মডেল টেস্ট-সাধারণ জ্ঞান
প্রশ্ন: এক কথায় উত্তর লেখ।
ক। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম লেখ।
উত্তর: এম এ জি ওসমানি।
খ। ১০ এপ্রিল ১৯৭১ সালে সমগ্র দেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়?
উত্তর: ৪টি অঞ্চলে।
গ। মহান মুক্তযুদ্ধে সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি সেক্টরে।
ঘ। মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী হিসেবে কাজ করত কারা?
উত্তর: ছাত্র ও যুবকরা।
ঙ। মুক্তিযুদ্ধে ঢাকার গেরিলাদল কী নামে পরিচিত ছিল?
উত্তর: ক্র্যাক প্লাটুন।
চ। বঙ্গবন্ধু নৌ বহর কত সালের কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ৯ নভেম্বর।
ছ। মুক্তিযুদ্ধে নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ১০ নম্বর সেক্টর।
জ। মিশ্রণ কাকে বলে?
উত্তর: একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে মিশ্রণ বলে।
ঝ। রাষ্ট্র কাকে বলে?
উত্তর: রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে।
ঞ। ইন্টারনেট বিশ্ব কোষের নাম লেখ।
উত্তর: Wikipidea।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
ক। মহান মুক্তিযুদ্ধে ভারত উপহার দেন, …… পদ্মা জাহান।
খ। এম এফ বা মুক্তি ফৌজ ……গঠিত হয়।
উত্তর: ক। মহান মুক্তিযুদ্ধে ভারত উপহার দেন, বি এন এস পদ্মা জাহান।
খ। এম এফ বা মুক্তি ফৌজ বাঙালি সৈনিকদের নিয়ে গঠিত হয়।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর