সপ্তম অধ্যায় : খতিয়ান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। হিসাবের পাকা বই বলা হয় কোনটিকে?
ক) জাবেদা খ) খতিয়ান
গ) রেওয়ামিল ঘ) উদ্বৃত্ত পত্র
২। হিসাবরক্ষণের ক্ষেত্রে C/F বলতে কী বোঝায়?
ক) Carried First
খ) Carried Fast
গ) Carried Forward
ঘ) Clearing Forwarding
৩। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
ক) জাবেদা খ) রেওয়ামিল
গ) বিশদ আয় বিবরণী ঘ) খতিয়ান
৪। ‘নিচে নীত” বোঝাতে কোন সংকেত ব্যবহৃত হয়?
ক) B/D খ) C/D
গ) B/F ঘ) D/F
৫। কোনটি বা কোন হিসাবটি সংরক্ষণ করা বাধ্যতামূলক?
ক) কার্যপত্র খ) রেওয়ামিল
গ) জাবেদা ঘ) খতিয়ান
৬। হিসাবকাল শেষে খতিয়ানের জের নির্ণয় করতে লিখতে হয়?
i) C/D ii) C/F iii) B/D
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৭) নির্দিষ্ট সময়ের শেষ তারিখে কোনটি নির্ণয় করতে হয়?
ক) B/D খ) C/D
গ) B/F ঘ) D/F
৮। হিসাব চক্রের কততম ধাপে খতিয়ানের অবস্থান?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
আরো পড়ুন : জাবেদা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৯। খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) ৮টি
১০। খতিয়ানকে বলা হয়-
i) সহকারী বই
ii) সকল বইয়ের রাজা
iii) প্রধান বই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১১। খতিয়ান প্রস্তুতে সহায়ক বই হিসেবে কাজ করে কোনটি?
ক) জাবেদা খ) খতিয়ান
গ) রেওয়ামিল ঘ) নগদান বই
১২। আধুনিককালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?
ক) T-ছক খ) চলমান জের ছক
গ) উভয়টিই ঘ) কোনোটিই নয়
১৩। কোনটি অপেক্ষা খতিয়ান হিসাব অধিক গুরুত্বপূর্ণ ও উপযোগী?
ক) রেওয়ামিল খ) নগদান বই
গ) আর্থিক বিবরণী ঘ) জাবেদা
১৪। খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ কোনটি?
ক) স্থানান্তর খ) রেকডিং
গ) ব্যালেন্সিং ঘ) পোস্টিং
১৫। উদ্বৃত্ত বা ব্যালেন্স কী অর্থে ব্যবহৃত হয়?
ক) অবশিষ্ট খ) পোস্টিং
গ) রেকডিং ঘ) অন্তর্ভুক্তি
১৬। খতিয়ান হিসাবের দুই দিকে সমান করাকে কী বলে?
ক) সমীকরণ খ) বন্ধকরণ
গ) চালুকরণ ঘ) সমতাকরণ
১৭। শূন্য উদ্ধৃত্তের হিসাবগুলোকে কী বলে?
ক) সমতা প্রাপ্ত খ) জের টানা
গ) পোস্টিং ঘ) সবগুলোই
উত্তর: ১. খ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর