ঢাকা ৫ মাঘ ১৪৩১, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ৫ম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ৫ম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০. চলতি মূলধন বলতে বোঝায়-
ক. মোট সম্পত্তি বাদ মোট দায়    
খ. মোট সম্পত্তি বাদ চলতি দায়    
গ. চলতি সম্পত্তি বাদ চলতি দায়
ঘ. তরল সম্পত্তি বাদ চলতি দায়    
ঙ. মোট সম্পত্তি বাদ দীর্ঘমেয়াদি দায়
উত্তর: গ. চলতি সম্পত্তি বাদ চলতি দায়।

২১. হিসাব বছরের মোট আয় থেকে ওই বছরের প্রকৃত ও সম্ভাব্য ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করা হয়। এটা হিসাববিজ্ঞানের কোন নীতির আওতাভুক্ত?
ক. চলমান কারবার নীতি    
খ. ম্যাচিং নীতি    
গ. ব্যয় নীতি    
ঘ. ব্যবসায়িক সত্তা নীতি
ঙ. আয় স্বীকার নীতি
উত্তর: খ. ম্যাচিং নীতি।

২২. কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না?
ক. লভ্যাংশ দেওয়া    
খ. পাওনাদারের দাবি পরিশোধ    
গ. বিমা প্রিমিয়াম দেওয়া 
ঘ. কু-ঋণ অবলোপন    
ঙ. অগ্রিম ভাড়া দেওয়া 
উত্তর: ঘ. কু-ঋণ অবলোপন।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৫টি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব

২৩. সাধারণত কোন হিসাবটির ক্রেডিট উদ্বৃত্ত থাকে?
ক. নগদ তহবিল    খ. আসবাবপত্র    
গ. যন্ত্রপাতি           ঘ. বকেয়া বেতন    
ঙ. সুনাম
উত্তর: ঘ. বকেয়া বেতন।

২৪. কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণী পত্র প্রচার করে তাকে বলা হয়-
ক. নিবন্ধিত মূলধন      খ. বিলিযোগ্য মূলধন    
গ. তলব করা মূলধন    ঘ. পরিশোধিত মূলধন    
ঙ. সংরক্ষিত মূলধন
উত্তর: খ. বিলিযোগ্য মূলধন।

২৫. কোনটি মুনাফা জাতীয় খরচ?
ক. মেশিন কেনার জন্য ব্যয়    
খ. মেশিনের পরিবহন ব্যয়     
গ. মেশিন সংস্থাপন মজুরি 
ঘ. মেশিনের বিমা খরচ    
ঙ. মেশিনের জাহাজ ভাড়া
উত্তর: ঘ. মেশিনের বিমা খরচ।

লেখক :  সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : ব্যবসায়ের মৌলিক ধারণা 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৭। ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি?
ক. এটি অর্থনৈতিক কাজ
খ. এতে অর্থের লেনদেন ঘটে
গ. এটিকে আইনগতভাবে বৈধ হতে হয়
ঘ. এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়

৩৮। নিচের কোন উপাদানটি ব্যবসায়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য? 
ক. আইনগত উপাদান
খ. রাজনৈতিক উপাদান
গ. অর্থনৈতিক উপাদান
ঘ. সামাজিক উপাদান

৩৯। পণ্য বিনিময় কোন ধরনের বাধা অপসারণ করে?
ক. অর্থসংক্রান্ত বাধা
খ. রূপগত বাধা
গ. মালিকানাগত বাধা
ঘ. স্থানগত বাধা 

৪০। সর্বজনগ্রাহ্য হিসেবে অর্থের আবির্ভাব ঘটে কোন যুগে? 
ক. আদিম যুগে
খ. আধুনিক যুগে
গ. মধ্য যুগে
ঘ. প্রাগৈতিহাসিক যুগে

৪১। নিচের কোনটি ব্যবসায়ের সঠিক সমীকরণ?
ক. Β =ΣΤ + ΣΙ + ΣΑΤ
খ. Β = ΣΑΤ – ΣΙ + ΣΤ
গ. Β =ΣΙ + ΣΤ + ΣΑΤ
ঘ. Β =ΣΙ + ΣΑΤ + ΣΤ

৪২। পণ্যসামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডকে কী বলে?
ক. প্রত্যক্ষসেবা
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. ব্যবসায়

আরো পড়ুন : ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব

৪৩। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হলো-
i. পণ্য রপ্তানি
ii. জনশক্তি রপ্তানি
iii. পণ্য আমদানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

ইফতেখার মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় তিনি স্থানীয় চাহিদা মেটানোর পর শহরের বাজারেও তা বিক্রি শুরু করেন।

৪৪। ইফতেখার কোন ধরনের শিল্পের সঙ্গে জড়িত?
ক. সেবা পরিবেশক
খ. প্রজনন
গ. যৌগিক
ঘ. প্রক্রিয়াকরণ 

৪৫। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে-
i. সম্পদের সদ্ব্যবহার হবে
ii. জীবনযাত্রার মান উন্নয়ন হবে
iii. আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৬। ব্যবসায়ের আবির্ভাব হয় কেন?
ক. সম্পদশালী হওয়ার জন্য
খ. চাহিদা পূরণের জন্য
গ. মুনাফা অর্জনের জন্য
ঘ. বেকারত্ব দূর করার জন্য

উত্তর: ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. গ, ৪০. গ, ৪১. গ, ৪২. ঘ, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ঘ, ৪৬. খ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম
‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট :  ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১৩. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
ক. বিমা    
খ. বিক্রয় ব্যবস্থাপকের বেতন    
গ. কর্মকর্তাদের বেতন    
ঘ. প্রত্যক্ষ কাঁচামাল    
ঙ. কলকব্জার সরলরৈখিক অবচয় 
উত্তর: ঘ. প্রত্যক্ষ কাঁচামাল।

১৪. নিচের কোনটি করণিক ভুল নয়?
ক. পূরক ভুল     
খ. নীতিগত ভুল    
গ. পূরক ভুল    
ঙ. লিখনের ভুল    
ঙ. পোস্টিংয়ের ভুল
উত্তর: খ. নীতিগত ভুল।

১৫. নিচের কোনটি মূলধনজাতীয় ব্যয় নয়?
ক. মোটরগাড়ি কেনা    
খ. কপিরাইট অর্জন ব্যয়    
গ. স্থায়ী সম্পত্তির অবচয়    
ঘ. আসবাবপত্র কেনা    
ঙ. ভূমি কেনা
উত্তর: গ. স্থায়ী সম্পত্তির অবচয়।

১৬. নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? 
ক. মূলধন     
খ. আসবাবপত্র    
গ. অগ্রিম ভাড়া    
ঘ. উত্তোলন    
ঙ. অনুপার্জিত আয়
উত্তর: ঘ. উত্তোলন।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১২তম পর্ব

১৭. নিচের কোনটি তারল্য অনুপাত নয়?
ক. সম্পদ আবর্তন    
খ. চলতি অনুপাত    
গ. মজুত আবর্তন    
ঘ. প্রাপ্য হিসাব আবর্তন    
ঙ. অ্যাসিড টেস্ট অনুপাত
উত্তর: ক. সম্পদ আবর্তন।

১৮. নিচের কোনটি স্থায়ী সম্পদ কেনার সঙ্গে সম্পর্কিত হলেও মূলধনায়ন করা হয় না?
ক. মেশিনারির কেনার মূল্য    
খ. মেশিনারি আনয়নে ভাড়া ও বিমা খরচ
গ. মেশিনারি স্থাপনে প্রদত্ত বেতন ও মজুরি    
ঘ. মেশিনারি মূল্যের ওপর প্রদত্ত ১০% হারে ভ্যাট
ঙ. মেশিনারি নিঃশেষ মূল্য
উত্তর: ঙ. মেশিনারি নিঃশেষ মূল্য।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ হলো ওয়াকিটকি।

দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১. কোন ক্ষেত্রে সিনক্রোনাস পদ্ধতি ব্যবহৃত হয়?
ক. দূরবর্তী স্থানে ডেটা পরিবহনের ক্ষেত্রে
খ. রিয়েল টাইম এক্সিকেশনের ক্ষেত্রে
গ. কি-বোর্ডে ডেটা টাইমের ক্ষেত্রে
ঘ. টাইপের ক্ষেত্রে

২২. সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কতটি অক্ষর থাকে?
ক. ৮০টি অক্ষর     
খ. ৮০-১৩২টি অক্ষর  
গ. ১২০-১৫০টি অক্ষর     
ঘ. ২৫৬টি অক্ষর 

২৩. হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. ওয়াকিটকি    
খ. টেলিফোন
গ. মোবাইল    
ঘ. রেডিও

২৪. ডেটা প্রবাহের দিকের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড কয় ভাগে বিভক্ত? 
ক. ২ ভাগে        খ. ৩ ভাগে     
গ. ৪  ভাগে         ঘ. ৫ ভাগে  

২৫. কোন ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে?
ক. ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড
খ. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড
গ. মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড 
ঘ. ফুল ডুপ্লেক্স মোড 

আরো পড়ুন : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব

২৬. ফুল ডুপ্লেক্স মোডে চলে-
i. মোবাইল ফোন    
ii. ল্যান্ড ফোন 
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    
খ. i ও iii
গ. ii ও iii    
ঘ. i, ii ও iii

২৭. প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের ওপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে কয় ভাগে বিভক্ত করা যায়?
ক. ২ ভাগে       
খ. ৩ ভাগে    
গ. ৪  ভাগে        
ঘ. ৫ ভাগে  

২৮. সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য-
i. ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়
ii. ডেটাকে ক্যারেকটার বাই ক্যারেকটার পাঠানো হয় 
iii. হেডার এবং ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    
খ. i ও iii
গ. ii ও iii    
ঘ. i, ii ও iii 

২৯. ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একমুখী প্রবাহের নাম কী?
ক. ব্রডকাস্ট    
খ. সিমপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স    
ঘ. হাফ ডুপ্লেক্স

উত্তর: ২১.  ক, ২২. খ, ২৩. ক, ২৪. খ, ২৫. খ, ২৬. ক, ২৭. খ, ২৮. খ, ২৯. খ।

লেখক :  সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক ১টি অনুচ্ছেদ লিখন, ৪র্থ পর্ব, এসএসসি বাংলা ২য় পত্র

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক ১টি অনুচ্ছেদ লিখন, ৪র্থ পর্ব, এসএসসি বাংলা ২য় পত্র
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকোর ২১তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের স্বীকৃতি পায়। প্রতীকী ছবি- সংগৃহীত

অনুচ্ছেদ লিখন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে পূর্ব বাংলার জনগণ অনেক প্রাণের বিনিময়ে বাংলাকে মাতৃভাষা হিসেবে পায়। সেই ঐতিহাসিক ভাষা শহিদ দিবস ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কানাডা প্রবাসী বাঙালিদের সংগঠন ‘মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড’ প্রথম ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এই সংগঠনের উদ্যোগে ১৯৯৮ সালের ৯ জানুয়ারি জাতিসংঘের  তৎকালীন মহাসচিব কফি আনানকে একটি চিঠি লেখা হয়। কফি আনান ইউনেসকোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিলে ইউনেসকো বরাবরে একটি আবেদনপত্র পাঠানো হয়। 
ইউনেসকোর শিক্ষা বিভাগের প্রোগ্রাম বিশেষজ্ঞ বেসরকারি উদ্যোগে কোনো প্রস্তাব গ্রহণের অপরাগতার কথা জানান। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের মাধ্যমে বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হয়। বিশ্বের ২৭টি দেশ এ প্রস্তাবকে সমর্থন জানান। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকোর ২১তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের স্বীকৃতি পায়। যে দিবসটি কেবল ভাষা শহিদ দিবস হিসেবে পালিত হতো, আজ তা ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশ এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছে। বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য এটি একটি সম্মান ও গৌরবের বিষয় তাই ২১ ফেব্রুয়ারি অর্থাৎ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আমাদের অহংকার। আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে লালন করব, ভালোবাসব এবং তার প্রসার ঘটাব। বিশ্বের সব মানুষের মাতৃভাষাকে সম্মান দেখাব। মাতৃভাষার চেতনাকে ছড়িয়ে দেওয়ার মধ্যেই নিহিত আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্থকতা।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা

কবীর

An Ideal Student বিষয়ক Paragraph Writing লিখন, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম
An Ideal Student বিষয়ক Paragraph Writing লিখন, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

Paragraph Writing

An Ideal Student

An ideal student is someone who has some special qualities. Generally a good student has some qualities. But the student who learns his lessons regularly and avoids all those that stand against his way to study is called an ideal student. An ideal student must be truthful and honest. He is obedient to his superiors. He should always speak the truth and never tell a lie. He ought to develop love for his own country. He must be ready to dedicate his life for the welfare of the country. An ideal student participates in co-curricular activities. He also takes part in games and sports because a sound body develops a sound mind. An ideal student always helps the weak student in study. He must be diligent, punctual and co-operative. He is very interested in doing social work. He knows that student life is the seed time. So, he must take the best preparation for the struggle of life. He loves his parents, the younger ones and respects the teachers and the seniors. He never goes against any law of the institution as well as the country. His mind is like the clear sky. An ideal student is the embodiment of good qualities and is a role model to be followed. An ideal student is loved by all. So, he gradually becomes an idol as well as a model for all students.

লেখক : সিনিয়র শিক্ষক, ইংরেজি 
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর