অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১১: ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
সমাধান:
দেওয়া আছে
ভাজক ৭৮, ভাগফল ২৫
ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ
অর্থাৎ ভাগশেষ = ৭৮ ÷ ৩ = ২৬
আমরা জানি,
ভাজ্য= ভাজক X ভাগফল + ভাগশেষ
= ৭৮ X২৫+২৬
= ১৯৫০+২৬
= ১৯৭৬
উত্তর: ভাজ্য ১৯৭৬।
প্রশ্ন-১২: ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯। ভাগফল কত?
সমাধান:
দেওয়া আছে
ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭, ভাগশেষ ২৯
ভাগফল বের করতে হবে।
আমরা জানি,
ভাগফল = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাজক
= (৮৯০৩-২৯) ÷৮৭
= ৮৮৭৪÷৮৭
= ১০২
উত্তর: ভাগফল ১০২।
প্রশ্ন-১৩: একটি কারখানায় ৭ দিনে ২৫২০টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে?
সমাধান:
আমরা জানি,
১ সপ্তাহ = ৭ দিন
... ৩ সপ্তাহ = (৭ X ৩) দিন
= ২১ দিন
একটি কারখানায়,
৭ দিনে তৈরি হয়= ২৫২০টি সাইকেল
... ১ দিনে তৈরি হয়= (২৫২০ ÷ ৭)টি সাইকেল
= ৩৬০টি সাইকেল
... ২১ দিনে তৈরি হয়= (৩৬০ X ২১)টি সাইকেল
= ৭৫৬০টি সাইকেল
সুতরাং ৩ সপ্তাহে সাইকেল তৈরি হয় ৭৫৬০টি
উত্তর: ৭৫৬০টি।
প্রশ্ন-১৪: আয়শা ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনল। ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে?
সমাধান:
৩টি খাতার দাম= ৭২ টাকা
... ১টি খাতার দাম= (৭২÷৩) টাকা
= ২৪ টাকা
... ১২টি খাতার দাম= (২৪ X ১২) টাকা
= ২৮৮ টাকা
অতএব, ১২টি খাতা কিনতে তার ২৮৮ টাকা লাগবে।
উত্তর: ২৮৮ টাকা।
প্রশ্ন-১৫: যদি ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য ৯৬০ টাকা হয়, তাহলে ৪৮০০ টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে?
সমাধান: ৯৬০ টাকায় কেনা যায়= ৮ কেজি পোলাওয়ের চাল
... ১ টাকায় কেনা যায়= (৮ ÷ ৯৬০) কেজি পোলাওয়ের চাল
বা ৮
৯৬০ কেজি পোলাওয়ের চাল
... ৪৮০০ টাকায় কেনা যায়= ৮ X ৪৮০০ কেজি
৯৬০
পোলাওয়ের চাল
= (১ X ৪০) কেজি পোলাওয়ের চাল
= ৪০ কেজি পোলাওয়ের চাল
অতএব, ৪৮০০ টাকা দিয়ে ৪০ কেজি চাল কেনা যাবে।
উত্তর: ৪০ কেজি।
প্রশ্ন-১৬: একটি মোটরসাইকেল ১২ লিটার পেট্রল দিয়ে ৩০০ কি.মি. যেতে পারে। ১০০ কি.মি. যাওয়ার জন্য কত লিটার পেট্রল লাগবে?
সমাধান: একটি মোটরসাইকেল,
৩০০ কি.মি. যেতে পেট্রল লাগে= ১২ লিটার
... ১ কি.মি. যেতে পেট্রল লাগে= (১২ ÷ ৩০০) লিটার
বা ১২
৩০০লিটার
... ১০০ কি.মি. যেতে পেট্রল লাগে=
১২ X ১০০ লিটার
৩০০
= (৪ X ১) লিটার
= ৪ লিটার
অতএব, ১০০ কি.মি. যাওয়ার জন্য ৪ লিটার পেট্রল লাগবে।
উত্তর: ৪ লিটার।
এ এইচ এম সায়েদুজ্জামান, সিনিয়র শিক্ষক (গণিত)
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা/আবরার জাহিন