বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০. চলতি মূলধন বলতে বোঝায়-
ক. মোট সম্পত্তি বাদ মোট দায়
খ. মোট সম্পত্তি বাদ চলতি দায়
গ. চলতি সম্পত্তি বাদ চলতি দায়
ঘ. তরল সম্পত্তি বাদ চলতি দায়
ঙ. মোট সম্পত্তি বাদ দীর্ঘমেয়াদি দায়
উত্তর: গ. চলতি সম্পত্তি বাদ চলতি দায়।
২১. হিসাব বছরের মোট আয় থেকে ওই বছরের প্রকৃত ও সম্ভাব্য ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করা হয়। এটা হিসাববিজ্ঞানের কোন নীতির আওতাভুক্ত?
ক. চলমান কারবার নীতি
খ. ম্যাচিং নীতি
গ. ব্যয় নীতি
ঘ. ব্যবসায়িক সত্তা নীতি
ঙ. আয় স্বীকার নীতি
উত্তর: খ. ম্যাচিং নীতি।
২২. কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না?
ক. লভ্যাংশ দেওয়া
খ. পাওনাদারের দাবি পরিশোধ
গ. বিমা প্রিমিয়াম দেওয়া
ঘ. কু-ঋণ অবলোপন
ঙ. অগ্রিম ভাড়া দেওয়া
উত্তর: ঘ. কু-ঋণ অবলোপন।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৫টি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
২৩. সাধারণত কোন হিসাবটির ক্রেডিট উদ্বৃত্ত থাকে?
ক. নগদ তহবিল খ. আসবাবপত্র
গ. যন্ত্রপাতি ঘ. বকেয়া বেতন
ঙ. সুনাম
উত্তর: ঘ. বকেয়া বেতন।
২৪. কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণী পত্র প্রচার করে তাকে বলা হয়-
ক. নিবন্ধিত মূলধন খ. বিলিযোগ্য মূলধন
গ. তলব করা মূলধন ঘ. পরিশোধিত মূলধন
ঙ. সংরক্ষিত মূলধন
উত্তর: খ. বিলিযোগ্য মূলধন।
২৫. কোনটি মুনাফা জাতীয় খরচ?
ক. মেশিন কেনার জন্য ব্যয়
খ. মেশিনের পরিবহন ব্যয়
গ. মেশিন সংস্থাপন মজুরি
ঘ. মেশিনের বিমা খরচ
ঙ. মেশিনের জাহাজ ভাড়া
উত্তর: ঘ. মেশিনের বিমা খরচ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর