স্মৃতিচারণমূলক রচনা : একাত্তরের দিনগুলি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সিলভিয়ার জীবনটা দুঃখ-কষ্টে ভরা। সে সবসময় পাষাণ মনে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে সে দুঃখ ভুলার জন্য তার বাড়ির পাশে ফুল বাগানে যায়। সেখানে নানা ফুলের স্পর্শে কিছুটা হলেও সুখ পায়।
২৩। উদ্দীপকের সিলভিয়া ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) রুমী (খ) জামী
(গ) শরীফ (ঘ) লেখিকা
২৪। মুক্তিযুদ্ধে সারা দেশ থেকে পিস উধাও কেন?
(ক) মুক্তিবাহিনীর কর্মকাণ্ডে
(খ) হানাদারদের কর্মকাণ্ডে
(গ) গোলযোগের কারণে
(ঘ) দুর্গন্ধের কারণে
২৫। জামী স্কুলে যাচ্ছিল না কেন?
(ক) হানাহানির ভয়ে
(খ) কেউ তাকে নিয়ে যায় না বলে
(গ) মায়ের অসুস্থতার জন্য
(ঘ) রুমীর নির্দেশে
২৬। মুক্তিযুদ্ধে সরকার বুদ্ধিজীবী ও শিল্পীদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়াচ্ছিলেন কেন?
(ক) অনুষ্ঠান প্রচারের জন্য
(খ) মানুষকে আনন্দ দিতে
(গ) কূটকৌশল আটতে
(ঘ) নিজেদের সফলতা তুলে ধরতে
২৭। ‘শান-শওকতের সঙ্গে পালন’ বলতে কী বোঝায়?
(ক) উৎসবের সঙ্গে (খ) ঐতিহ্যের সঙ্গে
(গ) আনন্দের সঙ্গে (ঘ) বেদনার সঙ্গে
২৮। ‘গেরিলা তৎপরতা’ বলতে কী বোঝায়?
(ক) আকস্মিক হামলা
(খ) কূটকৌশল ধারণ করা
(গ) শত্রুদের হামলা
(ঘ) জঙ্গি হামলা
২৯। লেখিকা রুমীর জন্য পাকিস্তানি বাহিনীর কাছে আবেদন করল না কেন?
(ক) আত্মমর্যাদা রক্ষায়
(খ) আদর্শবান হতে
(গ) ছেলেকে ফিরিয়ে না আনতে
(ঘ) রুমীর অনুরোধ রক্ষায়
৩০। ‘চরমপত্র’ শব্দের অর্থ কী?
(ক) আদেশ (খ) উপদেশ
(গ) অনুরোধ (ঘ) জিজ্ঞাসা
৩১। গোয়েবলস কে ছিল?
(ক) লেখক (খ) সাংবাদিক
(গ) হিটলারের সহযোগী (ঘ) কুখ্যাত সম্রাট
আরো পড়ুন : একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনার ২২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
৩২। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আবু মোহাম্মদ আলী ছদ্মনামে ইংরেজি খবর ও ভাষ্য পাঠ করতেন কে?
(ক) আলী যাকের (খ) আবদুল জব্বার
(গ) অজিত রায় (ঘ) হাসান ইমাম
৩৩। ‘কথিকা’ অর্থ কী?
(ক) কথোপকথন
(খ) কথামালা
(গ) ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা
(ঘ) ছোট কবিতা
৩৪। জাহানারা ইমাম মাছ খাওয়া বাদ দিয়েছিলেন কেন?
(ক) মাছের দাম বেড়ে গিয়েছিল বলে
(খ) মাছে ফরমালিন মেশানো হতো বলে
(গ) নদীতে মানুষের লাশ ভাসছিল বলে
(ঘ) পাকিস্তান থেকে আমদানি হতো বলে
৩৫। ‘গেরিলা বাহিনী’ কোন তাৎপর্য বহন করে?
(ক) প্রকাশ্যে হামলা করে
(খ) রাতের বেলা হামলা করে
(গ) কৌশলে শত্রু হনন করে
(ঘ) বিশৃঙ্খলা সৃষ্টি করে
৩৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা পাঠ করতেন কে?
(ক) রাজু আহমেদ
(খ) জয় লাল রায়
(গ) আলী যাকের
(ঘ) কামরুল হাসান
৩৭। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কী স্পষ্ট হয়ে উঠেছে?
(ক) পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ
(খ) মায়ের আত্মমর্যাদা
(গ) মুক্তিযুদ্ধের চেতনা
(ঘ) গেরিলা তৎপরতা
৩৮। জাহানারা ইমাম ‘শহিদ জননী’ হিসেবে পরিচিত। কারণ-
i. যুদ্ধে অবদান রাখার জন্য
ii. যুদ্ধে তার সন্তানের মৃত্যুর জন্য
iii. সন্তানের আদর্শকে রক্ষার জন্য
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৯। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় করিম এলিফ্যান্ট রোড ছেড়ে শান্তিনগর যেতে চাইছিল কেন?
(ক) বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায়
(খ) ভালো বাসা পেয়ে যাওয়ায়
(গ) নিরাপত্তাজনিত কারণে
(ঘ) পারিবারিক কারণে
৪০। মুক্তিযুদ্ধের সময় শিল্পীরা বিভিন্ন গানের মাধ্যমে মানুষদের উজ্জীবিত করতেন। এটি ‘একাত্তরের দিনগুলি’ রচনায় যে দিক উন্মোচন করে-
i. দেশপ্রেম ii. সচেতনতা
iii. শিল্পীর শক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ২৩. ঘ, ২৪. খ, ২৫. ক, ২৬. গ, ২৭. গ, ২৮. ক, ২৯. ক, ৩০. খ, ৩১. গ, ৩২. ক, ৩৩. গ, ৩৪. গ, ৩৫. গ, ৩৬. ঘ, ৩৭. খ, ৩৮. গ, ৩৯. গ, ৪০. খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর