মডেল টেস্ট-ইংরেজি
মডেল টেস্ট-ইংরেজি
চতুর্থ অধ্যায়
পঞ্চম পরিচ্ছেদ: বানান ও অভিধান
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পাঠ্যবইয়ের ‘শিক্ষা-প্রসঙ্গে’ প্রবন্ধের ভুল বানানগুলো অভিধান দেখে ঠিক করে লেখ।
উত্তর: ‘শিক্ষা-প্রসঙ্গে’ প্রবন্ধের ভুল বানানগুলো অভিধান দেখে ঠিক করে নিচে দেওয়া হলো-
জাতি স্থায়িত্ব বন্ধু স্কুলসমূহের
নির্ণয় গুরুত্ব জিনিস চাকরির
উৎকৃষ্ট মনোবৃত্তি পাখি ব্যয়
আরো পড়ুন : বানান ও অভিধান পরিচ্ছেদের ১০টি এক কথায় প্রশ্নোত্তর
শিক্ষাব্যবস্থা উত্তরাধিকার ধরনের দেশীয়
আকাঙ্ক্ষা বয়স্ক অলক্ষে সম্মান
বৈশিষ্ট্য অস্তিত্ব প্রত্যেকটি বিদেশি
জাতীয় ভুল প্রবণতা
পরিপুষ্ট তৈরি ইংরেজি
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর
তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলে-
ক. মেটাপথ খ. ট্রপোডেস্ক
গ. ট্রপোসীমা ঘ. ট্রপোপস
১২। পৃথিবীর গড় তাপমাত্রা কত?
ক. ১৩.৯০̊ সে. খ. ১২.১৬̊ ফা.
গ. ১৩.৯০̊ ফা. ঘ. ১২.১৬̊ সে.
১৩। নিচের কোনটি কুমেরু নির্দেশ করে?
ক. দুই মেরুর সংযোগস্থল
খ. দুই মেরুর সংযোগ বিন্দু
গ. মেরু রেখার দক্ষিণ-প্রান্ত বিন্দু
ঘ. মেরু রেখার উত্তর-প্রান্ত
১৪। নিচের কোনটি অক্ষাংশ পরিমাপের একক?
ক. সেলসিয়াস
খ. সেকেন্ড
গ. ডিগ্রি
ঘ. ফারেনহাইট
১৫। নিচের কোনটির মধ্য অক্ষাংশ নির্দেশ করে?
ক. ২০° থেকে ৭০°
খ. ৮০° থেকে ১০০°
গ. ৩০° থেকে ৬০°
ঘ. ৪০° থেকে ৫০°
১৬। দ্রাঘিমা রেখার অপর নাম কেনটি?
ক. অক্ষরেখা খ. নিরক্ষরেখা
গ. মধ্যরেখা ঘ. সমাক্ষরেখা
১৭। ভূগোলকের সর্বোচ্চ দ্রাঘিমা কত?
ক. ১৮০° খ.৩৬০°
গ. ২৭০° ঘ. ৯০°
১৮। নিচের কোনটির সাহায্যে স্থানীয় সময় জানা যায়?
ক. দ্রাঘিমা খ. অক্ষাংশ
গ. অক্ষরেখা ঘ. সমাক্ষরেখা
আরো পড়ুন : সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯। মূল মধ্যরেখার মান ধরা হয়েছে নিচের কোনটিকে?
ক. ০° খ. ৯০° গ. ১৮০° ঘ. ৩৬০°
২০। পৃথিবী নিজ অক্ষে আবর্তনের দিক কোনটি?
ক. পশ্চিম থেকে পূর্বে
খ. পূর্ব থেকে পশ্চিমে
গ. উত্তর থেকে দক্ষিণে
ঘ.দক্ষিণ থেকে উত্তরে
২১। ৩৬০° কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর সময় লাগে-
ক. ১৪৪০ সেকেন্ড
খ. ১৪৪০ ঘণ্টা
গ. ১৪৪০ মিনিট
ঘ. ৩৬৫ দিন
২২। প্রতিপাদ স্থান দ্বয়ের দ্রাঘিমা যোগ করলে কত হয়?
ক. ৯০° খ. ৭০°
গ. ১৮০° ঘ. ৩৬০°
২৩। কোন স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে এলে ওই স্থানে-
ক. ভোর হয়
খ. দুপুর হয়
গ. গোধূলি হয়
ঘ. অপরাহ্ন হয়
২৪। পৃথিবীর আকৃতি দেখতে কী রকম?
ক. গোলাকার
খ. ডিম্বাকৃতির
গ. অভিগত গোলকের মতো
ঘ. মোচাকৃতির
উত্তর: ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. গ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. গ, ২২. গ, ২৩. খ, ২৪. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
কবীর
দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮. শ্রমিকদের মধ্যে কাজের বিনিময়ে পণ্য বিতরণের সঠিক জাবেদা কোনটি?
ক. বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
খ. বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
গ. মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
ঘ. মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
২৯. ডেবিট মেমো ইস্যুর ফলে কী হয়?
ক. ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমে যায়
খ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যায়
গ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যায়
ঘ. ব্যাংক উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় না
৩০. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. স্মারকলিপি খ. পরিমেল নিয়মাবলি
গ. ভাউচার ঘ. বিবরণপত্র
৩১. ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?
ক. অর্জিত সেবা আয় খ. প্রাপ্ত সেবা আয়
গ. অনুপার্জিত সেবা আয় ঘ. প্রাপ্য হিসাব
৩২. পুরোনো আসবাবপত্র মেরামত বাবদ মজুরি দিলে কোন হিসাবটি ডেবিট হবে?
ক. মেরামত খ. মজুরি
গ. আসবাবপত্র ঘ. বিবিধ খরচ
৩৩. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?
ক. বিক্রয় ফেরত খ. ক্রয় ফেরত
গ. দৈনিক ক্রয় জাবেদা ঘ. দৈনিক বিক্রয় জাবেদা
৩৪. ধারে কেনা পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটির প্রয়োজন হয়?
ক. ডেবিট ভাউচার খ. ক্রেডিট ভাউচার
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
৩৫. আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় কোনটি?
ক. ক্রয়-বিক্রয় হিসাব
খ. লাভ-লোকসান হিসাব
গ. একতরফা দাখিলা পদ্ধতি
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
৩৬. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ?
অথবা, হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?
ক. জাবেদা খ. লেনদেন শনাক্তকরণ
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
৩৭. হিসাবচক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?
ক. সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান
খ. লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান
গ. লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান
ঘ. সাধারণ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল
৩৮. কোনটি হিসাব প্রক্রিয়ার আবশ্যকীয় কাজ নয়?
ক. লেনদেন লিপিবদ্ধকরণ খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. কার্যপত্র প্রস্তুত ঘ. আর্থিক বিবরণী প্রস্তুত
৩৯. জাবেদার অপরিহার্য বিষয় কী?
ক. ব্যাখ্যা খ. শিরোনাম
গ. সমষ্টি নির্ণয় ঘ. ক্রমিক নং
৪০. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কেনা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?
ক. আসবাবপত্র খ. ক্রয়
গ. অফিস সরঞ্জাম ঘ. সম্পত্তি
৪১. অর্জুন একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ব্যবসায় ব্যবহারের জন্য নগদ ৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি কেনেন। এক্ষেত্রে যে হিসাবটি ডেবিট করতে হবে-
ক. আসবাবপত্র খ. ক্রয়
গ. নগদান ঘ. উত্তোলন
উত্তর: ২৮। গ, ২৯। খ, ৩০। গ, ৩১। গ, ৩২। ক, ৩৩। খ, ৩৪। গ, ৩৫। ঘ, ৩৬। খ, ৩৭। খ, ৩৮। গ, ৩৯। ক, ৪০। খ, ৪১। ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর
চতুর্থ অধ্যায়
পঞ্চম পরিচ্ছেদ: বানান ও অভিধান
এক কথায় প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. বানান কাকে বলে?
উত্তর: শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে।
প্রশ্ন-২. অভিধান কী?
উত্তর: অভিধান হলো এমন একটি বই যেখানে কোনো ভাষার যাবতীয় শব্দের বানান, উচ্চারণ, অর্থ, গঠন, উৎস, ব্যবহার ইত্যাদি সংকলিত হয়।
প্রশ্ন-৩. অভিধানের শব্দগুলো কীভাবে সাজানো থাকে?
উত্তর: অভিধানের শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে।
প্রশ্ন-৪. কাজী মোতাহার হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৫. কাজী মোতাহার হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী মোতাহার হোসেন ১৯৮১ সালে মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন : বানান ও অভিধান পরিচ্ছেদের ২টি বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন-৬. কাজী মোতাহার হোসেন কোন ধরনের লেখক?
উত্তর: কাজী মোতাহার হোসেন মূলত একজন প্রাবন্ধিক।
প্রশ্ন-৭. কাজী মোতাহার হোসেনের প্রবন্ধের প্রধান বিষয় কী?
উত্তর: কাজী মোতাহার হোসেন প্রবন্ধের প্রধান বিষয় হলো- বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি।
প্রশ্ন-৮. কাজী মোতাহার হোসেন কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: কাজী মোতাহার হোসেন ‘মুসলিম সাহিত্য সমাজ’ নামক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রশ্ন-৯. কাজী মোতাহার হোসেনের উল্লেখযোগ্য তিনটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: কাজী মোতাহার হোসেনের উল্লেখযোগ্য তিনটি গ্রন্থের নাম হলো- ‘সঞ্চয়ন’, ‘সেই পথ লক্ষ্য করে’ ও ‘আলোকবিজ্ঞান’।
প্রশ্ন-১০. ‘শিক্ষা প্রসঙ্গে’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘শিক্ষা প্রসঙ্গে’ একটি প্রবন্ধ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর