মডেল টেস্ট
ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ক’ বা ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ ‘রসায়ন প্রথম পত্র’ থেকে ৭টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
রসায়ন প্রথম পত্র
১. পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর ও পজিটিভ চার্জ পুঞ্জিভূত থাকে। এটাকে কী বলে?
ক. প্রোটন খ. নিউক্লিয়াস
গ. পজিট্রন ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. নিউক্লিয়াস।
২. নিচের কোনটি পরমাণুর স্থায়ী মূল কণিকা নয়?
ক. ইলেকট্রন খ. মেসন ও ডিউটেরন
গ. প্রোটন ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. মেসন ও ডিউটেরন।
৩. অক্সিজেনের অন্যতম আইসোটোপ 17O-এ নিউট্রন সংখ্যা কয়টি?
ক. ৯টি খ. ১৭টি
গ. ৮টি ঘ. ৭টি
উত্তর: ক. ৯টি।
৪. নাইট্রেট অ্যানায়নে কতটি ইলেকট্রন রয়েছে?
ক. ১৯টি খ. ৩১টি
গ. ৩২টি ঘ. ২৩টি
উত্তর: গ. ৩২টি।
৫. ক্যানসার কোষ ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়-
ক. ক্রিপ্টন খ. জেনন
গ. আর্গন ঘ. রেডন
উত্তর: ঘ. রেডন।
৬. 2s অরবিটালে নোড থাকে কয়টি?
ক. ১টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: ক. ১টি।
৭. d উপশক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি?
ক. ৩টি খ. ৫টি
গ. ১টি ঘ. ৭টি
উত্তর: খ. ৫টি।
কবীর