
দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: রাজকীয় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডে কত সালে জনগণের প্রতিনিধিত্বমূলক আইন পাস হয়?
উত্তর: রাজকীয় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডে ১৯১৮ সালে জনগণের প্রতিনিধিত্বমূলক আইন পাস হয়।
প্রশ্ন: অক্ষম দরিদ্রদের জন্য ইংল্যান্ড কত সালে আইন প্রণয়ন করে?
উত্তর: অক্ষম দরিদ্রদের জন্য ইংল্যান্ড ১৫৯৭ সালে আইন প্রণয়ন করে।
প্রশ্ন: কোন আইনগুলো ইংল্যান্ডের দারিদ্র্য মোকাবিলায় সক্ষম হয়নি?
উত্তর: ১৩৪৯ থেকে ১৫৯৭ সালে প্রণীত আইনগুলো ইংল্যান্ডের দারিদ্র্য মোকাবিলায় সক্ষম হয়নি।
প্রশ্ন: ১৬০১ সালের দরিদ্র আইনকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।
প্রশ্ন: ১৬০১ সালের দরিদ্র আইনের শ্রেণি তিনটি কী কী?
উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনের শ্রেণি তিনটি হলো- অক্ষম দরিদ্র্য, সক্ষম দরিদ্র্য এবং নির্ভরশীল শিশু।
প্রশ্ন: কারা দরিদ্র আইন বাস্তবায়নে নিয়োজিত থাকবেন?
উত্তর: দরিদ্রদের পরিদর্শকরা দরিদ্র আইন বাস্তবায়নে নিয়োজিত থাকবেন।
প্রশ্ন: ১৬০১ সালের দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়?
উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইন ১৮৩৪ সালে সংস্কার করা হয়।
প্রশ্ন: Poor Law Union কী?
উত্তর: দরিদ্র আইন বাস্তবায়নের প্রশাসনিক ব্যবস্থা।
প্রশ্ন: Poor Law Union কীসের মাধ্যমে পরিচালিত হয়?
উত্তর: Poor Law Union একটি নির্ধারিত বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়।
প্রশ্ন: রাজকীয় কমিশনে কতজন কমিশনার নিয়োগ হয়?
উত্তর: রাজকীয় কমিশনে তিনজন কমিশনার নিয়োগ দেওয়া হয়।
প্রশ্ন: কখন ইংল্যান্ডে ভয়াবহ বেকারত্ব দেখা দেয়?
উত্তর: বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে ভয়াবহ বেকারত্ব দেখা দেয়।
আরো পড়ুন : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ১৮টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব
প্রশ্ন: ইংল্যান্ডের কয়লা খনিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর: আমেরিকা ও ইউরোপের সঙ্গে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার সঙ্গে টিকতে না পারা।
প্রশ্ন: লিবারেল পার্টি কোন দেশের রাজনৈতিক সংগঠন?
উত্তর: লিবারেল পার্টি ইংল্যান্ডের রাজনৈতিক সংগঠন।
প্রশ্ন: ১৮ সদস্যবিশিষ্ট রাজকীয় কমিশন কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৫ সালে ১৮ সদস্যবিশিষ্ট রাজকীয় কমিশন গঠন করা হয়।
প্রশ্ন: রাজকীয় কমিশন কত সালে সুপারিশমালা পেশ করে?
উত্তর: রাজকীয় কমিশন ১৯০৫ সালে সুপারিশমালা পেশ করে।
প্রশ্ন: দরিদ্র আইন কমিশন কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৫ সালে দরিদ্র আইন কমিশন গঠন করা হয়।
প্রশ্ন: বিভারিজ রিপোর্টের মূল লক্ষ্য কী?
উত্তর: সর্বস্তরের জনগণের কল্যাণ সাধন বিভারিজ রিপোর্টের মূল লক্ষ্য।
প্রশ্ন: রাজকীয় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে কত সালে শিক্ষা আইন পাস হয়?
উত্তর: রাজকীয় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৯০৭ সালে শিক্ষা আইন পাস হয়।
প্রশ্ন: পৃথিবীর কোন দেশে প্রথম সামাজিক বিমা আইন প্রণীত হয়?
উত্তর: ইংল্যান্ডে প্রথম সামাজিক বিমা আইন প্রণীত হয়।
প্রশ্ন: বিভারিজ রিপোর্টে কত ধরনের নিরাপত্তার সুপারিশ করা হয়েছে?
উত্তর: বিভারিজ রিপোর্টে পাঁচ ধরনের নিরাপত্তার সুপারিশ করা হয়েছে।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর