প্রথম অধ্যায় : আকাইদ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আকাইদের কয়টি দিক রয়েছে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২. ব্যবহারিক অর্থে ইসলাম কী?
ক. অবিরাম শান্তির পথে চলা
খ. পরকালে বিশ্বাস করা
গ. আল্লাহ ও রাসুল (সা.)-এর আনুগত্য করা
ঘ. শরিয়তে বিশ্বাস ও কাজে পরিণত করা
৩. কুফর মানবসমাজে কিসের প্রসার ঘটায়?
ক. নৈতিকতার খ. কৃতজ্ঞতার
গ. অনৈতিকতার ঘ. অশিক্ষার
৪. ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে এসেছে?
ক. আমনুন খ. সিলমুন
গ. সালামুন ঘ. মুসলিমুন
৫. ঈমান শব্দটি কোন মূল ধাতু থেকে এসেছে?
ক. আমনুন খ. সিলমুন
গ. সালামুন ঘ. মুসলিমুন
৬. আশরাফুল মাখলুকাতের অর্থ
i. সৃষ্টির সেরা জীব
ii. সৃষ্টির উত্তম জীব
iii. সৃষ্টির সর্বোৎকৃষ্ট জীব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ইসলামের মৌলিক বিষয়ে অবিশ্বাসকারীকে কী বলা হয়?
ক. কাফির খ. মুশরিক
গ. মুনাফিক ঘ. ফাসিক
৮. ইসলাম মানুষকে কোন পথে পরিচালিত করে?
ক. শান্তির পথে
খ. সংগ্রামের পথে
গ. সমৃদ্ধির পথে
ঘ. দুনিয়ামুখী জীবনযাপনের পথে
৯. কুফর শব্দের আভিধানিক অর্থ কী?
ক. অবিশ্বাস করা খ. অংশীদার করা
গ. অবিচার করা ঘ. প্রতারণা করা
১০. ইসলামের কোনো বিকল্প নেই। এর কারণ হিসেবে তুমি কোনটিকে যৌক্তিক বলে মনে করো?
ক. ইহকাল ও পরকালের বর্ণনা আছে
খ. মৃত্যু-পরবর্তী জীবনের বর্ণনা আছে
গ. আন্তর্জাতিক জীবনের বর্ণনা আছে
ঘ. সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার নির্দেশনা আছে
১১. জনাব ক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর ফলে তিনি লাভ করলেন-
i. শান্তিপূর্ণ জীবনব্যবস্থা
ii. পরিপূর্ণ জীবনব্যবস্থা
iii. অভাবহীন জীবনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ইসলামকে গাছের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. লতা পাতা খ. শাখা প্রশাখা
গ. শিকড় বা মূল ঘ. ছাল বা বাকল
১৩. মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে কারণ তারা-
i. সমাজের চিহ্নিত মানুষ
ii. অন্তরে কুফর লুকিয়ে রাখে
iii. কাফিরদের চেয়েও বেশি ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত?
ক. সহনশীল খ. উদার
গ. সর্বোত্তম ঘ. নীতিহীন
১৫. মানবিক মূল্যবোধ কোনটির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত?
ক. ঈমান খ. তাওহিদ
গ. আদল ঘ. রিসালাত
উত্তর: ১. ক, ২. গ, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯ . ক, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. গ, ১৫. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা
কবীর