ভ্রমণ কাহিনি: দেখে এলাম নায়াগ্রা
প্রশ্ন: পাঠ পরিচিতি লেখ।
উত্তর: পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত হলো নায়াগ্রা জলপ্রপাত। এটি কানাডায় অবস্থিত। এটি বিশ্ব-ভূমণ্ডলের বিচিত্র ও বিস্ময়কর একটি নিদর্শন। এটি সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ে না। এটি সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে পড়ে। এটিই এই জলপ্রপাতের বিশেষত্ব।
কবিতা: রৌদ্র লেখে জয়
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ ও বাক্য রচনা করো।
উত্তর: বর্গি- মারাঠা দস্যু। বহু পূর্বে বাংলায় বর্গি এসে হানা দিত, মানুষ মারত, ধনসম্পদ লুট করত।
হানাদার-আক্রমণকারী। হানাদারদের পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন।
খাজনা-কর বা ট্যাক্স। সরকারকে খাজনা দেওয়া সব নাগরিকের কর্তব্য।
প্রশ্ন: কবিতার মূলভাব লেখ।
উত্তর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে এ দেশের নাম ছিল পূর্বপাকিস্তান। হানাদার পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করে এ দেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এ কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন এ দেশের সন্তানরা সংগ্রাম করেছিল, সে কথাও বলা হয়েছে।
আরো পড়ুন : ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য, প্রবন্ধ রচনা
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।
শ্যামল, আঁধার, রৌদ্র, পায়রা, আকাশ, সন্ধ্যা
উত্তর: শ্যামল- এ দেশের গ্রামগুলো সবুজ শ্যামল।
আঁধার- রাত হতেই চার দিকে ঘন আঁধার নেমে এসেছে।
রৌদ্র- দুপুরের রৌদ্রে পথিকের পথ চলতে কষ্ট হয়।
পায়রা- একঝাঁক সাদা পায়রা আকাশে উড়ছে।
আকাশ- আজ আকাশটা মেঘলা।
সন্ধ্যা- বাবা আজ সন্ধ্যার আগেই বাড়িতে এসেছেন।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর