বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সাইটোকাইনেসিসের আগে কোনটি ঘটে?
(ক) প্রোফেজ (খ) মেটাফেজ
(গ) টেলোফেজ (ঘ) ইন্টারফেজ
২। মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
৩। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে?
(ক) প্রো-মেটাফেজ (খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ (ঘ) টেলোফেজ
৪। নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
৫। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগে বিভক্ত হয়?
(ক) প্রোফেজ (খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ (ঘ) টেলোফেজ
৬। মাইটোসিস কোষবিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়?
(ক) প্রোফেজ (খ) প্রো-মেটাফেজ
(গ) অ্যানাফেজ (ঘ) টেলোফেজ
৭। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কোনটি ক্রোমোজোমের আকৃতি নয়?
(ক) V (খ) C
(গ) L (ঘ) J
৮। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটি?
(ক) V (খ) L
(গ) J (ঘ) I
৯। ‘J’ আকৃতির ক্রোমোজোমকে কী বলা হয়?
(ক) মেটাসেন্ট্রিক
(খ) অ্যাক্সেসেন্ট্রিক
(গ) সাবমেটাসেন্ট্রিক
(ঘ) টেলোসেন্ট্রিক
১০। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে ‘I’ আকৃতির ক্রোমোজোমের নাম কী?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাবমেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্সোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
১১।
A চিত্রের মডেলটি কোন ধরনের ক্রোমাটিভ?
(ক) অ্যাক্সোসেন্ট্রিক
(খ) মেটাসেন্ট্রিক
(গ) সাব-মেটাসেন্ট্রিক
(ঘ) টেলোসেন্ট্রিক
নিচের চিত্রটি লক্ষ করো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১২। T চিহ্নিত অংশটির নাম কী?
(ক) কোষঝিল্লি
(খ) কোষপ্লেট
(গ) আকর্ষণ তন্তু
(ঘ) বিষুবীয় অঞ্চল
১৩। চিত্রের পর্যায়টিতে-
i. স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো নষ্ট হয়ে যায়
ii. ক্রোমোসোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করতে থাকে
iii. নিউক্লিয়াসের প্রস্থান হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৪। A অংশের কোষ বিভাজনের মাধ্যমে-
(ক) জীবের গুণগত স্থিতিশীলতা নষ্ট হয়
(খ) জননকোষ সৃষ্টি হয়
(গ) ক্ষয়পূরণ হয়
(ঘ) নতুন জাত সৃষ্টি হয়
১৫। A অংশের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়-
i. বিশেষ জীবাণুর আক্রমণে
ii. রাসায়নিক পদার্থ ব্যবহারে
iii. তেজস্ক্রিয়তার প্রভাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের। যথা-
১৬। উদ্দীপকে A এর বৈশিষ্ট্য হলো-
i. মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়
ii. বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ গঠন করে
iii. জীবদেহের বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। B কোষটি A থেকে ভিন্নতর, কারণ-
i. প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে
ii. ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে
iii. শুধুমাত্র বহুকোষী জীবে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীবজগতে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?
(ক) অ্যামাটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বি-বিভাজন
১৯। জননকোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) ক্যারিওকাইনেসিস
২০। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল কোনটি?
(ক) এইডস (খ) গয়টার
(গ) রক্তশূন্যতা (ঘ) ক্যানসার
২১। প্যাপিলোমা ভাইরাসের কোন দুটি জিন ক্যানসার তৈরির জন্য দায়ী?
(ক) E4 ও E5 (খ) E5 ও E6
(গ) E6 ও E7 (ঘ) E7 ও E8
২২। নিচের কোন ভাইরাস ক্যানসার কোষ সৃষ্টিতে সহায়তা করে?
(ক) এইচআইভি (খ) প্যাপিলোমা
(গ) র্যাবিস (ঘ) রুবিওলা
উত্তর: ১. ঘ, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. ঘ, ১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ, ২১. গ, ২২. খ।
সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল/আবরার জাহিন