প্রবন্ধ: সাহিত্যের রূপ ও রীতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। গদ্য সাহিত্যে রচিত হয় কোনটি?
ক. মহাকাব্য খ. কবিতা
গ. উপন্যাস ঘ. নাটক
২। কমেডিতে নিচের কোনটি প্রদর্শিত হয়?
ক. মানব মনের হাসি
খ. মানব মনের ত্রুটি-বিচ্যুতি
গ. মানব মনের হিংসা
ঘ. মানব মনের দুঃখ
৩। বাংলা নাট্যসাহিত্যে সর্বপ্রথম ট্র্যাজেডি রচনা করেন কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. গিরিশচন্দ্র ঘোষ
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
৪। সাহিত্যে বয়সে সর্বকনিষ্ঠ শাখা কোনটি?
ক. কবিতা খ. উপন্যাস
গ. নাটক ঘ. ছোট গল্প
৫। জীবনের কাহিনির খণ্ডাংশকে লেখক সাহিত্যে নিচের কোন শাখায় ফুটিয়ে তোলেন?
ক. ছোটগল্পে খ. নাটকে
গ. উপন্যাসে ঘ. প্রবন্ধে
৬। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পের নির্মাতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ ঘ. মধুসূদন দত্ত
৭। উপন্যাসের প্রধান উপজীব্য কী?
ক. কাহিনি খ. প্লট
গ. সংলাপ ঘ. দৃশ্য
৮। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
৯। সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?
ক. বেদনা খ. দুঃখ
গ. বর্ণনা ঘ. সৃজনশীলতা
১০। সাধারণত কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে রচিত হয় কোনটি?
ক. প্রবন্ধ খ. ছোট গল্প
গ. নাটক ঘ. উপন্যাস
আরো পড়ুন : একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনার ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
১১। বঙ্কিমচন্দ্রের সময়ে কোন উপন্যাস বেশি জনপ্রিয় ছিল?
ক. সামাজিক উপন্যাস
খ. পৌরাণিক উপন্যাস
গ. ঐতিহাসিক উপন্যাস
ঘ. ডিটেকটিভ উপন্যাস
১২। ‘পাঠক সমাজে উপন্যাস সাহিত্য বহুল পঠিত ও জনপ্রিয়।’ কারণ উপন্যাস-
i. সহজ-সরল-প্রাঞ্জল
ii. পাঠক নিজেকে খুঁজে পায়
iii. এখানে সমাজ-দেশ ও জাতির সংস্কৃতির প্রতিফলন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ‘গল্পপাঠ শেষ করেও পাঠক কাহিনির সমাপ্তি খুঁজে’ বক্তব্যটি ধারণ করে নিচের যে পঙ্ক্তি-
i. ঘটনার ঘনঘটা
ii. শেষ হয়ে হইল না শেষ
iii. অন্তরে অতৃপ্তি রবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জীবনের পূর্ণাবয়ব নয়, খণ্ডাংশকে লেখক রস-নিবিড় করে ফুটিয়ে তোলেন। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্তে কোনো বিশেষ পরিবেশের মধ্যে স্বল্পসংখ্যক চরিত্রের মাধ্যমে এর পরিণতি ঘটে।
১৪। উদ্দীপকে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে?
ক. কবিতা খ. ছোট গল্প
গ. উপন্যাস ঘ. নাটক
১৫। প্রবন্ধের প্রধান শ্রেণিবিভাগ কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৬। হাসান আজিজুল হক কী হিসেবে পরিচিত ছিলেন?
ক. কথাশিল্পী খ. নাট্যনির্মাতা
গ. কবি ঘ. অভিনেতা
১৭। বাংলা সাহিত্যে ‘ছোট গল্প’ শব্দটির ব্যবহার কত বছরের পুরোনো?
ক. ২০-৩০ বছর
খ. ৪০-৫০ বছর
গ. ৬০-৭০ বছর
ঘ. ৮০-৯০ বছর
১৮। ‘মঙ্গলকাব্য’ কোন সময়ের উদাহরণ?
ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ
গ. আধুনিক যুগ ঘ. রবীন্দ্র-পরবর্তী যুগ
১৯। বাংলা নাটকের যুগন্ধর পুরুষ বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. গিরিশচন্দ্র ঘোষ
গ. অতুলপ্রসাদ সেন
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
২০। কমেডির বৈশিষ্ট্য-
i. কৌতুকপ্রদ ঘটনা
ii. কাউকে পীড়ন করে না
iii. হাস্যরস সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। নাটক সাধারণত কয় অংশে বিভক্ত?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ, ২১. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর