চতুর্থ অধ্যায়: অণুজীব
প্রথম পরিচ্ছেদ: ভাইরাস
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ভাইরাসের অর্থ কী?
(ক) অম্ল (খ) বিষ
(গ) দণ্ড (ঘ) প্রোটিন কণা
২। কোনটিকে কেলাসিত করা যায়?
(ক) আর্কিওব্যাকটেরিয়া
(খ) ম্যালেরিয়া পরজীবী
(গ) ভাইরাস
(ঘ) সায়নোব্যাকটেরিয়া
৩। কোন বিজ্ঞানী TMV-কে তামাক পাতা থেকে কোলাসন প্রক্রিয়ায় পৃথক করেন?
(ক) অ্যাডলফ মায়ার (খ) আইভানোভস্কি
(গ) স্ট্যানলি (ঘ) রোদেন
৪। ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য-
i. সবই অকোষীয়
ii. বিপাকীয় এনজাইম নেই
iii. জেনেটিক রিকম্বিনেশন ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫। ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
(ক) DNA ও RNA উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে
(খ) দৈহিক বৃদ্ধি নেই
(গ) পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না
(ঘ) কেলাসিত করা যায়
৬। ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণীকে কী বলে?
(ক) প্লাজমামেমব্রেন
(খ) কলার
(গ) জিনোম
(ঘ) ক্যাপসিড
৭। নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে?
(ক) ভ্যাকসিনিয়া (খ) ভ্যারিওলা
(গ) হেপাটাইটিস-বি (ঘ) HIV
৮। নিচের কোনটি দন্ডাকার ভাইরাস?
(ক) T2 (খ)TMV
(গ) HIV (ঘ) Vaccinia
আরো পড়ুন : রেচন প্রক্রিয়া অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৯। নিচের কোনটি গোলাকার ভাইরাস?
(ক) TMV (খ) HIV
(গ) T2 ফাজ (ঘ) Ebola
১০। প্রিয়নস হলো-
(ক) সংক্রামক প্রোটিন ফাইব্রিল
(খ) সংক্রামক ক্ষুদ্র RNA
(গ) ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ
(ঘ) ভাইরাসের ক্ষুদ্র RNA
১১। নিচের কোনটি DNA ভাইরাস?
(ক) রেবিস (খ) ইনফ্লুয়েঞ্জা
(গ) ভ্যাক্সিনিয়া (ঘ) ইবোলা
১২। কোন ভাইরাসে এক সূত্রক DNA পাওয়া যায়?
(ক) কলিফাস (খ) ভ্যাক্সিনিয়া
(গ) রিওভাইরাস (ঘ) TMV
১৩। কোন ভাইরাসে RNA থাকে?
(ক) T2 (খ) ভ্যাকসিনিয়া
(গ) TIV (ঘ) TMV
১৪। দ্বিসূত্রক RNA পাওয়া যায় কোন ভাইরাসে?
(ক) TMV (খ) T2
(গ) রিওভাইরাস (ঘ) ভ্যাকসিনিয়া
১৫। বহিঃস্থ আবরণী বিশিষ্ট ভাইরাস হলো-
i. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
ii. HIV
iii. TMV
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। নিচের কোনটিকে সংক্রমণ ভাইরাস কণা বলে?
(ক) নিউক্লিওক্যাপসিড (খ) ভিরয়েড
(গ) ভিরিয়ন (ঘ) প্রিয়ন
উত্তর: ১. খ, ২. গ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. ঘ, ৮. খ, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর