মডেল টেস্ট-সাধারণ জ্ঞান
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
ক। যেসব মিশ্রণের উপাদানগুলো একটি অপরটি থেকে আলাদা করা যায় না তাদের ……বলে।
খ। রাষ্ট্রের উপাদান …… টি।
উত্তর: ক। যেসব মিশ্রণের উপাদানগুলো একটি অপরটি হতে আলাদা করা যায় না তাদের দ্রবণ বলে।
খ। রাষ্ট্রের উপাদান ৪টি।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক। অ্যাপ্লিকেশন সফটওয়ারের অন্য নাম কী?
i. Google ii. F.B
iii. You Tube iv. সার্চ ইঞ্জিন
উত্তর: iv. সার্চ ইঞ্জিন।
খ। মুক্তিযুদ্ধে সমগ্র দেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়?
i. ১১টি ii. ৬৪টি
iii. ১২টি iv. ৪০টি
উত্তর: ii. ৬৪টি।
গ। মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী গঠিত হয়-
i. ছাত্রছাত্রীদের নিয়ে
ii. কৃষকদের নিয়ে
iii. মুক্তিযোদ্ধাদের নিয়ে
iv. ইপিআর নিয়ে
উত্তর: i. ছাত্রছাত্রীদের নিয়ে।
আরো পড়ুন : সাধারণ জ্ঞান বিষয়ের ১২টি প্রশ্নোত্তর
ঘ। নিচের অসমস্ত মিশ্রণ কোনটি?
i. চিনির তৈরি শরবত
ii. চুন আর পানির মিশ্রণ
iii. ঝালমুড়ি
iv. গ্লুকোজ
উত্তর: iii. ঝালমুড়ি।
ঙ। বর্তমানে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
i. রাষ্ট্রপতি শাসিত
ii. সমাজতান্ত্রিক সরকার
iii. রাজতন্ত্র
iv. মন্ত্রিপরিষদ শাসিত সরকার
উত্তর: iv. মন্ত্রিপরিষদ শাসিত সরকার।
প্রশ্ন: নিচের দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লেখ।
ক) ইরান
উত্তর: রাজধানী: তেহরান, মুদ্রা: ইরানিয়ান রিয়েল।
খ) চীন
উত্তর: রাজধানী: বেইজিং, মুদ্রা: ইউয়ান।
গ) থাইল্যান্ড
উত্তর: রাজধানী: ব্যাংকক, মুদ্রা: থাই বাথ।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর