ঢাকা ১৮ কার্তিক ১৪৩১, রোববার, ০৩ নভেম্বর ২০২৪

সাধারণ জ্ঞান বিষয়ের ১০টি প্রশ্নোত্তর, ১২তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম
সাধারণ জ্ঞান বিষয়ের ১০টি প্রশ্নোত্তর, ১২তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থী, প্রতীকী ছবি-সংগৃহীত

মডেল টেস্ট-সাধারণ জ্ঞান


প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো। 
ক। যেসব মিশ্রণের উপাদানগুলো একটি অপরটি থেকে আলাদা করা যায় না তাদের ……বলে। 
খ। রাষ্ট্রের উপাদান …… টি। 
উত্তর: ক। যেসব মিশ্রণের উপাদানগুলো একটি অপরটি হতে আলাদা করা যায় না তাদের দ্রবণ বলে। 
খ। রাষ্ট্রের উপাদান ৪টি। 

প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।

ক। অ্যাপ্লিকেশন সফটওয়ারের অন্য নাম কী? 
i. Google          ii. F.B     
iii. You Tube     iv. সার্চ ইঞ্জিন 
উত্তর: iv. সার্চ ইঞ্জিন।

খ। মুক্তিযুদ্ধে সমগ্র দেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়?
i. ১১টি           ii. ৬৪টি     
iii. ১২টি         iv. ৪০টি 
উত্তর: ii. ৬৪টি।

গ। মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী গঠিত হয়- 
i. ছাত্রছাত্রীদের নিয়ে     
ii. কৃষকদের নিয়ে     
iii. মুক্তিযোদ্ধাদের নিয়ে     
iv. ইপিআর নিয়ে 
উত্তর: i. ছাত্রছাত্রীদের নিয়ে।

আরো পড়ুন : সাধারণ জ্ঞান বিষয়ের ১২টি প্রশ্নোত্তর

ঘ। নিচের অসমস্ত মিশ্রণ কোনটি?
i. চিনির তৈরি শরবত 
ii. চুন আর পানির মিশ্রণ 
iii. ঝালমুড়ি     
iv. গ্লুকোজ
উত্তর: iii. ঝালমুড়ি।

ঙ। বর্তমানে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
i. রাষ্ট্রপতি শাসিত 
ii. সমাজতান্ত্রিক সরকার 
iii. রাজতন্ত্র          
iv. মন্ত্রিপরিষদ শাসিত সরকার 
উত্তর: iv. মন্ত্রিপরিষদ শাসিত সরকার।

প্রশ্ন: নিচের দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লেখ।     
ক) ইরান 
উত্তর: রাজধানী: তেহরান, মুদ্রা: ইরানিয়ান রিয়েল।

খ) চীন 
উত্তর: রাজধানী: বেইজিং, মুদ্রা: ইউয়ান।

গ) থাইল্যান্ড 
উত্তর: রাজধানী: ব্যাংকক, মুদ্রা: থাই বাথ।

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

রেচন প্রক্রিয়া অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি জীববিজ্ঞান

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম
রেচন প্রক্রিয়া অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি জীববিজ্ঞান
মানবদেহে বৃক্ক মুত্র তৈরি ও রক্তচাপ নিয়ন্ত্রণ করাসহ অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ছবি- সংগৃহীত

অষ্টম অধ্যায়: রেচন প্রক্রিয়া

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রের আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

১৪। চিত্রে ‘N’ অংশের নাম কী?
(ক) সংগ্রাহক নালিকা    
(খ) হেনলির লুপ 
(গ) গ্লোমেরুলাস     
(ঘ) বোম্যান্স ক্যাপসুল

১৫। উল্লিখিত ‘M’-এর কাজ হলো-
i. ছাঁকন ii. রক্ত পরিশোষণ 
iii. পানি শোষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii       (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

১৬। মূত্র তৈরিতে সঠিক ক্রম কোনটি?
(ক) গ্লোমেরুলাস-রেনাল টিউব্যুল- সংগ্রাহক নালিকা- বোম্যান্স ক্যাপসুল 
(খ) গ্লোমেরুলাস- বোম্যান্স ক্যাপসুল- রেনাল টিউব্যুল- সংগ্রাহক নালিকা 
(গ) বোম্যান্স ক্যাপসুল- গ্লোমেরুলাস- রেনাল টিউব্যুল- সংগ্রাহক নালিকা
(ঘ) বোম্যান্স ক্যাপসুল- সংগ্রাহক নালিকা- গ্লোমেরুলাস- রেনাল টিউব্যুল

১৭। নিচের কোন অঙ্গটি লবণ ও পানির সমতা রক্ষা করে?
(ক) বৃক্ক     
(খ) ফুসফুস 
(গ) পাকস্থলী     
(ঘ) হৃৎপিণ্ড

১৮। দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি?
(ক) যকৃত     (খ) পাকস্থলী 
(গ) ক্ষুদ্রান্ত্র     (ঘ) বৃক্ক

১৯। মানবদেহে বৃক্ক-
i. মূত্র তৈরি করে 
ii. রক্তচাপ নিয়ন্ত্রণ করে 
iii. অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বাবা-মা, সাবিনা ও সাবিহা দুই বোন মিলে তাদের পরিবার।
২০। ওই পরিবারে কার বৃক্কে পাথর যাওয়ার সম্ভাবনা বেশি?
(ক) বাবা         (খ) মা 
(গ) সাবিনা     (ঘ) সাবিহা

আরো পড়ুন : রেচন প্রক্রিয়া অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২১। কিডনি বিকল হলে-
(ক) রক্তে নাইট্রোজেনের পরিমাণ কমে যাবে
(খ) মূত্রের পরিমাণ বেড়ে যাবে
(গ) রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে 
(ঘ) কাঁপনি দিয়ে জ্বর আসে

২২। রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়?
(ক) ইউরোক্রোম     
(খ) ক্রিয়েটিনিন
(গ) ইউরিক অ্যাসিড     
(ঘ) ফ্যাট

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মনির রক্ত পরিশোধনের মাধ্যমে এক প্রকার চিকিৎসা গ্রহণ করছে যেটা ব্যয় ও সময়সাপেক্ষ।

২৩। মনিরের দেহে কোনটি ঘটে থাকবে?
(ক) রক্তে লিপিডের মাত্রা বাড়বে 
(খ) ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে
(গ) রক্তে গ্লুকোজের মাত্রা বাড়বে 
(ঘ) ধমনিতে রক্তচাপ বাড়বে

২৪। শিশুদের টনসিল এবং খোসপাঁচড়া থেকে কোনটি রোগাক্রান্ত হতে পারে?
(ক) বৃক্ক     
(খ) যকৃত 
(গ) ফুসফুস     
(ঘ) জিহ্বা

২৫। কিডনি বিকল হলে-
i. মূত্রের পরিমাণ কম হয় 
ii. প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয়
iii. রক্তে ক্রিয়েটিনিন কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     
(খ) i ও iii 
(গ) ii ও iii     
(ঘ) i, ii ও iii

নিচের চিত্রের আলোকে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২৬। উপরের চিত্রের যন্ত্রটির কার্যক্রম কোন অঙ্গটির অনুরূপ?
(ক) হৃৎপিণ্ড     
(খ) ফুসফুস 
(গ) পাকস্থলী     
(ঘ) বৃক্ক
২৭। উপরের চিত্রের যন্ত্রটির-
i. মধ্যে রক্ত শিরা থেকে প্রবাহিত করা হয় 
ii. তরলের গঠন রক্তের প্লাজমার মতো 
iii. এ যন্ত্রের মাধ্যমে চিকিৎসা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     
(খ) i ও iii 
(গ) ii ও iii     
(ঘ) i, ii ও iii

উত্তর: ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ক, ২১. গ, ২২. খ, ২৩. খ, ২৪. ক, ২৫. ক, ২৬. ঘ, ২৭. গ।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর

হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র
শিক্ষার্থীরা ক্লাসে পড়াশোনা করছে। ছবি-খবরের কাগজ


দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. চালান কে তৈরি করেন?    
ক. ক্রেতা              খ. বিক্রেতা
গ. মধ্যস্থতাকারী     ঘ. দেনাদার

২. প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?
ক. খরচ বাড়ে ও সম্পদ কমে 
খ. আয় বাড়ে ও সম্পদ কমে
গ. খরচ কমে ও দায় বাড়ে 
ঘ. আয় কমে ও দায় বাড়ে

৩. যন্ত্রপাতি ক্রয় ৩,০০,০০০ টাকা, যানবাহন খরচ ২০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা হলে, সঠিক জাবেদা কোনটি?     
ক. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,২০,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৩,২০,০০০ টাকা
খ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,৩০,০০০ টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট ৩,৩০,০০০ টাকা
গ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,৫০,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৩,৫০,০০০ টাকা
ঘ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট ৩,৩০,০০০ টাকা, বহন খরচ হিসাব ডেবিট ২০,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৩,৫০,০০০ টাকা

আরো পড়ুন : সূচনা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২ম পর্ব

৪. ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক. ক্রয় বাট্টা     খ. বিক্রয় বাট্টা
গ. নগদ বাট্টা     ঘ. পরিমাণ বাট্টা

৫. বিক্রয়কারীর কাছে ভ্যাট কোন ধরনের হিসাব?
ক. আয়       খ. দায়
গ. সম্পদ     ঘ. খরচ

৬. নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি? 
ক. শেয়ার     খ. ঋণপত্র    
গ. স্টক        ঘ. চেক

৭. মূলধনের উপর সুদ ৭,০০০ টাকা। এর জন্য কোন হিসাব ক্রেডিট করতে হবে?     
ক. নগদান             খ. মূলধন
গ. মূলধনের সুদ     ঘ. প্রাপ্ত সুদ

উত্তর:  ১. খ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. খ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

শরিয়তের উৎস অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
শরিয়তের উৎস অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা
মসজিদে নামাজ পড়ার সময় ইকামাত দেওয়া সুন্নাতে মুয়াক্কাদাহ। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রাবেয়া খাতুন কোরবানির মাংস যথারীতি বারবার ধোয়ার পরও দেখতে পান যে কিছু রক্ত পানির সঙ্গে বেরিয়ে আসছে। এমতাবস্থায় তিনি তা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান।
৩৫। ওই মাংস খাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?
ক. হারাম       খ. হালাল
গ. মাকরুহ     ঘ. মুবাহ

৩৬। রাবেয়ার ওই কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে-
ক. হালাল-হারামবিষয়ক জ্ঞানের অজ্ঞতা
খ. মাংস খাওয়ার চরম আকাঙ্ক্ষা
গ. হালাল-হারামবিষয়ক জ্ঞানের যথার্থতা,
ঘ. হালাল-হারাম বিষয়ে উদাসীনতা

৩৭। তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি- তা কী?
ক.  ঈমান ও আকাইদ
খ. আমল ও আখলাক
গ. ইজমা ও কিয়াস
ঘ. কোরআন ও সুন্নাহ

৩৮। সব কাজের ফলাফল কীসের ওপর নির্ভরশীল?
ক. নিয়তের       খ. ইবাদতের
গ. ভবিষ্যতের     ঘ. চিন্তা-ভাবনার

৩৯। কৃপণ ব্যক্তি সর্বদা কীসের সম্মুখীন হয়?
ক. লাভের     খ. ক্ষতির
গ. বিপদের    ঘ. শত্রুর

৪০। সর্বোত্তম কাজ কী?
ক. জ্ঞান অর্জন    
খ. মানবসেবা
গ. আল্লাহতায়ালার স্মরণ
ঘ. ভ্রমণ করা

৪১। মুআয (রা.) কী হিসেবে ইয়েমেনে পাঠানো হয়েছিল?
ক. শাসনকর্তা    খ. প্রশাসক
গ. রাষ্ট্রদূত         ঘ. কাজি হিসেবে

৪২। ইকামাত দেওয়া কী?
ক. সুন্নাতে মুয়াক্কাদাহ    
খ. সুন্নাতে জায়িদাহ
গ. ওয়াজিব
ঘ. নফল

৪৩। ‘হালালুন বায়্যিন’ অর্থ কী?
ক. বৈধ      খ. স্পষ্ট হালাল 
গ. সিদ্ধ      ঘ. হালালযোগ্য

৪৪। হালাল খাদ্য অন্তরে কী সৃষ্টি করে?
ক. আল্লাহর ভয়    
খ. আসক্তি
গ. নূর    
ঘ. আল্লাহর প্রতি বিশ্বাস

৪৫। হাদিসের বিশুদ্ধ সংকলন সর্বপ্রথম তৈরি করেন কে?
ক. ইমাম বুখারি     
খ. ইমাম মুসলিম
গ. ইমাম তিরমিজি    
ঘ. ইমাম মালেক

৪৬।  কী ত্যাগ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে পড়ে?
ক. কোরআনের শিক্ষা ও হাদিস
খ. শরিয়ত
গ. কোরআন হাদিসের শিক্ষা ও আদর্শ
ঘ. রাসুলের সুন্নাহ

৪৭। সুবহানা শব্দের অর্থ কী? 
ক. মহামহিম     খ. দয়াময় 
গ. খুবই প্রিয়     ঘ. মহাপবিত্র

৪৮। কিয়াস কাদের চিন্তা-ভাবনার ফল?
ক. উম্মতে মুহাম্মদির 
খ. মুসলিম নবীদের
গ. মুসলিম জ্ঞানীদের 
ঘ. শরিয়তের প্রধানদের

৪৯। ইমামরা কিয়াস গ্রহণ করছেন-
i. তিনটি নীতিমালার ভিত্তিতে
ii. চারটি নীতিমালার ভিত্তিতে
iii. কোরআন ও হাদিসের পরিপন্থি নয় এমন বিষয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii      খ. ii, iii
গ. i, iii      ঘ. i, ii, iii

৫০। আত্মার কল্যাণের জন্য কী প্রয়োজন?
ক. হালাল জীবিকা
খ. হালাল-হারামের জ্ঞান
গ. ইসলামের গভীর জ্ঞান
ঘ. পারিবারিক বন্ধনমুক্ত হওয়া

৫১।  কোনো ফরজ কাজ অস্বীকার করা কী?
ক. হারাম                খ. কুফর
গ. গুনাহে কবিরা    ঘ. শিরক

উত্তর: ৩৫. খ, ৩৬.গ, ৩৭. ঘ, ৩৮.ক, ৩৯. খ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. ক, ৪৩.খ, ৪৪.গ, ৪৫.ঘ, ৪৬.গ, ৪৭. ঘ, ৪৮.গ, ৪৯.খ, ৫০. ক, ৫১.খ।

লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

কবীর

বাক্য পরিচ্ছেদের ৩টি বর্ণনামূলক প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম
বাক্য পরিচ্ছেদের ৩টি বর্ণনামূলক প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা
শিক্ষার্থী বাসায় বসে পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত
চতুর্থ অধ্যায়
 
তৃতীয় পরিচ্ছেদ: বাক্য
 
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
 
প্রশ্ন: বাক্য কাকে বলে?
উত্তর: এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। বাক্য ভাষার মূল উপকরণ এবং বাক্যের মূল উপাদান শব্দ। শব্দের পর শব্দ জুড়ে দিলেই বাক্য হয় না। সঠিক বাক্যের জন্য পদগুলো অর্থপূর্ণ হতে হয় এবং পদের সঙ্গে পদের সম্পর্ক থাকতে হয়। প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে। যেমন- উদ্দেশ্য ও বিধেয়।
 
প্রশ্ন: নিচের বাক্যগুলো পড়ে কাকে উদ্দেশে করে বলা হচ্ছে এবং কী বলা হচ্ছে তা লেখ।
ক. সিনথিয়া বই পড়ছে।
খ. পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে।
গ. সাদা-কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে।
ঘ. আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন।
ঙ. সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে।
উপরের বাক্যগুলোয় কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তা বাম কলামে লেখ। আর তার উদ্দেশ্যে কী বলা হচ্ছে, তা ডান কলামে লেখ।
 
উত্তর:  যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে                 যা বলা হচ্ছে
           সিনথিয়া                                          বই পড়ছে।
           পাখিগুলো                                       গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে।
           সাদা-কালো ডোরাকাটা জামাটা             ছিঁড়ে গেছে।
           আমাদের স্কুলের প্রধান শিক্ষক              এদিকেই আসছেন।
           সেলিম সাহেবের ছেলে পিয়াস           সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে।
 
 
প্রশ্ন: উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক কাকে বলে? নিচের বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক   যোগ করে লেখ।
উত্তর: উদ্দেশ্যের প্রসারক: বাক্যের উদ্দেশ্যের সঙ্গে যে অতিরিক্ত বিশেষণ যোগ করা হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলা হয়।
বিধেয়ের প্রসারক: বাক্যের বিধেয়ের সঙ্গে যে অতিরিক্ত বিশেষণ যোগ করা হয় তাকে বিধেয়ের প্রসারক বলা হয়।
কিছু বাক্য দেওয়া আছে। নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো।
১. বাতাস বইছে। (উদ্দেশ্যের প্রসারক যোগ করো)
২. সুমি কোথায় গেল? (উদ্দেশ্যের প্রসারক যোগ করো)
৩. সিরাজউদ্‌দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। (উদ্দেশ্যের প্রসারক যোগ করো)
৪. পাখি উড়ে। (বিধেয়ের প্রসারক যোগ করো)
৫. সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে। (বিধেয়ের প্রসারক যোগ করো)
 
উত্তর: ১. বাতাস বইছে, সবুজ ধানখেতের ওপর দিয়ে।
২. সাত সকালে ঘুম থেকে উঠেই সুমি কোথায় গেল?
৩. নবাব আলিবর্দির অত্যন্ত আদরের দৌহিত্র সিরাজউদ্‌দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন।
৪. নদীর চরে কাশফুলের ওপর নানা রকম পাখি উড়ে।
৫. পরিবেশ বিপর্যয়ের কারণে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে।
 
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ 
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
 
কবীর

সূচনা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২ম পর্ব, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:৩৩ এএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:১২ পিএম
সূচনা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২ম পর্ব, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র
শিক্ষার্থীরা ক্লাসে পড়াশোনা করছে। ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায়: সূচনা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৫. আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য গৃহীত মান কোনটি?     
ক. GSP    খ. GAAP        
গ. IFRS    ঘ. SFAC

১৯৬. নিচের কোনটি অনগদ লেনদেন?     
ক. প্রাপ্ত বাট্টা    খ. প্রাপ্য সুদ 
গ. প্রাপ্ত ভাড়া    ঘ. প্রাপ্ত কমিশন

১৯৭. অনুপার্জিত আয়ের সঙ্গে আয়ের সম্পর্ক-
ক. অসীম           খ. সসীম    
গ. বিপরীতমুখী    ঘ. সমমুখী

আরো পড়ুন : সূচনা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১১ম পর্ব

১৯৮. হিসাববিজ্ঞানকে বলা হয়-
i. ব্যবসায়ের ভাষা
ii. তথ্য ব্যবস্থা
iii. Information System
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. ii ও iii
গ. i ও iii    ঘ. i, ii ও iii

১৯৯. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য হলো-    
i. লেনদেনগুলো লিপিবদ্ধকরণ
ii. লেনদেনের ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নিরূপণ
নিচের কোনটি সঠিক?
ক. i            খ. i ও ii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২০০. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে-
i. সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে
ii. নিয়মিতভাবে সরকারকে কর দেওয়ার মাধ্যমে
iii. মালিককে অধিক মুনাফা অর্জনে সহায়তার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. ii ও iii
গ. i ও iii    ঘ. i, ii ও iii

উত্তর:  ১৯৫. গ, ১৯৬. ক, ১৯৭. গ, ১৯৮. ঘ, ১৯৯. ঘ, ২০০. ক।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর