ঢাকা ২২ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

Food Adulteration বিষয়ক Paragraph Writing, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
Food Adulteration বিষয়ক Paragraph Writing, এইচএসসি ইংরেজি ২য় পত্র
খাদ্যে ভেজালের কারণে ক্যান্সারের মতো নানা রোগ হয়। ছবি- সংগৃহীত

Paragraph Writing 

Food Adulteration

Man lives on food for survival. Clean and fresh foods are good for health but adulterated foods are harmful to human health. Food adulteration has spread so much in the country in recent times that consumers are finding it very difficult to purchase pure food. From fish markets to renowned confectioneries and even supermarkets, consumers are being deceived into buying adulterated foods. A recent survey on the kitchen markets of Dhaka city shows that around 50% vegetables and 35% fruits contain unsafe level of pesticides. Different samples of milk, milk products, fish, fruits and vegetables contain banned pesticides. The greed of the corrupt businessmen is the main reason for food adulteration. They do not hesitate to mix poison with foods just to make more

আরো পড়ুন : Myth and Literature বিষয়ক Paragraph Writing

profits. Food adulteration causes various diseases like cancer, kidney failure, high blood pressure, heart attack etc. Mobile courts comprising officials from Dhaka City Corporation, District Administration and Bangladesh Standards and Testing Institution (BSTI) often carry out drives against such crimes. But these drives are proving ineffective in preventing the traders involved in such illegal activities. To solve the problem, instead of focusing on the end products, the issue should be addressed at the root level. Recently the Govt. has introduced a law to stop food adulteration and punish the corrupt businessmen. But a co-ordinated agency should take the responsibility of ensuring food safety.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

পদ্মা সেতু বিষয়ক ১২টি সাধারণ জ্ঞান

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পিএম
পদ্মা সেতু বিষয়ক ১২টি সাধারণ জ্ঞান
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি। ছবি- সংগৃহীত

সাধারণ জ্ঞান

প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি।

প্রশ্ন: পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা ৪২টি।

প্রশ্ন: পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: পদ্মা সেতুর দৈর্ঘ্য ভায়াডাক্ট ৩.১৮ কিমি।

প্রশ্ন: পদ্মা সেতুর রেল সংযোগ লাইন কয়টি?
উত্তর: পদ্মা সেতুর রেল সংযোগ লাইন ১টি (মিটারগেজ: ব্রডগেজ)।

প্রশ্ন: পদ্মা সেতুর লেন সংখ্যা কত?
উত্তর: পদ্মা সেতুতে লেন সংখ্যা ৪।

প্রশ্ন: পদ্মা সেতুতে নদী শাসন কত কিলোমিটার হয়েছে?
উত্তর: পদ্মা সেতুতে নদী শাসন ১২ কিমি।

প্রশ্ন: পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে যোগ করেছে।

প্রশ্ন: পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
উত্তর: পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।

প্রশ্ন: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কত তারিখে?
উত্তর: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০১ সালের ৪ জুলাই।

প্রশ্ন: পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কত তারিখে?
উত্তর: পদ্মা সেতু উদ্বোধন করা হয় ২৫ জুন, ২০২২ সালে।

প্রশ্ন: বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুর স্থান কততম?
উত্তর: বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুর স্থান ২৫তম।

প্রশ্ন: পদ্মা সেতুর নদী শাসন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: পদ্মা সেতুর নদী শাসন করে চীনের সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড।

কবীর

খতিয়ান অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি হিসাববিজ্ঞান

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:০০ এএম
খতিয়ান অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি হিসাববিজ্ঞান
হিসাববিজ্ঞানে খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ পোস্টিং। ছবি- সংগৃহীত

সপ্তম অধ্যায় : খতিয়ান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


১। হিসাবের পাকা বই বলা হয় কোনটিকে?
ক) জাবেদা        খ) খতিয়ান 
গ) রেওয়ামিল     ঘ) উদ্বৃত্ত পত্র

২। হিসাবরক্ষণের ক্ষেত্রে C/F বলতে কী বোঝায়?
ক) Carried First  
খ) Carried Fast 
গ) Carried Forward 
ঘ) Clearing Forwarding

৩। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
ক) জাবেদা                     খ) রেওয়ামিল
গ) বিশদ আয় বিবরণী     ঘ) খতিয়ান

৪। ‘নিচে নীত” বোঝাতে কোন সংকেত ব্যবহৃত হয়?
ক) B/D     খ) C/D 
গ) B/F     ঘ) D/F

৫। কোনটি বা কোন হিসাবটি সংরক্ষণ করা বাধ্যতামূলক?
ক) কার্যপত্র    খ) রেওয়ামিল 
গ) জাবেদা     ঘ) খতিয়ান

৬। হিসাবকাল শেষে খতিয়ানের জের নির্ণয় করতে লিখতে হয়?
i) C/D  ii) C/F   iii)    B/D

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) ii ও iii 
গ) i ও iii     ঘ) i, ii ও iii

৭) নির্দিষ্ট সময়ের শেষ তারিখে কোনটি নির্ণয় করতে হয়?
ক) B/D     খ) C/D 
গ) B/F      ঘ) D/F

৮। হিসাব চক্রের কততম ধাপে খতিয়ানের অবস্থান?
ক) প্রথম     খ) দ্বিতীয় 
গ) তৃতীয়     ঘ) চতুর্থ

আরো পড়ুন : জাবেদা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব

৯। খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি?
ক) ৫টি     খ) ৬টি 
গ) ৭টি     ঘ) ৮টি

১০। খতিয়ানকে বলা হয়-
i) সহকারী বই   
ii) সকল বইয়ের রাজা
iii) প্রধান বই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ)ii ও iii 
গ) i ও iii     ঘ) i, ii ও iii

১১। খতিয়ান প্রস্তুতে সহায়ক বই হিসেবে কাজ করে কোনটি?
ক) জাবেদা         খ) খতিয়ান 
গ) রেওয়ামিল     ঘ) নগদান বই

১২। আধুনিককালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?
ক) T-ছক        খ) চলমান জের ছক 
গ) উভয়টিই     ঘ) কোনোটিই নয়

১৩। কোনটি অপেক্ষা খতিয়ান হিসাব অধিক গুরুত্বপূর্ণ ও উপযোগী?
ক) রেওয়ামিল           খ) নগদান বই 
গ) আর্থিক বিবরণী     ঘ) জাবেদা

১৪। খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ কোনটি?
ক) স্থানান্তর      খ) রেকডিং 
গ) ব্যালেন্সিং     ঘ) পোস্টিং

১৫। উদ্বৃত্ত বা ব্যালেন্স কী অর্থে ব্যবহৃত হয়?
ক) অবশিষ্ট     খ) পোস্টিং 
গ) রেকডিং     ঘ) অন্তর্ভুক্তি

১৬। খতিয়ান হিসাবের দুই দিকে সমান করাকে কী বলে?
ক) সমীকরণ     খ) বন্ধকরণ 
গ) চালুকরণ     ঘ) সমতাকরণ

১৭। শূন্য উদ্ধৃত্তের হিসাবগুলোকে কী বলে?
ক) সমতা প্রাপ্ত    খ) জের টানা   
গ) পোস্টিং          ঘ) সবগুলোই

উত্তর: ১. খ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ঘ,  ১৭. ক।

লেখক : সিনিয়র শিক্ষক 
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা

কবীর

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মানুষ প্রাচীন যুগ থেকে নদ-নদী তীরবর্তী ভূমিতে বসবাস শুরু করে। প্রতীকী ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায়: বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১। নদী শুকিয়ে গেলে কোনটির অভাব দেখা দেবে-
ক. নৌকার    
খ. মাছের
গ. পানির    
ঘ. মাঝির

২। প্রাচীন যুগে খাদ্য ও রোজগারের প্রধান উৎস ছিল-
ক. কৃষি       খ. নদী
গ. শিকার    ঘ. বাণিজ্য

৩। নদীসমূহে উজান থেকে আসা পানিতে কী থাকে?
ক. বালি    খ. পলি
গ. মাটি    ঘ. ময়লা

৪। কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে কত লাখ একর জমিতে কৃষিজ ফলন হচ্ছে?
ক. ১০ লাখ    খ. ১৫ লাখ
গ. ২০ লাখ    ঘ. ২৫ লাখ

৫। সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ক. গোমতী    
খ. শীতলক্ষ্যা
গ. সুরমা    
ঘ. কুশিয়ারা

আরো পড়ুন : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব

৬। তিস্তা বাঁধের ফলে কোন কোন অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করছে?
ক. রংপুর, ময়মনসিংহ, লালমনিরহাট 
খ. রংপুর, বগুড়া, পঞ্চগড়
গ. কুড়িগ্রাম, বগুড়া, পঞ্চগড়     
ঘ. রংপুর, গাইবান্ধা, দিনাজপুর

৭। নদ-নদীকে বাঁচাতে পরিবেশবাদীরা যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছে তার নাম কী?
ক. পরিবেশ বাঁচাও    
খ. নদী রক্ষা করো
গ. নদী বাঁচাও    
ঘ. নদ-নদী বাঁচাও

৮। কোথায় বাংলাদেশের জনসংখ্যার বিস্তার সর্বাধিক ঘটেছে?
ক. শহরে    
খ. নদীর তীরে
গ. গ্রামে    
ঘ. পাহাড়ি অঞ্চলে

৯। নিচের কোন নদীটি শুকিয়ে যাচ্ছে?
ক. কর্ণফুলী       খ. গড়াই
গ. কপোতাক্ষ    ঘ. মেঘনা

১০। কখন থেকে মানুষ নদ-নদী তীরবর্তী ভূমিতে বসবাস শুরু করে?
ক. মধ্য যুগ থেকে    
খ. প্রাচীন যুগ থেকে
গ. টারশিয়ারি যুগ থেকে    
ঘ. প্লাইস্টোসিন যুগ থেকে

উত্তর: ১. খ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭.গ, ৮.খ, ৯. গ, ১০.খ।

লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

কবীর

সাধারণ জ্ঞান বিষয়ের ১০টি প্রশ্নোত্তর, ২৮তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
সাধারণ জ্ঞান বিষয়ের ১০টি প্রশ্নোত্তর, ২৮তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট: সাধারণ জ্ঞান

প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি কবে ঘোষণা করেন?
i) ১৯৫৬ সালে    
ii) ১৯৬৬ সালে    
iii) ১৯৫৬ সালে    
iv) ১৯৬৯ সালে

উত্তর: ii) ১৯৬৬ সালে।

খ. ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত?
i) বেলজিয়াম    ii) ইতালি  iii) সুইডেন  iv) জার্মানি

উত্তর: i) বেলজিয়াম।

গ. মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
i) শেখ মুজিবুর রহমান    
ii) খন্দকার মোশতাক আহমেদ    
iii) তাজউদ্দীন আহমদ    
iv) সৈয়দ নজরুল ইসলাম

উত্তর: iii) তাজউদ্দীন আহমদ।

ঘ. বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম হলো-
i) সিলেট        
ii) পীরগঞ্জ        
iii) পঞ্চগড়        
iv কুড়িগ্রাম

উত্তর: iii) পঞ্চগড়।

ঙ. এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী কে?
i) শারমিন সুলতানা    
ii) জান্নাতুল ফেরদৌস    
iii) রানী হামিদ    
v) নিশাত মজুমদার

উত্তর: iv) নিশাত মজুমদার।

আরো পড়ুন : সাধারণ জ্ঞান বিষয়ের ১৫টি প্রশ্নোত্তর, ২৭তম পর্ব

চ. ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম কী?
i) নেদারল্যান্ডসের মার্ক রুটে    
ii) কফি আনান     
iii) উ থান্ট        
iv) অ্যান্তোনিও গুতেরেস

উত্তর: i) নেদারল্যান্ডসের মার্ক রুটে।

ছ. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগের ঝুঁকি বেড়েছে?
i) ভূমিকম্প   ii) ভূমিধস  iii) টর্নেডো  iv) খরা

উত্তর: i) ভূমিকম্প।

প্রশ্ন: সত্য/মিথ্যা তথ্য নির্ণয় করো।

ক. সৈয়দ মইনুল হোসেন, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি।
উত্তর: সত্য।

খ. নায়াগ্রা জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত?
উত্তর: মিথ্যা।

গ. সূর্যের আলোতে ৭টি রং থাকে।    
উত্তর: সত্য।

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, সপ্তম শ্রেণির বাংলা

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, সপ্তম শ্রেণির বাংলা
শিক্ষক মাঠে দাড়িয়ে শিক্ষার্থীদের বাস্তব বিষয়ের ওপর জ্ঞান দিচ্ছেন। প্রতীকী ছবি- সংগৃহীত

মডেল প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১। নিচের কোনটি সমাস সাধিত শব্দ?
ক. ভরপেট     খ. নিমরাজি
গ. অভিজাত    ঘ. হাতঘড়ি

২। সীমা বই পড়ছে আর হাবীবা ঘর গুছাচ্ছে- এটি কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য     খ. জটিল বাক্য   
গ. যৌগিক বাক্য   ঘ. মিশ্র বাক্য

৩। কোনটি উপসর্গ সাধিত শব্দ?
ক. জাত          খ. পরীক্ষা    
গ. পাগলামি    ঘ. নিমরাজি 

৪। ‘অজানা-অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না।’ এ বাক্যে উপসর্গযুক্ত শব্দ রয়েছে কয়টি?
ক. দুইটি    খ. তিনটি    
গ. চারটি    ঘ. পাঁচটি

৫। কোনটির নিজের কোনো অর্থ নেই?
ক. সমাস      খ. প্রতিশব্দ    
গ. উপসর্গ     ঘ. অনুসর্গ

৬। একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে কী বাক্য বলে?
ক. সরল বাক্য       খ. জটিল বাক্য    
গ. যৌগিক বাক্য    ঘ. মিশ্র বাক্য

আরো পড়ুন : পিরামিড প্রবন্ধের ৫টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ৩য় পর্ব

৭। ঋণের ভারে লোকটি জর্জরিত। এ বাক্যে ‘ভার’ শব্দটি গৌণ অর্থে নিচের কোনটি বোঝাচ্ছে?
ক. ওজন     খ. বেজার    
গ. চাপ        ঘ. দায়িত্ব

৮। ‘পাঠক’ শব্দের প্রত্যয় বিন্যাস কোনটি?
ক. পট্ + অক     খ. পাঠ্ + অক    
গ. পাঠ + নক     ঘ. পঠ্ + অক

৯। যদি তুমি আস, তবে আমি যাব- কোন ধরনের বাক্য?
ক. জটিল বাক্য      খ. সরল বাক্য     
গ. যৌগিক বাক্য     ঘ. সংযুক্ত বাক্য

১০। সেসব শব্দের প্রথম অংশ সাধারণ কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে, সেসব শব্দকে কী বলা হয়?
ক. সমাস     খ. উপসর্গ    
গ. প্রত্যয়     ঘ. অনুসর্গ

১১। যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন, সেসব শব্দকে কী বলা হয়?
ক. সমাস     খ. প্রত্যয়    
গ. উপসর্গ     ঘ. অনুসর্গ

১২। ‘নদী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. সাগর    খ. তটিনী     
গ. শশী       ঘ. সমুদ্র

উত্তর: ১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. খ, ১১. খ, ১২. খ।

লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর