দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮. শ্রমিকদের মধ্যে কাজের বিনিময়ে পণ্য বিতরণের সঠিক জাবেদা কোনটি?
ক. বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
খ. বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
গ. মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
ঘ. মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
২৯. ডেবিট মেমো ইস্যুর ফলে কী হয়?
ক. ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমে যায়
খ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যায়
গ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যায়
ঘ. ব্যাংক উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় না
৩০. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. স্মারকলিপি খ. পরিমেল নিয়মাবলি
গ. ভাউচার ঘ. বিবরণপত্র
৩১. ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?
ক. অর্জিত সেবা আয় খ. প্রাপ্ত সেবা আয়
গ. অনুপার্জিত সেবা আয় ঘ. প্রাপ্য হিসাব
৩২. পুরোনো আসবাবপত্র মেরামত বাবদ মজুরি দিলে কোন হিসাবটি ডেবিট হবে?
ক. মেরামত খ. মজুরি
গ. আসবাবপত্র ঘ. বিবিধ খরচ
৩৩. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?
ক. বিক্রয় ফেরত খ. ক্রয় ফেরত
গ. দৈনিক ক্রয় জাবেদা ঘ. দৈনিক বিক্রয় জাবেদা
৩৪. ধারে কেনা পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটির প্রয়োজন হয়?
ক. ডেবিট ভাউচার খ. ক্রেডিট ভাউচার
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
৩৫. আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় কোনটি?
ক. ক্রয়-বিক্রয় হিসাব
খ. লাভ-লোকসান হিসাব
গ. একতরফা দাখিলা পদ্ধতি
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
৩৬. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ?
অথবা, হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?
ক. জাবেদা খ. লেনদেন শনাক্তকরণ
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
৩৭. হিসাবচক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?
ক. সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান
খ. লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান
গ. লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান
ঘ. সাধারণ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল
৩৮. কোনটি হিসাব প্রক্রিয়ার আবশ্যকীয় কাজ নয়?
ক. লেনদেন লিপিবদ্ধকরণ খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. কার্যপত্র প্রস্তুত ঘ. আর্থিক বিবরণী প্রস্তুত
৩৯. জাবেদার অপরিহার্য বিষয় কী?
ক. ব্যাখ্যা খ. শিরোনাম
গ. সমষ্টি নির্ণয় ঘ. ক্রমিক নং
৪০. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কেনা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?
ক. আসবাবপত্র খ. ক্রয়
গ. অফিস সরঞ্জাম ঘ. সম্পত্তি
৪১. অর্জুন একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ব্যবসায় ব্যবহারের জন্য নগদ ৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি কেনেন। এক্ষেত্রে যে হিসাবটি ডেবিট করতে হবে-
ক. আসবাবপত্র খ. ক্রয়
গ. নগদান ঘ. উত্তোলন
উত্তর: ২৮। গ, ২৯। খ, ৩০। গ, ৩১। গ, ৩২। ক, ৩৩। খ, ৩৪। গ, ৩৫। ঘ, ৩৬। খ, ৩৭। খ, ৩৮। গ, ৩৯। ক, ৪০। খ, ৪১। ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর