ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে আসছে গ্রুপ চ্যাট ফিচার। এই ফিচারের মাধ্যমে একসঙ্গে ৩২ জন পর্যন্ত গ্রুপ চ্যাটে অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া মেসেজে স্টিকার ব্যবহারের সুবিধাও যোগ করা হচ্ছে।
টিকটক জানিয়েছে, ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই টিকটকে গ্রুপ চ্যাটের ফিচার যুক্ত করার জন্য দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতেই এই গ্রুপ চ্যাটের ফিচার আনা হচ্ছে। তবে সব দেশে এখনই ফিচারটি পাওয়া যাবে না। ধীরে ধীরে সবাই এই সুবিধা পাবেন।
গ্রুপ চ্যাট শুরু করার দুটি উপায় আছে। ইনবক্স থেকে চ্যাট বাটনে ক্লিক করে অথবা কোনো একজনের নামে ক্লিক করে ‘মোর অপশন’ বাটন থেকে গ্রুপ চ্যাট শুরু করা যাবে। এরপর যেসব বন্ধুর সাথে চ্যাট করতে চান, তাদের সিলেক্ট করে ‘স্টার্ট গ্রুপ চ্যাট’ বাটনে ক্লিক করুন।
আরেকটি উপায় হলো কোনো ভিডিও শেয়ার করে গ্রুপ চ্যাট শুরু করা। ভিডিও শেয়ার বাটনে ক্লিক করে ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশনটি সিলেক্ট করুন। এরপর যেসব বন্ধুর সাথে চ্যাট করতে চান, তাদের সিলেক্ট করুন এবং মেসেজ দিয়ে গ্রুপ চ্যাট শুরু করুন।
ইনবক্সে গ্রুপ চ্যাটের আমন্ত্রণ পেলে তা অ্যাকসেপ্ট করা যাবে। তবে যেসব ব্যবহারকারী গ্রুপে যুক্ত হবেন, তাদের একে অপরকে ফলো করতে হবে। ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীরা গ্রুপ চ্যাট ব্যবহার করতে পারবেন না। ১৬ ও ১৭ বছর বয়সীরা শুধু তখনই কোনো গ্রুপ চ্যাটে যোগ দিতে পারবেন, যদি সেখানে তাদের অন্তত একজন কমন-ফ্রেন্ড থাকে। যদি তারা কোনো গ্রুপ চ্যাট তৈরি করে, তা হলে তাদের নতুন যোগদাতাদের পর্যালোচনা করে অনুমোদন করতে হবে।
এ ছাড়া মেসেজে স্টিকার ব্যবহারের ফিচার আসছে। এতে করে ব্যবহারকারীরা আরও ভালোভাবে বার্তা বিনিময় করতে পারবে। এমনকি নিজের তৈরি স্টিকারও আপলোড করা যাবে।