
দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সামাজিক কার্যক্রম বলতে কী বোঝায়?
উত্তর: সমাজব্যবস্থায় যেসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত অবস্থা বিরাজ করে তা সচেতন ও পরিকল্পিতভাবে পরিবর্তন করে কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত সমাজব্যবস্থা গড়ে তোলাই হলো সামাজিক কার্যক্রম। মূলত সমাজে যেসব প্রচলিত অপসংস্কৃতি, কুপ্রথা ও অব্যবস্থা রয়েছে তা দূর করে একটি কাঙ্ক্ষিত সমাজ গঠনের লক্ষ্যেই সামাজিক কার্যক্রম পরিচালিত হয়।
প্রশ্ন: সামাজিক বিমা বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক বিমা মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিত্তি হিসেবে স্বীকৃত। ১৯৪৬ সালে ইংল্যান্ডে সর্বপ্রথম সামাজিক বিমা ব্যবস্থা প্রচলন করা হয়। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো- স্বাস্থ্যবিমা, বার্ধক্য ও পঙ্গুবিমা, শিশুর জন্ম ও মৃত্যুর জন্য বিশেষ ভাতা ইত্যাদি।
প্রশ্ন: পেশা বলতে কী বোঝায়?
উত্তর: পেশা বলতে নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্য, তত্ত্বনির্ভর সুশৃঙ্খল জ্ঞান, মূল্যবোধ, নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে বোঝায়। প্রকৃত অর্থে পেশা হলো এমন এক ধরনের বৃত্তি বা জীবিকা নির্বাহের উপায়, যেখানে নির্দিষ্ট ক্ষেত্র বা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানার্জন করে যথাযথ দক্ষতা, নৈপুণ্য ও কৌশলের মাধ্যমে তা বাস্তবে প্রয়োগ করা হয়।
আরো পড়ুন : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ১০টি অনুধাবনমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব
প্রশ্ন: বিভারিজ রিপোর্ট কী?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে সামাজিক নিরাপত্তা ও অনিশ্চয়তার সমস্যা মোকাবিলায় স্যার উইলিয়াম বিভারিজের নেতৃত্বে সামাজিক পার্লামেন্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি ব্যাপক অনুসন্ধান ও যাচাই-বাছাই করে ১৯৪২ সালে যে রিপোর্ট পেশ করে তাই বিভারিজ রিপোর্ট নামে পরিচিত। বিভারিজের নেতৃত্বে কমিটি পরিচালিত হয়েছিল বলে এ কমিটির রিপোর্টকে বিভারিজ রিপোর্ট বলা হয়।
প্রশ্ন: বিভারিজ রিপোর্টের নিরাপত্তা সুপারিশগুলো লেখ।
উত্তর: বিভারিজ রিপোর্টে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। বিভারিজ তার রিপোর্টে ৫ ধরনের নিরাপত্তা সুপারিশ তুলে ধরেন। এগুলো হচ্ছে, সামাজিক বিমা কর্মসূচি প্রবর্তন করা, সামাজিক বিমার আওতাবহির্ভূত জনসাধারণের জন্য জাতীয় কর্মসূচি হিসেবে সরকারি সাহায্যের ব্যবস্থাকরণ, সাপ্তাহিক শিশুভাতার ব্যবস্থা করা, বিনামূল্যে ব্যাপক স্বাস্থ্য ও পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থা এবং অর্থনৈতিক বিপর্যয়রোধে সরকারিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর