
দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ব্ল্যাক ডেথ কী?
উত্তর: ১৩৪৬ থেকে ১৩৫৩ সালের মধ্যে ইউরোপ এবং এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়া মহামারিতে ৭৫ থেকে ২০০ মিলিয়ন মানুষ মারা যায়, যা ব্ল্যাক ডেথ হিসেবে পরিচিত।
প্রশ্ন: ‘প্রথম শিল্পবিপ্লব’ প্রত্যয়টির নামকরণ করেছিলেন কে?
উত্তর: প্রথম শিল্পবিপ্লব প্রত্যয়টির নামকরণ করেছিলেন Arnold Toynbee।
প্রশ্ন: বিপ্লব অর্থ কী?
উত্তর: বিপ্লব অর্থ মৌল ও সুদূরপ্রসারী পরিবর্তন।
প্রশ্ন: কোথায় সমাজকর্ম পেশার পরিপূর্ণতা পায়?
উত্তর: আমেরিকায় সমাজকর্ম পেশার পরিপূর্ণতা পায়।
প্রশ্ন: এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সালে প্রণীত হয়।
প্রশ্ন: NASW-এর পূর্ণরূপ কী?
উত্তর: National Association of Social Workers.
প্রশ্ন: ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি কততম প্রয়াস?
উত্তর: ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি ৪৩তম প্রয়াস।
প্রশ্ন: অক্ষম দরিদ্র কারা?
উত্তর: রুগ্ণ, বৃদ্ধ, বধির, অন্ধ এবং ছোট্ট শিশুদের বিধবা মাতা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয়, তারাই অক্ষম দরিদ্রের পর্যায়ভুক্ত।
আরো পড়ুন : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
প্রশ্ন: COS কী?
উত্তর: COS বা দান সংগঠন সমিতি হলো দরিদ্রদের অসহায় অবস্থার উন্নয়নে গঠিত ইংল্যান্ড ও আমেরিকার একটি সমাজকল্যাণ্যমূলক প্রতিষ্ঠান।
প্রশ্ন: Virgin Queen নামে কাকে ডাকা হতো?
উত্তর: Virgin Queen নামে ডাকা হতো রানি প্রথম এলিজাবেথকে।
প্রশ্ন: আধুনিক সমাজকর্মের সূত্রপাত কোন দেশে হয়?
উত্তর: আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয় ইংল্যান্ডে।
প্রশ্ন: নগরায়ণ কী?
উত্তর: গ্রামীণ জীবন থেকে নগরের জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়া নগরায়ণ।
প্রশ্ন: NASW কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: NASW ১৯৫৫ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?
উত্তর: ১৯৪২ সালের নভেম্বর মাসে বিভারিজ রিপোর্ট পেশ করা হয়।
প্রশ্ন: প্যারিশ (Parish) কী?
উত্তর: যুক্তরাজ্যের প্রশাসনিক বিভাগ বা জেলা হলো কাউন্টি (County)। আর কাউন্টির অন্তর্গত যাজকীয় বিভাগ হলো প্যারিশ, যার নিজস্ব গির্জা ও যাজক রয়েছে।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর