ঢাকা ২৩ ভাদ্র ১৪৩১, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

শব্দের শ্রেণি পরিচ্ছেদের ৬টি নমুনা প্রশ্নোত্তর, সপ্তম শ্রেণির নতুন পাঠ্যক্রম-বাংলা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম
শব্দের শ্রেণি পরিচ্ছেদের ৬টি নমুনা প্রশ্নোত্তর, সপ্তম শ্রেণির নতুন পাঠ্যক্রম-বাংলা

নমুনা প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: অনুসর্গের সংজ্ঞা এবং উদাহরণ লেখ।
উত্তর: যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। 
অনুসর্গের উদাহরণ- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পেছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভেতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সামনে, হতে, নিমিত্ত, সনে, তলে, নিচে প্রভৃতি।
প্রশ্ন: যোজকের সংজ্ঞা এবং উদাহরণ লেখ। 
উত্তর: যেসব শব্দ একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যাংশের কিংবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। 
যোজকের উদাহরণ- ও, বা, কিন্তু, কারণ, যদি, তবে, এবং, তবুও, তাই, যত, তত, আর, কিংবা, যথা, তথা, অথচ, নতুবা, সুতরাং, 
না হয়, নইলে, যেহেতু, যেন, অতএব, নয়।

প্রশ্ন: আবেগের সংজ্ঞা এবং উদাহরণ লেখ। 
উত্তর: যেসব শব্দের মাধ্যমে মনের নানা ভাব ও আবেগ প্রকাশিত হয় তাদের আবেগ শব্দ বলে। আবেগ শব্দের উদাহরণ- শাবাশ, বাহ, হুঁ, বেশ, ছি ছি, কী, আহ, আহা, আরে, উহ্, হায়, ওগো, হে বৎস, দুর পাগল, যাকগে যাক, যাকগে, হ্যাঁ, জ্বালা, বাপরে বাপ, হায় হায়, হে বন্ধু, উফ, মা গো মা।
প্রশ্ন: ক্রিয়া বিশেষণের সংজ্ঞা এবং উদাহরণ লেখ। 
উত্তর: যে শব্দ ক্রিয়াপদের অবস্থা, সময় ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। কয়েকটি ক্রিয়া বিশেষণের উদাহরণ-
* ছেলেটি দ্রুত দৌড়ায়।
* মেয়েটি সকালে গান গায়।
* ভ্রমর গুনগুনিয়ে গান গাইছে।
* সে এবার জোরে জোরে হাঁটছে।
* ছেলেটা জোরে চিৎকার করে উঠল।
* আমরা ভয়ে ভয়ে হাঁটছিলাম।
* বাড়িটা খাঁ খাঁ করছে। 
* ধীরে ধীরে পাপিয়া চলে।
* ট্রেনটি দ্রুত চলতে লাগল।
* চিকচিক করে বালি।
* যে শয্যায় আজি তুমি শুয়েছ, কুমার।
* হঠাৎ সে দেখতে পেল, চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে।
* তিনি হো হো করে হেসে উঠলেন।
* বিড়ালটি সন্তর্পণে হাঁটছে।
* গাড়িটা হঠাৎ থেমে গেল।
* মিছিলটি সামনে এগিয়ে যাচ্ছে। 
* সে প্রতিদিন সকালে উঠেই বাগানে যায়।
* আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।
* যথাসময়ে সে হাজির হয়। 

প্রশ্ন: সর্বনামের সংজ্ঞা এবং উদাহরণ লেখ। 
উত্তর: বিশেষ্যের পরিবর্তে বাক্যে যেসব শব্দ বসে, সেগুলোকে সর্বনাম পদ বলে। 
সর্বনামের উদাহরণ- আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তার, তাহারা, তিনি, এরা, ও, ওরা, স্বয়ং, নিজে, খোদ, আপনি, এ, এই, এরা, ইহারা, ইনি, ওই, ওইসব, সব, সকল, সমুদয়, তাবৎ, কে, কী, কোন, কাহার, কার, কীসে, কোন, কেহ, কেউ, কিছু, আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর, যে, যিনি, যারা, যাহারা, অন্য, অপর, পর।

প্রশ্ন: ক্রিয়াপদের সংজ্ঞা এবং উদাহরণ লেখ। 
উত্তর: বাক্যের উদ্দেশ্য কী বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তার নির্দেশ যেসব শব্দ দিয়ে করা হয় সেগুলোকে ক্রিয়া বলে। 
অথবা, যে পদ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। 
ক্রিয়াপদের উদাহরণ- 
* রাজীব খেলছে।
* বৃষ্টি হয়েছিল।
* আমি আজ স্কুলে যাব না।
* সে কবিতা আবৃত্তি করবে।
* অনেকক্ষণ হলো বৃষ্টি থেমেছে।
* সে গান গাইছে।
* সে পাস করে গেল। 
* বাগানে ফুল ফুটছে।
* আমরা বিকেলে খেলতে যাই।
* ফুল কি ফোটেনি শাখে?
* হাত মুখ ধুয়ে পড়তে বসো।
* বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।
* সে আমাকে আঘাত করেছিল।
* সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল।

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক (বাংলা) 
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/ আবরার জাহিন

গুচ্ছের ভর্তি কার্যক্রম স্থগিত, অনিয়ম তদন্তে কমিটি গঠন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ পিএম
গুচ্ছের ভর্তি কার্যক্রম স্থগিত, অনিয়ম তদন্তে কমিটি গঠন
গুচ্ছের ভর্তি কার্যক্রম স্থগিত

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

একই সঙ্গে অনিয়ম তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. জাকির হোসেনকে কমিটির আহ্বায়ক এবং রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জামাল উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মেধা তালিকা নির্বাচন ও মাইগ্রেশনে কোনো অনিয়ম হয়েছে কি না বিষয়টি তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে কমিটিকে।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানানো হয়েছে।

নতুন উপাচার্য পেল ৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
নতুন উপাচার্য পেল ৫ পাবলিক বিশ্ববিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়

পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে নিয়োগ দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নিয়োগ পেয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে রাবি ও জাবির উপাচার্য সাময়িক হিসেবে নিয়োগ পেয়েছেন। আর বাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ চার বছর। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ৩৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেন। কোথাও কোথাও তাদের পদ ছাড়তে বাধ্য করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে এই পদে নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক আমানুল্লাহ খবরের কাগজকে বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কর্মপরিকল্পনা দুয়েক দিনের মধ্যে তুলে ধরব।’

নিয়োগের শর্তানুযায়ী, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

কবির/সালমান/

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব, হতাশ শিক্ষকরা

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:২৪ এএম
আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০৯:১৪ এএম
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব, হতাশ শিক্ষকরা

৪১তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রার্থীরা। ২০১৯ সালের নভেম্বরে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার পর ২০২৩ সালের ৬ আগস্ট ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়। তারা সুপারিশকৃত পদে যোগদান করেন। অপরদিকে একই বিসিএস থেকে একই বছরের ৭ ডিসেম্বর ৩ হাজার ১৬৪ জনকে নন-ক্যাডারের বিভিন্ন পদে সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। অধিকাংশরা যোগদান করতে পারলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ২৭৬ জন প্রার্থীর যোগদান চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। 

গত ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই ২০২৪ তারিখে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। স্বাস্থ্য পরীক্ষা সমাপ্তির প্রায় দুই মাস শেষ হলেও এখনো পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ পদে যোগদান করতে পারছেন না। ফলে তারা হতাশা ব্যক্ত করেছেন।

প্রধান শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত আশেক এলাহী খবরের কাগজকে বলেন, ‘ফল প্রকাশের নয় মাস হয়ে গেলেও আমরা যোগদান করতে না পারায় হতাশার মধ্যে আছি। আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের চেষ্টা করেও পারছি না। নিয়োগ না হওয়ায় নানা ধরনের ঝামেলার মধ্যে আছি। আমরা দ্রুত নিয়োগ চাই। অনেক প্রার্থীই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে।’

কবির/এমএ/

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্তা কাম্য নয়: শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্তা কাম্য নয়: শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগে বাধ্যকরণ বা ব্যক্তিগতভাবে হেনস্তা করা মোটেও কাম্য নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসকদের তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রধান বা অন্য আধিকারিকদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। কোথাও কোথাও শিক্ষকরা ব্যক্তিগতভাবে হেনস্তার শিকার হয়েছেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরূপ অবস্থা মোটেই কাম্য নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় উল্লেখ করে এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি, প্রো-ভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে চ্যান্সেলর তাদেরকে আইনানুযায়ী অপসারণ করতে পারেন। সরকারি স্কুল-কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদেরকে এই বিভাগ বা মাউশি প্রয়োজনে বদলিসহ তদন্তক্রমে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। অনুরূপভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা মাউশি কর্তৃক বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। 

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করেন। কোথাও কোথাও আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন। কলেজ বা স্কুল পর্যায়ে ব্যক্তিগত শত্রুতা থেকেও শিক্ষার্থীদের মাধ্যমে অধ্যক্ষ, প্রধান শিক্ষকদের পদত্যাগ করানোর ঘটনা ঘটে। ফলে শিক্ষকদের হেনস্তার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে আলোচিত হয়।