মডেল টেস্ট: সাধারণ জ্ঞান
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
ক। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে ___ গঠিত।
খ। ___ তারিখে আসিয়ান গঠিত হয়।
গ। বায়ুমণ্ডলে ___ ও নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেড়েছে।
ঘ। পৃথিবী ___ কেন্দ্র করে ঘুরে।
ঙ। চাঁদ ___ সময়ে একবার পৃথিবীকে ঘুরে আসে।
উত্তর: ক। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে সার্ক গঠিত।
খ। ৮ আগস্ট, ১৯৬৭ তারিখে আসিয়ান গঠিত হয়।
গ। বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেড়েছে।
ঘ। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে।
ঙ। চাঁদ ২৭ দিন ৮ ঘণ্টা সময়ে একবার পৃথিবীকে ঘুরে আসে।
আরো পড়ুন : সাধারণ জ্ঞান বিষয়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২০তম পর্ব
প্রশ্ন: নিচের বাক্যগুলো সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ।
ক। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হলো কেন্দ্র মণ্ডল।
উত্তর: ‘স’।
খ। সার্কের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত।
উত্তর: ‘মি’।
গ। ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে SAARC গঠিত হয়।
উত্তর: ‘স’।
ঘ। NAM-এর পূর্ণরূপ হলো National Aligned Movement।
উত্তর: ‘মি’।
ঙ। শিল্পোন্নত শীর্ষ সাত দেশের জোট হলো ‘জি-৭’।
উত্তর: ‘স’।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর