চতুর্থ অধ্যায়: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩। মূলধন জাতীয় লেনদেন কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
১৪। নিচের কোন লেনদেন নিয়মিত সংঘটিত হয়?
ক) মুনাফা জাতীয় লেনদেন
খ) মূলধন জাতীয় লেনদেন
গ) সম্পত্তি বাচক লেনদেন
ঘ) সবগুলো
১৫। কোনটি ভিন্ন প্রকৃতির?
ক) কমিশন প্রাপ্তি
খ) বীমা সেলামি
গ) ঋণ প্রাপ্তি
ঘ) শিক্ষানবিশ সেলামি
১৬। মুনাফা জাতীয় আয় নয় কোনটি?
ক) কমিশন প্রাপ্তি
খ) আসবাসপত্র বিক্রয়
গ) ব্যাংক জমার সুদ
ঘ) শিক্ষানবিশ সেলামি
১৭। বিজ্ঞাপন বাবদ এককালীন অত্যধিক ব্যয়-
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) ব্যবসায়িক ব্যয়
ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
১৮। ব্যবসায়িক ঋণ গ্রহণ কোন জাতীয় লেনদেন?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় আয়
১৯। ব্যবসায় মূলধন আনয়ন কোন ধরনের লেনদেন?
ক) মুনাফা জাতীয় আয়
খ) মূলধন জাতীয় আয়
গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি
২০। মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি নির্দেশ করে?
ক) ব্যবসার দায়-দেনা
খ) মূলধন জাতীয় প্রাপ্তি
গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ) কোনোটিই নয়
২১। মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের সম্পর্ক হলো-
i) আয় প্রাপ্তির একটি অংশ
ii) প্রাপ্তি থেকে আয় ছোট
iii) প্রাপ্তি সর্বদা আয় থেকে বড়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২। সম্পত্তি অর্জিত হয় কোন ক্ষেত্রে?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধন জাতীয় ব্যয়
আরো পড়ুন : দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২৩। মি. আসাদ ব্যবসার জন্য ১,০০,০০০ টাকা নিয়ে একটি মেশিন কিনলেন এবং এর সংস্থাপন ব্যয় বাবদ আরও ২০,০০০ টাকা ব্যয় করলেন।
উপর্যুক্ত লেনদেনগুলো কোন জাতীয় হিসাব?
ক) মূলধন জাতীয়
খ) মূলধন জাতীয় আয়
গ) মূলধন জাতীয় ব্যয়
ঘ) সবগুলো
২৪। মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য হয় কোন জাতীয় ঋণের সুদ?
ক) ব্যাংক ঋণের সুদ
খ) প্রদত্ত ঋণের সুদ
গ) বন্ধকি ঋণের সুদ
ঘ) প্রাপ্ত ঋণের সুদ
২৫। বাস্তবে দৃষ্টিগোচর নাও হতে পারে কোন জাতীয় ব্যয়?
ক) বিলম্বিত মুনাফা জাতীয়
খ) মূলধন জাতীয়
গ) (ক+খ)
ঘ) মুনাফা জাতীয় ব্যয়
২৬। ব্যবসার লাভ-লোকসান জানতে কীসের প্রয়োজন হয়?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মালিকানা স্বত্ব
গ) বিলম্বিত ব্যয়
ঘ) মুনাফা জাতীয় লেনদেন
২৭। বিলম্বিত খরচ কোন হিসাবে অন্তর্ভুক্ত হয়?
ক) আর্থিক বিবরণীতে
খ) দায়ের পাশে
গ) আয়ের বিবরণীতে
ঘ) কোনোটিই নয়
২৮। বেতন আদায় কোন জাতীয় লেনদেন?
ক) আয়
খ) দায়
গ) মুনাফা জাতীয়
ঘ) মূলধন জাতীয় আয়
২৯। সম্পদ রক্ষণাবেক্ষণ ব্যয় কোন জাতীয় লেনদেন?
ক) আয়
খ) মালিকানা স্বত্ব
গ) মুনাফা জাতীয় আয়
ঘ) মুনাফা জাতীয় ব্যয়
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. আবির একজন আসবাবপত্র বিক্রেতা। তিনি ব্যবসার উদ্দেশ্যে ৩,২০,০০০ টাকার আসবাবপত্র কেনেন।
৩০। আবিরের আসবাবপত্র ক্রয় কোন জাতীয় ব্যয়?
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ) ব্যবসায়িক খরচ
উত্তর: ১৩। ক, ১৪। ক, ১৫। গ, ১৬। খ, ১৭। ঘ, ১৮। ক, ১৯। গ, ২০। ক, ২১। খ, ২২। ঘ, ২৩। ঘ, ২৪। খ, ২৫। ঘ, ২৬। ঘ, ২৭। ক, ২৮। ঘ, ২৯। ঘ, ৩০। ক।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর