তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলে-
ক. মেটাপথ খ. ট্রপোডেস্ক
গ. ট্রপোসীমা ঘ. ট্রপোপস
১২। পৃথিবীর গড় তাপমাত্রা কত?
ক. ১৩.৯০̊ সে. খ. ১২.১৬̊ ফা.
গ. ১৩.৯০̊ ফা. ঘ. ১২.১৬̊ সে.
১৩। নিচের কোনটি কুমেরু নির্দেশ করে?
ক. দুই মেরুর সংযোগস্থল
খ. দুই মেরুর সংযোগ বিন্দু
গ. মেরু রেখার দক্ষিণ-প্রান্ত বিন্দু
ঘ. মেরু রেখার উত্তর-প্রান্ত
১৪। নিচের কোনটি অক্ষাংশ পরিমাপের একক?
ক. সেলসিয়াস
খ. সেকেন্ড
গ. ডিগ্রি
ঘ. ফারেনহাইট
১৫। নিচের কোনটির মধ্য অক্ষাংশ নির্দেশ করে?
ক. ২০° থেকে ৭০°
খ. ৮০° থেকে ১০০°
গ. ৩০° থেকে ৬০°
ঘ. ৪০° থেকে ৫০°
১৬। দ্রাঘিমা রেখার অপর নাম কেনটি?
ক. অক্ষরেখা খ. নিরক্ষরেখা
গ. মধ্যরেখা ঘ. সমাক্ষরেখা
১৭। ভূগোলকের সর্বোচ্চ দ্রাঘিমা কত?
ক. ১৮০° খ.৩৬০°
গ. ২৭০° ঘ. ৯০°
১৮। নিচের কোনটির সাহায্যে স্থানীয় সময় জানা যায়?
ক. দ্রাঘিমা খ. অক্ষাংশ
গ. অক্ষরেখা ঘ. সমাক্ষরেখা
আরো পড়ুন : সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯। মূল মধ্যরেখার মান ধরা হয়েছে নিচের কোনটিকে?
ক. ০° খ. ৯০° গ. ১৮০° ঘ. ৩৬০°
২০। পৃথিবী নিজ অক্ষে আবর্তনের দিক কোনটি?
ক. পশ্চিম থেকে পূর্বে
খ. পূর্ব থেকে পশ্চিমে
গ. উত্তর থেকে দক্ষিণে
ঘ.দক্ষিণ থেকে উত্তরে
২১। ৩৬০° কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর সময় লাগে-
ক. ১৪৪০ সেকেন্ড
খ. ১৪৪০ ঘণ্টা
গ. ১৪৪০ মিনিট
ঘ. ৩৬৫ দিন
২২। প্রতিপাদ স্থান দ্বয়ের দ্রাঘিমা যোগ করলে কত হয়?
ক. ৯০° খ. ৭০°
গ. ১৮০° ঘ. ৩৬০°
২৩। কোন স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে এলে ওই স্থানে-
ক. ভোর হয়
খ. দুপুর হয়
গ. গোধূলি হয়
ঘ. অপরাহ্ন হয়
২৪। পৃথিবীর আকৃতি দেখতে কী রকম?
ক. গোলাকার
খ. ডিম্বাকৃতির
গ. অভিগত গোলকের মতো
ঘ. মোচাকৃতির
উত্তর: ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. গ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. গ, ২২. গ, ২৩. খ, ২৪. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
কবীর