
প্রথম অধ্যায় : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বহুমুখী সমস্যার সমাধান বলতে কী বোঝায়?
উত্তর: সমাজজীবন থেকে সব ধরনের জটিল সমস্যা দূর করে পরিকল্পিত উপায়ে কাঙ্ক্ষিত ও গঠনমূলক আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক তথা সামগ্রিক কল্যাণ সাধনে যে সমাধান প্রক্রিয়া অনুসরণ করে, তা বহুমুখী সমস্যার সমাধান প্রক্রিয়া। আধুনিক সমাজের জটিলতা থেকে মুক্ত করতে ব্যক্তি, দল বা সমষ্টির সামগ্রিক ব্যবস্থা বিবেচনায় নিয়ে সমাজকর্মের বহুমাত্রিক কার্যক্রমকে বহুমুখী সমাধান প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা যায়। যে কারণে সমাজকর্মকে বহুমাত্রিক পেশাও বলা হয়।
প্রশ্ন: বহুমুখী কর্মসূচির ধারণা দাও।
উত্তর: সমাজকর্ম একটি মানব উন্নয়নমূলক পেশা। সমাজের বহুমুখী সমস্যা সমাধানের জন্য সমাজকর্ম বহুমুখী কর্মসূচির সাহায্য নিয়ে থাকে। শহর সমাজসেবা, গ্রামীণ সমাজসেবা, বিদ্যালয় সমাজকর্ম, হাসপাতাল সমাজকর্ম, প্রবীণ সমাজকর্ম, শিশুকল্যাণ, নারীকল্যাণ যার মধ্যে অন্যতম।
প্রশ্ন: আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ?
উত্তর: নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করলে তাকে আত্মকর্মসংস্থান বলে। আরও একটু স্পষ্ট করে বলা যায়, নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়।
আরো পড়ুন : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব
প্রশ্ন: সম্পদের সদ্ব্যবহার বলতে কী বোঝ?
উত্তর: মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। এ সীমিত সম্পদের মাধ্যমেই মানুষকে তার চাহিদা পূরণ করতে হয়। চাহিদা পূরণের ক্ষেত্রে যদি সম্পদের সঠিক ব্যবহার করা না যায় তাহলে চাহিদার অপূর্ণতা থেকে যায়। চাহিদার আলোকে সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে চাহিদা পূরণ করাকেই সম্পদের সদ্ব্যবহার বলা হয়। সমাজকর্মের জ্ঞান সম্পদের সর্বাধিক ও সর্বোত্তম ব্যবহার সহায়তা করে।
প্রশ্ন: “সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য” ব্যাখ্যা করো।
উত্তর: পেশা হলো এমন এক ধরনের বৃত্তি বা জীবিকা নির্বাহের বিশেষ পন্থা, যেখানে নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে যথাযথ দক্ষতা, নৈপুণ্য ও কৌশলের মাধ্যমে তা বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে হয়। পেশার ইংরেজি প্রতিশব্দ Profession। যার অর্থ হলো ‘To make a public declaration’ অর্থাৎ পেশা হলো তাই যা সামাজিকভাবে স্বীকৃত। পেশা সাধারণত জনকল্যাণমুখী হয়ে থাকে এবং এখানে সুনির্দিষ্ট মূল্যবোধ ও সামাজিক স্বীকৃতি বিদ্যমান। তাই বলা যায়, যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে রাষ্ট্র বা সমাজের স্বীকৃতি আবশ্যক।
প্রশ্ন: সাহায্যকারী পেশা বলতে কী বোঝায়?
উত্তর: সমাজকর্ম সাহায্যার্থীর সামাজিক ভূমিকা পালন, উন্নয়ন, সংরক্ষণ ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে ভূমিকা রাখে। যে কারণে একে সাহায্যের পেশা বলা হয়। সমাজকর্ম মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। যার মূল লক্ষ্য সামাজিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা, যাতে তারা নিজ ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমস্যার কার্যকর মোকাবিলায় সক্ষম হয়।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর