসা ভাড়া      ,,          ১ ,,        ,,        ,,      = ৩৮০০ টাকা 
আলতাফ সাহেব ১ মাসে খরচ করেন                        = ৯৪৫০ টাকা
আলতাফ সাহেব ১ মাসে  বেতন পান                   = ৯৮৭০ টাকা
আলতাফ সাহেব ১ মাসে ব্যাংকে জমা রাখেন = (৯৮৭০-৯৪৫০) টাকা
                                                       = ৪২০ টাকা
আমরা জানি, ১২ মাস =১ বছর 
আলতাফ সাহেব ১ মাসে ব্যাংকে জমা রাখেন = ৪২০ টাকা 
,,       ,,   ১২   ,,   ,,    ,,     ,,  = (৪২০×১২) টাকা
                                          = ৫০৪০ টাকা 
উত্তর: ৫০৪০ টাকা।
প্রশ্ন: একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার পানি খরচ হয়। ১০ মিনিটে ট্যাংকে কত লিটার পানি থাকবে?
সমাধান:
গাণিতিক বাক্য: = {(১০×৫)- (১০×২)} 
                    = {৫০-২০} 
                    = ৩০
উত্তর: পানির ট্যাংকে ৩০ লিটার পানি থাকবে।
অনুশীলনী-৩

৮. ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফরিদার চেয়ে ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়। ফরিদা ও ফাতেমার বেতন কত?
সমাধান: দেওয়া আছে, ফরিদা অপেক্ষা  ফাতেমা ২৪৫০ টাকা  বেশি পায়। 
মনে করি, ফরিদার  বেতন = ক টাকা
ফাতেমার  ,,   =  (ক+ ২৪৫০) টাকা
প্রশ্নমতে, ক + (ক+২৪৫০) = ১৯৯৫০
অথবা,  ২ক = ১৯৯৫০ – ২৪৫০
অথবা,  ২ক = ১৭৫০০  
অথবা, ক= ১৭৫০০÷২ 
অথবা, ক = ৮৭৫০ 
এখন,  ফরিদার বেতন = ৮৭৫০ টাকা
ফরিদার চেয়ে ফাতেমা = ২৪৫০ টাকা বেশি পায় 
অতএব,  ফাতেমার বেতন = (৮৭৫০ + ২৪৫০) টাকা
                                =  ১১২০০ টাকা 
উত্তর:  ফরিদার বেতন ৮৭৫০ টাকা, ফাতেমার বেতন  ১১২০০ টাকা।
১০. মা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর।  মায়ের বয়স পুত্রের 
বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?
সমাধান: দেওয়া আছে, মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ
মনে করি, পুত্রের বয়স = ক বছর 
             মায়ের বয়স = (৩  × ক ) বছর 
                                = ৩ ক বছর 
প্রশ্নমতে, ক+ ৩ক  = ৬০  
অথবা,  ৪ক = ৬০ 
অথবা,  ক = ৬০ ÷৪
অথবা,  ক =  ১৫
পুত্রের বয়স = ১৫ বছর 
মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ 
অতএব,  মায়ের বয়স = (১৫×৩) বছর 
                           = ৪৫ বছর 
উত্তর: পুত্রের বয়স ১৫ বছর, মায়ের বয়স ৪৫ বছর।

কাজী শরীফুল আলম, সিনিয়র শিক্ষক 
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা/আবরার জাহিন

 

১৭টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম
১৭টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪। কত সাল পর্যন্ত পল্লী সমাজের উন্নয়নের জন্য সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি?
(ক) ১৯৫০ সাল        (খ) ১৯৫১ সাল    
(গ) ১৯৫২ সাল        (ঘ) ১৯৫৩ সাল
১৫। Village Aid কর্মসূচি প্রবর্তিত হয় কখন?
(ক) ১৯৫১ সালে        (খ) ১৯৫২ সালে    (গ) ১৯৫৩ সালে        (ঘ) ১৯৫৪ সালে
১৬। Village Aid কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় কোন সালে?
(ক) ১৯৫৬ সালে        (খ) ১৯৫৭ সালে    (গ) ১৯৫৮ সালে        (ঘ) ১৯৫৯ সালে
১৭। কোন সালের চরম দুর্ভিক্ষ গ্রামবাংলার মানুষকে এক অবর্ণনীয় দুর্দশার দিকে ঠেলে দেয়?
(ক) ১৯৭১ সালের    (খ) ১৯৭২ সালের    (গ) ১৯৭৩ সালের    (ঘ) ১৯৭৪ সালের
১৮। কোনটি পল্লী উন্নয়নে একটি নতুন সংযোজন?
(ক) গ্রামীণ সমাজসেবা প্রকল্প        
(খ) Village Aid Programme
(গ) শহর সমাজসেবা প্রকল্প    
(ঘ) ঘূর্ণায়মান প্রকল্প

১৯। গ্রামীণ সমাজসেবা প্রকল্পে কীসের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে?
(ক) যৌতুক নিয়ন্ত্রণের ওপর        
(খ) মাদকাসক্তি নিয়ন্ত্রণের ওপর    
(গ) ইভটিজিং নিয়ন্ত্রণের     ওপর    
(ঘ) জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর
২০। পল্লী সমাজসেবা কর্মসূচির কেন্দ্রীয় ব্যক্তিত্ব কে?
(ক) গ্রামীণ সমাজসেবা কর্মকর্তা        (খ) শহর সমাজসেবা কর্মকর্তা    
(গ) দক্ষ সমাজকর্মী                
(ঘ) আইনজীবী

২১। সোহেল সাহেব গ্রামীণ সমাজসেবা কর্মকর্তা। সোহেল সাহেব কোন শ্রেণির পদমর্যাদার গেজেটেড কর্মচারী?
(ক) প্রথম        (খ) দ্বিতীয়        (গ) তৃতীয়        (ঘ) চতুর্থ
২২। গ্রামীণ সমাজসেবা অফিসারকে সাহায্য করেন কে?
(ক) গ্রামীণ সুপারভাইজার    
(খ) চিকিৎসক        
(গ) আইনজীবী            
(ঘ) সাংবাদিক
২৩। প্রতি থানায় কয়জন করে ইউনিয়ন সমাজকর্মী আছেন?
(ক) একজন        (খ) দুজন        
(গ) তিনজন        (ঘ) চারজন
২৪। উপজেলা পর্যায়ে পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটির (UPIC) মোট সদস্য সংখ্যা কত?
(ক) ১৫ জন        (খ) ১৬ জন        (গ) ১৭ জন        (ঘ) ১৮ জন

২৫। উপজেলা পর্যায়ে পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটির (UPIC) সভাপতি কে?
(ক) উপজেলা নির্বাহী কর্মকর্তা    
(খ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা
(গ) ইউনিয়ন সমাজকর্মী        
(ঘ) জেলা অফিসার
২৬। পল্লী সমাজসেবা কার্যক্রমে দল গঠনের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হয়?
(ক) শিশুদের        (খ) তরুণদের    (গ) প্রবীণদের        (ঘ) নারীদের
২৭। পল্লী সমাজসেবা কার্যক্রমে দরিদ্র বিবেচনায় পরিবারকে কত শ্রেণিতে ভাগ করা যায়?
(ক) ২ শ্রেণি        (খ) ৩ শ্রেণি        
(গ) ৪ শ্রেণি        (ঘ) ৫ শ্রেণি

২৮। পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সর্বোচ্চ কত টাকা ক্ষুদ্রঋণ দেওয়া হয়?
(ক) ৫০০০ টাকা        (খ) ১০০০০ টাকা    
(গ) ২০০০০ টাকা    (ঘ) ৩০০০০ টাকা
২৯। গ্রাম কমিটির কার্যকাল কয় বছর?
(ক) ১ বছর        (খ) ২ বছর        (গ) ৩ বছর        (ঘ) ৪ বছর
৩০। সর্বাধিক কতজন সদস্যের সমন্বয়ে গ্রাম কমিটি গঠন করা হয়?
(ক) ১১ জন       (খ) ১২ জন 
(গ) ১৩ জন     (ঘ) ১৪ জন
উত্তর: ১৪. গ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ঘ,  ১৮. ক, ১৯. ঘ, ২০. ক, ২১. ক, ২২. ক, ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক।

কামরুন নাহার রুনু, প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা/আবরার জাহিন