বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোন বলটি কম শক্তিশালী?
(ক) মহাকর্ষ বল
(খ) তড়িৎ চৌম্বকীয় বল
(গ) দুর্বল নিউক্লীয় বল
(ঘ) সবল নিউক্লীয় বল
২। নিউটনের গতির প্রথম সূত্র কোনটি?
(ক) v=u+at (খ) u=v
(গ) s=vt (ঘ) F=ma
৩। স্পর্শ বল কোনটি?
(ক) চৌম্বক বল
(খ) ঘর্ষণ বল
(গ) দুর্বল নিউক্লীয় বল
(ঘ) মহাকর্ষ বল
৪। একটি বন্দুক থেকে 400kg ms-1 বেগে 10gm ভরের একটি গুলি ছোড়া হলো। বন্দুকের ভর 1 1/2 kg হলে, পশ্চাৎ বেগ কত?
(ক) 2.67 ms-1
(খ) 6.67 ms-1
(গ) -6.88 ms-1
(ঘ) -2.67 ms-1
৫। 2ms-1 বেগে গতিশীল 10kg ভরের কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে এর ত্বরণ 2ms-2 হলো। 2s-এ ভরবেগের পরিবর্তন কত হবে?
(ক) 0kg ms-1
(খ) 20kg ms-1
(গ) 40kg ms-1
(ঘ) 60kg ms-1
৬। নীরব মেঝের ওপর দিয়ে একটি খেলনা গাড়ি টেনে নেওয়ার সময় একটি টান বল প্রয়োগ করল। প্রয়োগ করা বলটি কোন বল?
(ক) স্পর্শ বল
(খ) অস্পর্শ বল
(গ) সাম্য বল
ঘ) অসাম্য বল
৭। জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য?
(ক) ঘর্ষণ (খ) বল
(গ) অভিকর্ষজ ত্বরণ (ঘ) ভর
৮। বলের মাত্রা কোনটি?
(ক) MLT-1
(খ) MLT
(গ) MLT-2
(ঘ) MLT-3
৯। বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে?
(ক) ভর (খ) বেগ
(গ) বল (ঘ) ভরবেগ
১০। 80kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4ms-2 হবে?
(ক) 20N (খ) 78.4N
(গ) 320N (ঘ) 784N
১১। কোন মৌলিক বলটি তুলনামূলকভাবে দুর্বল বল?
(ক) দুর্বল নিউক্লীয় বল
(খ) সবল নিউক্লীয় বল
(গ) মহাকর্ষ বল
(ঘ) তড়িৎ চৌম্বক বল
১২। 1kg ভরের একটি বন্দুক থেকে 5gm ভরের একটি গুলি ছোড়া হলে, বন্দুকটি 2ms-1 পশ্চাৎবেগ প্রাপ্ত হলো, গুলির শেষবেগ কত?
(ক) 0.4ms-1 (খ) 4ms-1
(গ) 40ms-1 (ঘ) 400ms-1
১৩। কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে?
(ক) আবর্ত
(খ) পিছলানো
(গ) স্থিতি
(ঘ) প্রবাহী
উত্তর: ১. ক, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২.
ঘ, ১৩. ঘ।
চিন্ময় ভূঁইয়া, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা/আবরার জাহিন