নমুনা প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: অনুসর্গের সংজ্ঞা এবং উদাহরণ লেখ।
উত্তর: যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
অনুসর্গের উদাহরণ- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পেছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভেতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সামনে, হতে, নিমিত্ত, সনে, তলে, নিচে প্রভৃতি।
প্রশ্ন: যোজকের সংজ্ঞা এবং উদাহরণ লেখ।
উত্তর: যেসব শব্দ একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যাংশের কিংবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে।
যোজকের উদাহরণ- ও, বা, কিন্তু, কারণ, যদি, তবে, এবং, তবুও, তাই, যত, তত, আর, কিংবা, যথা, তথা, অথচ, নতুবা, সুতরাং,
না হয়, নইলে, যেহেতু, যেন, অতএব, নয়।
প্রশ্ন: আবেগের সংজ্ঞা এবং উদাহরণ লেখ।
উত্তর: যেসব শব্দের মাধ্যমে মনের নানা ভাব ও আবেগ প্রকাশিত হয় তাদের আবেগ শব্দ বলে। আবেগ শব্দের উদাহরণ- শাবাশ, বাহ, হুঁ, বেশ, ছি ছি, কী, আহ, আহা, আরে, উহ্, হায়, ওগো, হে বৎস, দুর পাগল, যাকগে যাক, যাকগে, হ্যাঁ, জ্বালা, বাপরে বাপ, হায় হায়, হে বন্ধু, উফ, মা গো মা।
প্রশ্ন: ক্রিয়া বিশেষণের সংজ্ঞা এবং উদাহরণ লেখ।
উত্তর: যে শব্দ ক্রিয়াপদের অবস্থা, সময় ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। কয়েকটি ক্রিয়া বিশেষণের উদাহরণ-
* ছেলেটি দ্রুত দৌড়ায়।
* মেয়েটি সকালে গান গায়।
* ভ্রমর গুনগুনিয়ে গান গাইছে।
* সে এবার জোরে জোরে হাঁটছে।
* ছেলেটা জোরে চিৎকার করে উঠল।
* আমরা ভয়ে ভয়ে হাঁটছিলাম।
* বাড়িটা খাঁ খাঁ করছে।
* ধীরে ধীরে পাপিয়া চলে।
* ট্রেনটি দ্রুত চলতে লাগল।
* চিকচিক করে বালি।
* যে শয্যায় আজি তুমি শুয়েছ, কুমার।
* হঠাৎ সে দেখতে পেল, চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে।
* তিনি হো হো করে হেসে উঠলেন।
* বিড়ালটি সন্তর্পণে হাঁটছে।
* গাড়িটা হঠাৎ থেমে গেল।
* মিছিলটি সামনে এগিয়ে যাচ্ছে।
* সে প্রতিদিন সকালে উঠেই বাগানে যায়।
* আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।
* যথাসময়ে সে হাজির হয়।
প্রশ্ন: সর্বনামের সংজ্ঞা এবং উদাহরণ লেখ।
উত্তর: বিশেষ্যের পরিবর্তে বাক্যে যেসব শব্দ বসে, সেগুলোকে সর্বনাম পদ বলে।
সর্বনামের উদাহরণ- আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তার, তাহারা, তিনি, এরা, ও, ওরা, স্বয়ং, নিজে, খোদ, আপনি, এ, এই, এরা, ইহারা, ইনি, ওই, ওইসব, সব, সকল, সমুদয়, তাবৎ, কে, কী, কোন, কাহার, কার, কীসে, কোন, কেহ, কেউ, কিছু, আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর, যে, যিনি, যারা, যাহারা, অন্য, অপর, পর।
প্রশ্ন: ক্রিয়াপদের সংজ্ঞা এবং উদাহরণ লেখ।
উত্তর: বাক্যের উদ্দেশ্য কী বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তার নির্দেশ যেসব শব্দ দিয়ে করা হয় সেগুলোকে ক্রিয়া বলে।
অথবা, যে পদ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়াপদ বলে।
ক্রিয়াপদের উদাহরণ-
* রাজীব খেলছে।
* বৃষ্টি হয়েছিল।
* আমি আজ স্কুলে যাব না।
* সে কবিতা আবৃত্তি করবে।
* অনেকক্ষণ হলো বৃষ্টি থেমেছে।
* সে গান গাইছে।
* সে পাস করে গেল।
* বাগানে ফুল ফুটছে।
* আমরা বিকেলে খেলতে যাই।
* ফুল কি ফোটেনি শাখে?
* হাত মুখ ধুয়ে পড়তে বসো।
* বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।
* সে আমাকে আঘাত করেছিল।
* সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল।
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক (বাংলা)
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/ আবরার জাহিন