বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১. বাজার বিভক্তিকরণ কী?
ক. পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা
খ. ক্রেতাদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা
গ. বিক্রয়ের স্থানকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা
ঘ. বণ্টন প্রণালিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা
২২. বাজারজাতকরণ মিশ্রণ কী?
ক. পণ্য, মূল্য, বণ্টন ও প্যাকেজিংয়ের সংমিশ্রণ
খ. পণ্য, মূল্য, বণ্টন ও প্রসারের সংমিশ্রণ
গ. পণ্য, মূল্য, বণ্টন ও যোগাযোগের সংমিশ্রণ
ঘ. পণ্য, মূল্য, বণ্টন ও প্রচারের সংমিশ্রণ
২৩. কোন বাজারের সদস্য সংখ্যা সর্বাধিক?
ক. ভোক্তা বাজার
খ. শিল্প বাজার
গ. সরকারি বাজার
ঘ. পুনঃবিক্রেতার বাজার
২৪. বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে?
ক. ভোক্তা খ. উৎপাদক
গ. খুচরা ব্যবসায়ী
ঘ. পাইকারি ব্যবসায়ী
২৫. ‘The Concept of Marketing Mix’-এ প্রবন্ধটির লেখক কে?
ক. Professor Neil H Borden
খ. Professor James Culliton
গ. Professor E J Mccarthy
ঘ. Professor Kelly & Hazen
২৬. কোনটি শোভনীয় পণ্য?
ক. বিনোদনমূলক ম্যাগাজিন
খ. টুথপেস্ট
গ. মোবাইল ফোন
ঘ. পোশাক
২৭. কোনটি জরুরি পণ্য?
ক. অ্যাম্বুলেন্স
খ. আইসক্রিম
গ. ল্যাপটপ
ঘ. ক্যামেরা
২৮. কোনটি শপিং পণ্য?
ক. দামি আসবাবপত্র
খ. তেল
গ. বিশ্বকোষ
ঘ. সৌরবিদ্যুৎ
২৯. কোনটি বিশিষ্ট পণ্য?
ক. টাটা গাড়ি
খ. বিএমডব্লিউ গাড়ি
গ. মারুতি গাড়ি
ঘ. ন্যানো গাড়ি
৩০. নিচের কোনটি মালামাল ও খুচরা যন্ত্রাংশ?
ক. সুতা
খ. লিফট
গ. জেনারেটর
ঘ. কম্পিউটার
৩১. নিচের কোনটি মূলধন জাতীয় পণ্য?
ক. তুলা
খ. লোহা
গ. জেনারেটর
ঘ. টেলিফোন
৩২. নিচের কোনটি সরবরাহ ও সেবা-
ক. দুধ
খ. গ্যাস
গ. ফ্যাক্টরি
ঘ. কম্পিউটার
৩৩. পণ্যের জীবন চক্রের স্তর কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৩৪. পণ্যের জীবন চক্রের কোন স্তরে বাজারে পণ্য ছাড়া হয়?
ক. পণ্য উন্নয়ন
খ. সূচনা
গ. প্রবৃদ্ধি
ঘ. পূর্ণতা
৩৫. পণ্যের জীবন চক্রের কোন স্তরে প্রতিযোগিতা থাকে সবচেয়ে বেশি?
ক. সূচনা
খ. প্রবৃদ্ধি
গ. পূর্ণতা
ঘ. পতন
উত্তর: ২১. খ, ২২. খ, ২৩. ক, ২৪. ক, ২৫. ক, ২৬. ক, ২৭. ক, ২৮. ক, ২৯. খ, ৩০. ক, ৩১. গ, ৩২. ঘ, ৩৩. গ, ৩৪. খ, ৩৫. গ।
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা/আবরার জাহিন