![সাধারণ জ্ঞান বিষয়ের ১৫টি প্রশ্নোত্তর, ২৭তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট](uploads/2024/12/03/ক্যাডেট-৫-1733223664.jpg)
মডেল টেস্ট: সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ।
ক. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি হয়?
উত্তর: ভিটামিন সি।
খ. কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী নদী।
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর: ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।
ঘ. গুগলের সিইও কে?
উত্তর: সুন্দর পিচাই।
ঙ. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কাপ্তাই, রাঙামাটি।
চ. একটি শব্দ লিখুন যার প্রতিফলন আয়নায় একই।
উত্তর: MOM, WOW।
ছ. কোন প্রণালি আফ্রিকাকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে?
উত্তর: জিব্রাল্টার প্রণালি।
আরো পড়ুন : সাধারণ জ্ঞান বিষয়ের ১৩টি প্রশ্নোত্তর, ২৬তম পর্ব
জ. বাংলাদেশ কবে OIC-এর সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি।
ঝ. বাংলাদেশের জাতীয় খেলা কী?
উত্তর: কাবাডি।
ঞ. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তর: বুধ।
প্রশ্ন: উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক. ফৌজদারহাট ক্যাডেট কলেজ ____ সালে প্রতিষ্ঠিত হয়।
উত্তর: ১৯৫৮ সালের ২৮ এপ্রিল।
খ. ____ বাংলাদেশে উৎপাদিত প্রথম কম্পিউটার।
উত্তর: দোয়েল।
গ. বাংলাদেশের সংবিধানে ____ মূলনীতি আছে।
উত্তর: ৪টি।
ঘ. ____ বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দেন।
উত্তর: নিউজউইক ম্যাগাজিন।
ঙ. ১ ঘনমিটার = ____ ঘন সেন্টিমিটার।
উত্তর: ১০ লাখ ঘন সেন্টিমিটার।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর