বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। Prokaryotic জীব কোনটি?
(ক) মাশরুম
(খ) ডায়াটম
(গ) নীলাভ ও সবুজ শৈবাল
(ঘ) নিটাম
২। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ কত প্রকার?
(ক) ২ প্রকার (খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার
৩। কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়?
(ক) Fragmentation (খ) Amitosis
(গ) Mitosis (ঘ) Meiosis
৪। লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়?
(ক) মাটি (খ) আলো
(গ) বায়ু (ঘ) পানি
৫। কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়?
(ক) কোষ গহ্বর
(খ) গলজি বস্তু
(গ) রাইবোজোম
(ঘ) মাইটোকন্ডিয়া
৬। জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কী বর্ণ ধারণ করে?
(ক) লাল (খ) নীল
(গ) হলুদ (ঘ) কমলা
নিচের চিত্রের আলোকে ৭-১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৭। চিত্র ‘Y’ এর P অংশে কোনটি ঘটে?
(ক) CO2 গৃহীত হয়
(খ) সূর্যালোক আবদ্ধ হয়
(গ) উৎসেচক তৈরি হয়
(ঘ) খাদ্যবস্তু সঞ্চিত হয়
৮। চিত্র ‘Y’ এর মাধ্যমে-
(i) ক্লোরোফিল ধারণ করে
(ii) পরাগায়ন সংঘটিত হয়
(iii) শর্করা উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। চিত্রের অঙ্গাণুটির নাম কী?
(ক) নিউক্লিয়াস (খ) মাইটোকন্ডিয়া
(গ) প্লাস্টিড (ঘ) গলজি বস্তু
১০। চিত্রে প্রদর্শিত অঙ্গাণুটি-
(i) সবুজ বর্ণের হলে ক্লোরোফিল ধারণ করে
(ii) শুধু উদ্ভিদ কোষে বিদ্যমান
(iii) লাল, হলুদ এবং নীল বর্ণের হতে পারে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্র দেখে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১১। চিত্র A-এর কাজ কী?
(ক) প্রধানত উদ্ভিদে পাওয়া যায়
(খ) কোষরস ধারণ করে
(গ) কার্বোহাইড্রেট তৈরি করে
(ঘ) কখনো প্রোটিন সঞ্চয় করে
১২। চিত্র-B-এর কাজ কী?
(i) জীবাণুকে ধ্বংস করে
(ii) হরমোন উৎপাদন করে
(iii) কখনো কোষকে মেরে ফেলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। লাইসোজোমের কাজ কোনটি?
(ক) আমিষ সংশ্লেষণ
(খ) খাদ্য সঞ্চয়
(গ) প্রবাহ পথের নির্দেশনা দেয়
(ঘ) জীবাণু ধ্বংস করে
১৪। অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে?
(ক) সেন্ট্রোজোমে (খ) রাইবোজোমে
(গ) কোষ কঙ্কালে (ঘ) ক্লোরোপ্লাস্টে
নিচের চিত্র দেখে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৫। চিত্র ‘M’ এর ক্ষেত্রে দেখা যায়-
(i) কোষগুলো লম্বাটে ও সজীব
(ii) কোষপ্রাচীর পাতলা
(iii) খাদ্যদ্রব্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। চিত্র M এবং N উভয়ের ক্ষেত্রে-
(i) প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ
(ii) কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি
(iii) উদ্ভিদ দেহকে দৃঢ়তা দেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। কোনটির প্রান্তীয় প্রাচীর গলে নলের সৃষ্টি হয়?
অথবা কোষরসের পরিবহন কীসের মাধ্যমে হয়?
(ক) সিভকোষ (খ) ভেসেল
(গ) ট্রাকিড (ঘ) সঙ্গীকোষ
১৮। নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে?
(ক) ধান (খ) কুমড়া
(গ) গম (ঘ) ভুট্টা
১৯। কোন আবরণী টিস্যু ছাঁকনির মতো কাজ করে?
(ক) কলামনার (খ) কিউবয়ডাল
(গ) স্কোয়ামাস (ঘ) সিউডো-স্ট্র্যাটিফাইড
২০। রক্তরসে (প্লাজমা) শতকরা কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে?
(ক) ৮-৯% (খ) ১০-১২%
(গ) ৯১-৯২% (ঘ) ৯০-৯৫%
২১। রক্তে রক্তরসের পরিমাণ কত?
(ক) ৪৫% (খ) ৫৫%
(গ) ৬৫% (ঘ) ৭৫%
নিচের চিত্রের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২২। ‘X’ চিহ্নিত অংশটি কোন টিস্যু নির্দেশ করে?
(ক) তরল যোজক (খ) ফাইব্রাস যোজক
(গ) স্কেলিটাল যোজক (ঘ) প্রন্থি আবরণী
২৩। ‘Y’ এর বৈশিষ্ট্য কোনগুলো-
(i) এদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকে
(ii) কোষগুলো নলাকার শাখাবিহীন ও ডোরাযুক্ত
(iii) এতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. গ, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. খ, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. ঘ, ১২. খ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. খ, ১৯. গ, ২০. ক, ২১. খ, ২২. গ, ২৩. ক।
সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল/আবরার জাহিন