ঢাকা ৫ মাঘ ১৪৩১, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

সাধারণ জ্ঞান বিষয়ের ১৫টি প্রশ্নোত্তর, ২৭তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
সাধারণ জ্ঞান বিষয়ের ১৫টি প্রশ্নোত্তর, ২৭তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থী মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট: সাধারণ জ্ঞান

প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ। 
ক. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি হয়?
উত্তর: ভিটামিন সি।

খ. কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী নদী।

গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর: ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।

ঘ. গুগলের সিইও কে?    
উত্তর: সুন্দর পিচাই।

ঙ. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কাপ্তাই, রাঙামাটি।

চ. একটি শব্দ লিখুন যার প্রতিফলন আয়নায় একই।    
উত্তর: MOM, WOW।

ছ. কোন প্রণালি আফ্রিকাকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে?
উত্তর: জিব্রাল্টার প্রণালি।

আরো পড়ুন : সাধারণ জ্ঞান বিষয়ের ১৩টি প্রশ্নোত্তর, ২৬তম পর্ব

জ. বাংলাদেশ কবে OIC-এর সদস্যপদ লাভ করে?    
উত্তর: ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি।

ঝ. বাংলাদেশের জাতীয় খেলা কী?        
উত্তর: কাবাডি।

ঞ. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তর: বুধ।

প্রশ্ন: উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 
ক. ফৌজদারহাট ক্যাডেট কলেজ ____ সালে প্রতিষ্ঠিত হয়।    
উত্তর: ১৯৫৮ সালের ২৮ এপ্রিল।

খ. ____ বাংলাদেশে উৎপাদিত প্রথম কম্পিউটার। 
উত্তর: দোয়েল।

গ. বাংলাদেশের সংবিধানে ____ মূলনীতি আছে।        
উত্তর: ৪টি।

ঘ. ____ বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দেন।        
উত্তর: নিউজউইক ম্যাগাজিন।

ঙ. ১ ঘনমিটার = ____ ঘন সেন্টিমিটার।        
উত্তর: ১০ লাখ ঘন সেন্টিমিটার।

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

রেইনকোট গল্পের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
রেইনকোট গল্পের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

গল্প : রেইনকোট

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর  

৪। আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ কোনটি?
ক. খোঁয়ারি                   খ. চিলেকোঠার সেপাই
গ. বৌ-ঠাকুরানীর হাট    ঘ. নন্দিত নরকে
উত্তর: ক. খোঁয়ারি।

৫। আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোটগল্প কয়টি? 
ক. ২৬টি      খ. ২৮টি 
গ. ৩০টি      ঘ. ৩২টি
উত্তর: খ. ২৮টি।

৬। ‘রেইনকোট’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক. বৃষ্টি থেকে আত্মরক্ষা        খ. তথ্য উদঘাটন
গ. মুক্তিযোদ্ধার জবানবন্দি    ঘ. রহস্য উন্মোচন
উত্তর: গ. মুক্তিযোদ্ধার জবানবন্দি।

৭। ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটি কার?
ক. নুরুল হুদার    
খ. নুরুল হুদার শ্যালকের
গ. নুরুল হুদার ভাইয়ের    
ঘ. নুরুল হুদার ছেলের
উত্তর: খ. নুরুল হুদার শ্যালকের।

৮। ‘অন্তত তিন দিন ফুটফাট বন্ধ’- এখানে কী বন্ধের কথা বলা হয়েছে?
ক. গোলাগুলি     খ. বৃষ্টির শব্দ
গ. গাড়ির শব্দ    ঘ. মেঘের গর্জন
উত্তর: ক. গোলাগুলি।

৯।   নুরুল হুদার সুরা/দোয়া উচ্চারণের মধ্যে প্রকাশ পায়-
i. অসংলগ্নতা   ii. সরলতা  
iii. ভীতসন্ত্রস্ততা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii          খ. i ও iii
গ. ii ও iiii        ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii

আরো পড়ুন : রেইনকোট গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

কলিংবেলটা চেপে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুক্কুর। দরজা খুলে বের হন নাট্যকার মুনীর আশফাক। সঙ্গে সঙ্গেই শুক্কুরের পেছনে থাকা কয়েকজন লোক আশফাক ও তার মেয়েকে ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দেয়।

১০। উদ্দীপকে শুক্কুর চরিত্রটি ‘রেইনকোট’ গল্পের কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. আব্দুস সাত্তার মৃধা    খ. নুরুল হুদা
গ. ইসহাক                     ঘ. মিন্টু
উত্তর: গ. ইসহাক।

১১। উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে-
i. বুদ্ধিজীবীদের ধ্বংস করার প্রয়াস      
ii. শারীরিক নির্যাতন
iii. রাজাকারদের নৃশংসতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii
১২। ‘তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও’- এখানে আসমার কথায় কী প্রকাশ পেয়েছে?
ক. অনুরোধ      খ. আবেগ
গ. ভালোবাসা    ঘ. সহানুভূতি
উত্তর: ঘ. সহানুভূতি।

১৩।  নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না?
ক. ছদ্মবেশী কুলিদের    খ. মিন্টুর
গ. প্রিন্সিপালের             ঘ. আবদুস সাত্তার মৃধার
উত্তর: ক. ছদ্মবেশী কুলিদের।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৪তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৪তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 নিম্নোক্ত তথ্যাবলি বিবেচনা করে ১ থেকে ৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

A ও B সমঅংশীদার হিসেবে জানুয়ারি ১, ২০২৩ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০২৩ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা; উত্তোলন ছিল; A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের ওপর সুদ ৫%। ২০২৪ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোনো পরিবর্তন করেনি। ২০২৪-এ কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল- A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের ওপর আগের হারে সুদ ধরা হয় তবে তা ছিল ২০২৩ সালের সমাপনী জেরের উপর।

১। ডিসেম্বর ৩১, ২০২৪ তারিখে A ও B-এর মূলধনের জের কত টাকা?
ক. ৩,৪৫০ ও ৪,৫০০ টাকা    
খ. ৩,৩০০ ও ৪,৪০০ টাকা    
গ. ৫,০৬৫ ও ৪,৯২০ টাকা    
ঘ. ৪,০৬৫ ও ৪,৯২০ টাকা    
ঙ. ৫,০৬৫ ও ৫,৪২০ টাকা
উত্তর: ঘ. ৪,০৬৫ ও ৪,৯২০ টাকা।

২। ২০২৪ সালে A ও B-এর মূলধনের সুদ কত টাকা?
ক. ১৫০ ও ৩০০ টাকা    খ. ১৬৫ ও ২২০ টাকা    
গ. ২০০ ও ৩০০ টাকা    ঘ. ১৫০ ও ২২৫ টাকা    
ঙ. ১৬৫ ও ২০০ টাকা
উত্তর: খ. ১৬৫ ও ২২০ টাকা।

৩। ডিসেম্বর ৩১, ২০২৩ তারিখে A ও B-এর মূলধনের জের কত টাকা ছিল?
ক. ৩,৩০০ ও ৪,৪০০ টাকা    
খ. ৩,৪৫০ ও ৪,৫০০ টাকা    
গ. ৪,০৬৫ ও ৪,৯২০ টাকা    
ঘ. ৪,০৬৫ ও ৫,০২০ টাকা    
ঙ. ৩,৪৫০ ও ৪,০৬৫ টাকা
উত্তর: ক. ৩,৩০০ ও ৪,৪০০ টাকা।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব

৪। ২০২৩ সালে A ও B-এর মূলধনের সুদ কত টাকা ছিল?
ক. ১৬৫ ও ২০০ টাকা    খ. ১৫০ ও ৩০০ টাকা    
গ. ১৬৫ ও ২২০ টাকা    ঘ. ১৫০ ও ১০০ টাকা    
ঙ. ১৫০ ও ২০০ টাকা
উত্তর: ঙ. ১৫০ ও ২০০ টাকা।

৫। উত্তোলনের পূর্বে লাভ এবং সুদবাবদ A দুই  বছরে অংশীদারি কারবার থেকে কত টাকা পেয়েছে?
ক. ২,২০০ টাকা    খ. ১,৭৬৫ টাকা     
গ. ২,২১৫ টাকা     ঘ. ১,২১৫ টাকা    
ঙ. ১,০৬৫ টাকা
উত্তর: গ. ২,২১৫ টাকা।

৬। নিচের কোনটি আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা যাবে না?
ক. কর্মচারীদের আগাম বেতন   খ. বকেয়া কর    
গ. ব্যবস্থাপকের সুনাম              ঘ. অগ্রিম ভাড়া   
ঙ. পেশাগত হিসাববিজ্ঞানীর সম্মানি
উত্তর: গ. ব্যবস্থাপকের সুনাম।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

আলোর প্রতিফলন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আলোর প্রতিফলন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান
বিম্বের আকৃতি নির্ভর দর্পণের ওপর, লেন্সের ওপর ও বস্তুর ওপর। প্রতীকী ছবি- সংগৃহীত

অষ্টম অধ্যায় : আলোর প্রতিফলন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২। অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
ক) বাস্তব ও সোজা        
খ) বাস্তব ও উল্টো
গ) অবাস্তব ও সোজা        
ঘ) অবাস্তব ও উল্টো

১৩। একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
ক) 0.5m       খ) 0.05m   
গ) 5m          ঘ) 50m

১৪। অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কীরূপ হয়?
ক) অত্যন্ত খর্বিত    খ) খর্বিত
গ) বিবর্ধিত             ঘ) বস্তুর সমান

১৫। নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়?
ক) অবতল দর্পণ        
খ) সমতল দর্পণ
গ) উত্তল দর্পণ        
ঘ) প্রিজম

১৬। সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
ক) 900        খ) 2700    
গ) 3600       ঘ) 1800 

আরো পড়ুন : আলোর প্রতিফলন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব

১৭। গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের-
ক) দুটি উত্তল একটি সমতল
খ) দুটি অবতল একটি উত্তল
গ) তিনটিই অবতল    
ঘ) তিনটিই উত্তল

১৮। বিম্বের আকৃতি নির্ভর করে কীসের ওপর?
ক) দর্পণের ওপর        
খ) লেন্সের ওপর
গ) বস্তুর ওপর        
ঘ) উপরের সবগুলো

১৯। সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
ক) ০ খ) ২  গ) ১/২  ঘ) ১

উত্তর: ১২. খ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ।

লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

কবীর

Gender Discrimination বিষয়ক Paragraph লিখন, ৩য় পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম
Gender Discrimination বিষয়ক Paragraph লিখন, ৩য় পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
লিঙ্গ বৈষম্য হলো সমাজের যে কোনো লিঙ্গের সাথে অন্যায়ভাবে আচরণ করার অভ্যাস। প্রতীকী ছবি- সংগৃহীত
Paragraph Writing
 
3. (a) What is gender discrimination? (b) Who are the victims of gender discrimination? (c) What are the causes of it? (d) How does it affect society? (e) How can this problem be solved?     
 
Gender Discrimination
 
Gender discrimination is the practice of treating any gender of the society unfairly. When any person of one particular gender is not given his or her rights, gender discrimination begins. Female persons of our society are the worst sufferers of this discrimination. It starts from the very birth of a female child and ends with her death. Our society is dominated by male people. They think that male child will earn money for the family and the female child will do only domestic chores. So, male children always get prominence. They get the highest of the opportunities available in the families. But,
 
 
female children are assigned to household works and are married off as soon as possible. So, they don't get the opportunity to flourish their latent talent. Some of these girls may be at school but after marriage, they only give birth to children and rear them up. This disparity causes a great harm to their mentality. they think themselves inferior to male people. But, for social development both male and female persons should contribute equally because the female people are the half of our whole population. It is not possible for male people to change their socio-economy without the help of female people. This problem can be solved by raising awareness in general.
 
লেখক : প্রভাষক, ইংরেজি বিভাগ
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
 
কবীর

 

Unit-5, Lesson-4 (A)-এর ৩টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম
Unit-5, Lesson-4 (A)-এর ৩টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ১ম পত্র
বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিশ্বে মাছের সংখ্যা মারাত্মক হুমকির মুখে। প্রতীকী ছবি- সংগৃহীত
Unit-5; Lesson-4 (C)
 
Read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. 
 
Fish population is in serious danger from global warming. Climate change is increasing the water temperature in rivers, lakes and seas. This means there is less food and oxygen available for fish. It also means the fish may not grow fully and may have fewer offsprings. Some fishes will become extinct if temperatures  rise even by one or two degrees Celsius. Climate change increases the pressure on  fish population. Fishes are one of the world's most valuable biological assets.  Forty percent of people in the world eat fish as their main source of protein. If  we fail to reduce green house gas emissions, we will increase the pressure on fish. As a result, people who depend on fish will suffer from hunger and poverty.
 
1. Global warming is causing serious threat to fish population. It is climate change which is the cause of the (a)- of water temperature in rivers, lakes and seas. For this reason, available food and oxygen for fish in these water (b)- will be less than requirement. For the same reason, the growth of fish may not be full and off springs may not be (c)-. So the pressure on fish population is increasing due to climate change. Fishes are one of the world’s most valuable biological assets. The (d)- of people in the world eating fish as their main source of protein is 40%. In case of our failure to reduce greenhouse gas emissions, the pressure on fish will be increased and consequently people (e)- on fish will suffer from hunger and poverty.
 
Read the following text carefully and answer the question no. 2 and 3.
 
The Nobel Prize is the world’s most prestigious and important prize. It has been given since 1901. This prize is given to persons with outstanding contributions to physics, chemistry, literature, medicine, peace and economics. Economics was added to the list in 1969 for the first time. The Nobel Prize was instituted by a man who was the inventor of dynamite. This scientist was Alfred Bernard Nobel. He was born in Stockholm, Sweden on October 21, 1833 and he died in December 10, 1896. Though he was a citizen of Sweden, he was educated in Russia. He earned a huge sum of money by selling dynamite. At the time of his death in 1896, Nobel left behind a huge sum of money. He left a will indicating that the interest on his money should be given as prize to persons for their outstanding contributions to physics, chemistry, literature, medicine and peace. This prize was named Nobel Prize. The first Nobel Prize was given to Rontgen on December 10, 1901 for inventing X-ray.
 
 
2. Complete the table below with information from the passage.
 
3. Write a summary of the above passage in your own words.
 
Answers : 1. (a) rise (b) bodies (c) more (d) number (e) relying/depending.
2. (i) 1896 (ii) Sweden (iii) physics, chemistry, literature, medicine, peace and economics (iv) Roentgen (v) physics.
3. The Nobel Prize is the world's most prestigious and important prize. This prize was instituted by a scientist named Alfred Bernard Nobel. He invented dynamite and earned a huge sun of money by selling it. At the time of his death, he left a will indicating that the interest on his money should be given as prize to persons for their outstanding contributions to physics, chemistry, literature, medicine and peace. This prize has been given since 1901. Later economics was added to the list in 1969. The first Nobel Prize was given to Rontgeon for inventing X-ray.

লেখক : প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

কবীর