দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রাবেয়া খাতুন কোরবানির মাংস যথারীতি বারবার ধোয়ার পরও দেখতে পান যে কিছু রক্ত পানির সঙ্গে বেরিয়ে আসছে। এমতাবস্থায় তিনি তা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান।
৩৫। ওই মাংস খাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?
ক. হারাম খ. হালাল
গ. মাকরুহ ঘ. মুবাহ
৩৬। রাবেয়ার ওই কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে-
ক. হালাল-হারামবিষয়ক জ্ঞানের অজ্ঞতা
খ. মাংস খাওয়ার চরম আকাঙ্ক্ষা
গ. হালাল-হারামবিষয়ক জ্ঞানের যথার্থতা,
ঘ. হালাল-হারাম বিষয়ে উদাসীনতা
৩৭। তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি- তা কী?
ক. ঈমান ও আকাইদ
খ. আমল ও আখলাক
গ. ইজমা ও কিয়াস
ঘ. কোরআন ও সুন্নাহ
৩৮। সব কাজের ফলাফল কীসের ওপর নির্ভরশীল?
ক. নিয়তের খ. ইবাদতের
গ. ভবিষ্যতের ঘ. চিন্তা-ভাবনার
৩৯। কৃপণ ব্যক্তি সর্বদা কীসের সম্মুখীন হয়?
ক. লাভের খ. ক্ষতির
গ. বিপদের ঘ. শত্রুর
৪০। সর্বোত্তম কাজ কী?
ক. জ্ঞান অর্জন
খ. মানবসেবা
গ. আল্লাহতায়ালার স্মরণ
ঘ. ভ্রমণ করা
৪১। মুআয (রা.) কী হিসেবে ইয়েমেনে পাঠানো হয়েছিল?
ক. শাসনকর্তা খ. প্রশাসক
গ. রাষ্ট্রদূত ঘ. কাজি হিসেবে
৪২। ইকামাত দেওয়া কী?
ক. সুন্নাতে মুয়াক্কাদাহ
খ. সুন্নাতে জায়িদাহ
গ. ওয়াজিব
ঘ. নফল
৪৩। ‘হালালুন বায়্যিন’ অর্থ কী?
ক. বৈধ খ. স্পষ্ট হালাল
গ. সিদ্ধ ঘ. হালালযোগ্য
৪৪। হালাল খাদ্য অন্তরে কী সৃষ্টি করে?
ক. আল্লাহর ভয়
খ. আসক্তি
গ. নূর
ঘ. আল্লাহর প্রতি বিশ্বাস
৪৫। হাদিসের বিশুদ্ধ সংকলন সর্বপ্রথম তৈরি করেন কে?
ক. ইমাম বুখারি
খ. ইমাম মুসলিম
গ. ইমাম তিরমিজি
ঘ. ইমাম মালেক
৪৬। কী ত্যাগ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে পড়ে?
ক. কোরআনের শিক্ষা ও হাদিস
খ. শরিয়ত
গ. কোরআন হাদিসের শিক্ষা ও আদর্শ
ঘ. রাসুলের সুন্নাহ
৪৭। সুবহানা শব্দের অর্থ কী?
ক. মহামহিম খ. দয়াময়
গ. খুবই প্রিয় ঘ. মহাপবিত্র
৪৮। কিয়াস কাদের চিন্তা-ভাবনার ফল?
ক. উম্মতে মুহাম্মদির
খ. মুসলিম নবীদের
গ. মুসলিম জ্ঞানীদের
ঘ. শরিয়তের প্রধানদের
৪৯। ইমামরা কিয়াস গ্রহণ করছেন-
i. তিনটি নীতিমালার ভিত্তিতে
ii. চারটি নীতিমালার ভিত্তিতে
iii. কোরআন ও হাদিসের পরিপন্থি নয় এমন বিষয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii
গ. i, iii ঘ. i, ii, iii
৫০। আত্মার কল্যাণের জন্য কী প্রয়োজন?
ক. হালাল জীবিকা
খ. হালাল-হারামের জ্ঞান
গ. ইসলামের গভীর জ্ঞান
ঘ. পারিবারিক বন্ধনমুক্ত হওয়া
৫১। কোনো ফরজ কাজ অস্বীকার করা কী?
ক. হারাম খ. কুফর
গ. গুনাহে কবিরা ঘ. শিরক
উত্তর: ৩৫. খ, ৩৬.গ, ৩৭. ঘ, ৩৮.ক, ৩৯. খ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. ক, ৪৩.খ, ৪৪.গ, ৪৫.ঘ, ৪৬.গ, ৪৭. ঘ, ৪৮.গ, ৪৯.খ, ৫০. ক, ৫১.খ।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
কবীর